![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো আবার একদিন দেখা হবে তোমার আমার
হয়তো তখন আমরা শেষ বয়সে, দিন গুনছি চলে যাবার।
হয়তো শেষ সময়ে পার করছো ক্লান্ত বিকেল
হয়তো সব হারিয়ে ভাবছো মনে একাল সেকাল।
হয়তো ফুটপাতের ধার ঘেঁষে হাঁটছো, একা আনমনে
হয়তো এমনদিনে তুমি আমি মুখোমুখি, শ্রান্ত নয়নে।
হয়তো ঝাপসা চোখে আবছা আবছা মনে পড়বে
হয়তো পুরানো দিন এক নিমেষে ফিরে আসবে।
হয়তো সন্ধ্যা তখন ছুঁই ছুঁই, আকাশটা বিষন্ন
হয়তো দুটি মনে ঝড় উঠবে ক্ষণিকের জন্য।
নয়তো চিনবেই না, ভুলে গেছো, মনের ভুলে
কিংবা আমিই তোমায় এড়িয়ে যাব, চরম হেলায়।।
০৩.০৯.২০১৬
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:০৪
উম্মে সায়মা বলেছেন: মনে হয় তাই হবে। যা হবার বর্তমানে হয়ে যাওয়াই ভালো।
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২| ৩০ শে মার্চ, ২০১৭ সকাল ১০:৪৫
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
হয়তো কিছুই হবেনা , আবার কতো কিছুও হয়ে যেতে পারে । কে বলতে পারে ভবিতব্যের কথা ?
তেমন কিছু হলে হতে পারে এমনটা ------কতোদিন পরে !
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২১
উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ আহমেদ জী এস ভাই, ভবিষ্যতের কথা কেই বা বলতে পারে! আমরা কেবল কল্পনা করতে পারি।
আপনার 'কতোদিন পরে!' কবিতাটি পড়ে এসেছি। অসাধারণ! আমার এ কবিতার সম্ভাব্য পরের ধাপ
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
৩| ৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৫৩
সিনবাদ জাহাজি বলেছেন: পড়া শেষ কিন্তু রেশটা থেকে গেল
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২২
উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ সিনবাদ জাহাজি ভাই।
৪| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর লাগলো 'হয়তো' কথাটির যথার্থ ব্যবহার।
"হয়তো ঝাপসা চোখে আবছা আবছা মনে পড়বে
হয়তো পুরানো দিন এক নিমেষে ফিরে আসবে।
হয়তো সন্ধ্যা তখন ছুঁই ছুঁই আকাশটা বিষন্ন
হয়তো দুটি মনে ঝড় উঠবে ক্ষণিকের জন্য।
নয়তো চিনবেই না, ভুলে গেছো, মনের ভুলে।
কিংবা আমিই তোমায় এড়িয়ে যাব, চরম হেলায়।।" বড় কষ্টের হবে সে মুহূর্ত, খুব বেদনার কথাগুলোই সত্য। হতেও পারে এমনই সময়ের দেখা!
অনেক ভালো লাগা রইল আপু ++++++
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৫
উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে আন্তরিক ধন্যবাদ নয়ন ভাই। এত্তগুলো প্লাসে অনেক অনুপ্রাণিত। ভালো থাকবেন।
৫| ৩০ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮
অতঃপর হৃদয় বলেছেন: অপ্স!!!! অনেক সুন্দর। ভালোবাসা রইল।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৮:২৬
উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ অতঃপর হৃদয় ভাই। ভালো থাকুন নিরন্তর।
৬| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:০৮
মুশি-১৯৯৪ বলেছেন:
ভাল লাগল । অসাধারন ।
নয়তো চিনবেই না, ভুলে গেছো, মনের ভুলে
কিংবা আমিই তোমায় এড়িয়ে যাব, চরম হেলায়
বিচ্ছেদ। ঠিক যেন একটি ক্ষুদ্র উজ্জ্বল সুন্দর নিষ্ঠুর ছুরি এসে একটি হৃৎপিণ্ডের দক্ষিণ এবং বাম অংশের মাঝখানে বেদনাপূর্ণ বিদারণরেখা টেনে দিয়ে গেছে। তাহাকে কেহ লঙ্ঘন করিতে পারিল না।
কাল সবকিছুকে গ্রাস করে, সে কিছুই পড়িয়া থাকিতে দেয় না – হাসিও না, কান্নাও না।
৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:২০
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মুশি।
কাল সবকিছুকে গ্রাস করে, সে কিছুই পড়িয়া থাকিতে দেয় না
অমোঘ সত্য। কেউ এ সত্য এড়াতে পারেনা। সময়ের কাছে, নিয়তির কাছে আমরা মানুষেরা বড় অসহায়।
৭| ৩০ শে মার্চ, ২০১৭ রাত ৯:৫৯
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
প্রতি মন্তব্যের জন্যে ধন্যবাদ ।
নোটিফিকেশান পাইনি । এমনকি আমার পুরোনো পোস্ট 'কতোদিন পরে!' তে যে মন্তব্য করে এসেছেন সেটাও আসেনি । আর আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য , সেখানে ও আমার মন্তব্যটি আসেনি ।
'কতোদিন পরে!' পোস্টে আপনার মন্তব্যের জবাব দিয়েছি ।
ব্লগে আপনার স্ট্যাটাস সমস্যা গেছে কি ?
ভালো থাকুন ।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৪
উম্মে সায়মা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ আহমেদ জী এস ভাই আবার এসে মন্তব্য করা এবং মন্তব্যের জবাব দেয়ার জন্য। আমারও নোটিফিকেশান সমস্যা হয়। আমার এখানেও সাম্প্রতিক মন্তব্যে আপনার পোস্টে করা মন্তব্য আসেনি। আমিতো ভাবলাম মনে হয় মন্তব্য পোস্টই হয়নি। তখন আবার লিংক এ ঢুকে নিশ্চিত হয়েছি।
না, স্ট্যাটাস সমস্যা এখনো যায়নি। আগের মতই আছে।
আপনিও ভালো থাকুন.....
৮| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৮
মুশি-১৯৯৪ বলেছেন:
বাতাস হয়েছে মুগ্ধ, বাতাসের পেছনে সাগর চলিতেছে,
স্নিগ্ধ করিতেছে গিয়ে হৃদয়ের জ্বর,
শুদ্ধ সাদা বরফের কোন এক শীতল পাহাড়ে !
সেখানে ফলেছে নিভৃতে কাঁচা পাতা,
জ্বর ছেড়ে গেছে তার-, নক্ষত্র শীতল সেইখানে ।
------- জীবনান্দ দাশ
সমাপ্তি ও স্থায়িত্ব হয়তো কোথাও আছে, কিন্তু আমি তো দেখিতে পাই না। কোনকিছূই ধরে রাখতে পারি না । তোমার কবিতা পড়ে মনে হলো তোমারও তাই, তুমি যাকে ডাকিয়া সাড়া পাইলে না সে কি আমার চেয়েও মূক। তুমি যাহার মুখের পানে চাহিলে সে কি আমার চেয়েও অন্ধ।
তাই আজ রাতের আকাশের তারাগুলোকে জিজ্ঞাসা করলাম,
কোটি কোটি যোজন দূরে থেকে তোমরা কি সত্যই মানুষের জীবনের সমস্ত কর্মসূত্র ও সম্বদ্ধসূত্র নিঃশব্দে বসে বসে বুনছ।
৩১ শে মার্চ, ২০১৭ রাত ৩:৩৩
উম্মে সায়মা বলেছেন: হয়তো আাসলেই মৃত্যু ব্যতীত কোন সমাপ্তি নেই। তাই আমরা খুঁজেও পাইনা।
আর ধরে রাখার কথা বলছ? সে তো সবাই জানে জোর করে কিছু ধরে রাখা যায়না। তাছাড়া নিয়তির হাতে আমরা বাঁধা; তুমি, আমি, সে; সবাই। তাই তারাদের কাছে তোমার প্রশ্ন প্রশ্নই থেকে যাবে, অনন্তকাল। উত্তর পাওয়া যাবেনা।
৯| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:২২
শাহরিয়ার কবীর বলেছেন:
বুড়া-বুড়ির প্রেম-পিরিতির কাহিনী লিখেছেন বেশ ! দুজনের একালেই দেখা হয়ে যাক .................
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫২
উম্মে সায়মা বলেছেন: ভবিষ্যৎ প্রেম কাহিনী হতেও পারে আবার নাও হতে পারে। ধন্যবাদ শাহরিয়ার কবীর ভাই।
১০| ৩১ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
দুজনার এ পথ চলে গেছে
অচমকা কোন ঝড়ের রাতে
অজানা পথে প্রান্তরে !
বুকল-শিউলি মালা গেঁথে বসে আছে
মেয়ে আন মনে;
যদি দেখা হয় আবার তার শনে ।
নক্ষত্র কোন রাতে তারার মিতালীতে
এ আশার প্রতীক্ষার প্রহর গুনে ।
এক জীবনে কতখানি বা চাওয়া থাকে,
কতখানি বা পাওয়া থাকে ?
তবুও যেন এ না পাওয়ার হিসাবে
কষ্টেরা কষ্ট দিতে ফিরে আসে বারে বারে ।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৫৪
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর লিখেছেন তো!!! ++
১১| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:১০
মৌমুমু বলেছেন: সেই বুড়ো কালে দেখা হবে!! এত ধৈর্য!! ওদের যেন তারাতারি দেখা হয়ে যায়।
কোন কারনে বুড়োর আগে বুড়ি মরে গেলে বুড়োকে শেষ দেখার আফসোস থেকে যাবে।
১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৬
উম্মে সায়মা বলেছেন:
১২| ৩১ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩২
মৌমুমু বলেছেন: সেই বুড়ো কালে দেখা হবে!! এত ধৈর্য!! ওদের যেন তারাতারি দেখা হয়ে যায়।
কোন কারনে বুড়ার আগে যদি বুড়ি মরে যায় তবে বুড়ির তো বুড়োকে দেখার আফসোস
রয়ে যাবে। বুড়িতো মরেও শান্তি পাবেনা!
খুব সুন্দর লিখেছেন। শুভ কামনা রইল।
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:০০
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। নাহয় নাইবা হল দেখা। দেখা যে হতেই হবে এমন কোন কথা নেই। কিছু আফসোস থেকে যেতে হয়।
ধন্যবাদ আপু কবিতাটি পড়ে মন্তব্য রেখে যাবার জন্য। ভালো থাকুন।
১৩| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৩:৫২
ANIKAT KAMAL বলেছেন: এর চেয়ে কবিতায় অার কি সুন্দর হতে পারে ম্যাডাম, এ যেন অামারই বলতে না পারার অক্ষমতা, খুব খুব খুবই ভালো লাগল , প্রতীময়ী শুভেচ্ছা
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:১২
উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। আন্তরিক ধন্যবাদ জানবেন।
১৪| ০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
খায়রুল আহসান বলেছেন: হয়তো আবার একদিন দেখা হবে, হয়তো না। তবে কবিতার শেষ চরণটি যেন সত্য না হয়!
০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৯:১৬
উম্মে সায়মা বলেছেন: দেখা হতেও পারে আবার নাও হতে পারে। তেমনি শেষ চরণটিও সত্য হতে পারে আবার নাও হতে পারে। কিছুই বলা যায়না।
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই।
১৫| ০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ৭:৫১
সামিউল ইসলাম বাবু বলেছেন: হয়তো অাবার দেখা হবে এই কামনা রইলো।
ভালোলাগা+
০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৫
উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু ভাই
১৬| ০৩ রা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
জুন বলেছেন: তোমায় এড়িয়ে যাব, চরম হেলায়।।
এমন সম্পর্ক যেনো দুঃস্বপ্নেও কারো সাথে গড়ে না ওঠে ।
ভালোলাগলো আপনার কবিতাটি উম্মে সায়মা ।
+
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:২৯
উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ আপু।
১৭| ০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:০১
মুশি-১৯৯৪ বলেছেন:
এমন সর্ম্পকও হতে পারে, একদিন আমার ছিল ডানা, সমস্ত ডানা মেলে পেয়েছিলাম আমার ওড়ার আকাশ; আজ আমি পেয়েছি আমার ছোট্টো বাসা, ডানা গুটিয়ে বসেছি। কিন্তু আমার আকাশও রইল।
কিন্তু আমি তো প্রাগৈতিহাসিক ধারণা নিয়ে থাকতে পারি না। যে ভালোবাসা ব্যাপ্তভাবে আকাশে মুক্ত থাকে অন্তরের মধ্যে সে দেয় সঙ্গ; আর যে ভালোবাসা বিশেষ ভাবে প্রতিদিনের সব-কিছুতে যুক্ত হয়ে থাকে সংসারে সে দেয় আসঙ্গ। দুটোই আমি চাই।
০৩ রা এপ্রিল, ২০১৭ রাত ১০:৩১
উম্মে সায়মা বলেছেন: খুব ভালো বলেছ তো!
হুম ভাই। আমরা সব চাই। তাই কখনো কখনো কিছুই পাইনা।
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ রাত ১২:৪৪
মানবী বলেছেন: "হয়তো দুটি মনে ঝড় উঠবে ক্ষণিকের জন্য।
নয়তো চিনবেই না, ভুলে গেছো, মনের ভুলে
কিংবা আমিই তোমায় এড়িয়ে যাব, চরম হেলায়।"
- বেশ অনেক বছর আগে একটি সিনেমা দেখেছিলাম, বার্ধক্যে পৌঁছে দুজনের আবার দেখা হয়। এর মাঝে সংসার, সন্তান, নাতি নাতনী সব হয়েছে। তারপর যখন হাতপা ঝাড়া অবস্থায় দেখা, তখনও ভালোবাসার এতোটুকু কমতি নেই। সেই আগের অণুভূতি সব অটুট। ভাবতে ভালো লাগে সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়; শত বছরের ঝড়-ঝন্ঝা, উত্তাল স্রোত কিছুই তাকে মলিন করতে পারেনা।
সুন্দর কবিতার জন্য ধন্যবাদ উন্মে সায়মা।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৫
উম্মে সায়মা বলেছেন: আমিও এমন একটি সিনেমা দেখেছিলাম। নাম মনে হয় 'লাইফ ইন আ মেট্রো' ছিল।
এমন বোধহয় শুধু সিনেমা, গল্পেই হয়,তাইনা আপু? বাস্তবে সচরাচর এমন ঘটেনা আর ঘটলেও চিত্র ভিন্ন হয়।
কবিতাটি পড়ে সুন্দর মন্তব্য রেখে যাবার জন্য আন্তরিক ধন্যবাদ আপু।
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৭ বিকাল ৩:২৯
কাল্পনিক কামিনী বলেছেন: সুন্দর হয়েছে।
০৫ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:৫৬
উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপু
২০| ০৯ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯
পুলহ বলেছেন: আবার বছর কুড়ি পর তার সাথে দেখা যদি হয়....-- আপনার এ লেখা পড়ে কেন যেনো এ কবিতাটার কথাই মনে পড়লো।
"স্রোতস্বিনী নদী আমার" এর চেয়ে এটা বেশি ভালো লেগেছে।
ভালো আছেন সায়মা আশা রাখি !
১০ ই এপ্রিল, ২০১৭ ভোর ৪:৩৫
উম্মে সায়মা বলেছেন: আপনার কিছুটা হলেও ভালো লেগেছে জেনে ভালো লাগল পুলহ ভাই। আমি ভালো আছি। ইদানিং একটু ব্যস্ততায় দিন কাটছে তাই ব্লগে বেশি সময় দেয়া হয়ে ওঠেনা। আশা করি আপনিও ভালো আছেন।
২১| ১১ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগছে আপি
১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১:৫৫
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপু আমার ব্লগে এসে পোস্ট পড়ার জন্য। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।
ভালো থাকবেন।
২২| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:২১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: প্লিজ, ওহ প্লিজ, পৃটি প্লিজ! এমন যেন না হয়।
আমার ডর লাগে, যার কথা মনে পড়েছে তার সাথে দেখা করতে চাই না। বলেছিল আমাকে মাইর দেবে!
আপনার কবিতা আমার খুব ভালো লাগে।
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩৭
উম্মে সায়মা বলেছেন: আপনি এ বয়সে মার খেলে কেমন হবে তা ভেবে হাসি পাচ্ছে আমি চাই দেখা হয়ে যাক
আপনার ভালো লাগে জেনে খুব ভালো লাগছে। পাঠকের কাছ থেকে এমন মন্তব্য পাওয়া সৌভাগ্যের। তাহলে বলতে হয় আমার লেখা কিছুটা হলেও সার্থক। ধন্যবাদ আব্দুলহাক ভাই।
২৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৩২
Tanju H বলেছেন: অসাধারন পড়ে ভালো লাগল
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:১৬
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ Tanju H। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
২৪| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১২:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওহ প্লিজ! আপনারা ওকে চিনেননা, কারাটি কম্পু জানে। এক্কেবারে চাইনিজ ফাইটার! আমার কারণে অনেক মাইর খাইছে! এখন বাগে পেলে দৌড়ানি দেবে!
কবিতায় মনে ভাব প্রকাশ করা অনেক কঠিন। আপনি সফল কবি।
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:২২
উম্মে সায়মা বলেছেন: তাহলে তো জমবে ভালো। যদি কখনো দেখা হয়ে যায় তাহলে ভিডিও করে রাখবেন। তারপর ব্লগে আমাদের সবার সাথে শেয়ার করবেন
আপনি সফল কবি।
নিজেকে কবি বলতে বিব্রত বোধ করি। তবুও আপনাকে ধন্যবাদ।
২৫| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১:৪৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আসলি কবি না হওয়া ভালো, কবি হতে হলে টাকা খরচ করে বই প্রকাশ করতে হয়।
দোয়া করবেন ওর সাথে যেন দেখা না হয়। আমি শতভাগ নিশ্চিত আমাকে দেখে চিনতে পারলে দৌড়ে আসবে মারার জন্য।
ঝামেলা মার্কা মহিলা!
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৬
উম্মে সায়মা বলেছেন: কবি হতে হলে টাকা খরচ করে বই প্রকাশ করতে হয়।
হা হা হা।
দোয়া করবেন ওর সাথে যেন দেখা না হয়।
আচ্ছা না হোক দেখা। আপনি সহি সালামতে থাকুন
২৬| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দোয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
মাই গো মাই! জান বাঁচিছে গো!
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩২
উম্মে সায়মা বলেছেন:
২৭| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ২:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ওকে একমাত্র আমি চিনি। আপনারা চিনেন না। মারাত্মক মহিলা! একজন আমাকে বলেছিল, রাগারাগি করে স্বামীকে খড়ম দিয়ে মেরেছিল।
আমার কপাল ভালো আমি বাল্যবিবাহ করেছিলাম।
২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০৪
উম্মে সায়মা বলেছেন: তাহলে তো আপনি বেঁচে গেলেন। আপনার বাল্য বিবাহ হয়েছিল নাকি ভাই!
২৮| ২৪ শে এপ্রিল, ২০১৭ রাত ৮:১৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তখন আমার বসয় ২১ ছিল।
২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৪:৪৬
উম্মে সায়মা বলেছেন: তাহলেতো বাল্যবিবাহই বলতে হয়
২৯| ২৫ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫১
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন:
২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৫
উম্মে সায়মা বলেছেন:
৩০| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৫
ভ্রমরের ডানা বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
সেটা হবে এক মহাকষ্টের এক ভয়ংকর দিন। বরং আজকে সব ভুলের অবসান ঘটুক!
সহমত!
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৪১
উম্মে সায়মা বলেছেন: আমিও সহমত ভাইয়া
আপনাকে আবার ব্লগে নিয়মিত দেখে ভালো লাগছে। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৪৯
চাঁদগাজী বলেছেন:
সেটা হবে এক মহাকষ্টের এক ভয়ংকর দিন। বরং আজকে সব ভুলের অবসান ঘটুক