![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দুঃখ গাছে বিষাদরঙা ফুল ফুটেছে
বোঝা যায় দুঃখের বাগানে এখন বসন্ত ঋতু
শাখায় শাখায় নতুন পত্র-পল্লব আর দুঃখফুল
দু' একটা পাখিও এসে মন খারাপের কিচিরমিচির সুর তুলে যায়।
তুমি যে চুপে চুপে কষ্ট ঢালো প্রতিরাতে,
আগাছাও জমতে দাওনা
তাইতো সকাল বিকাল আমায় দুঃখ সুবাস মাতাল করে রাখে।
আমার দেয়া সুখ বনসাইটা সযত্নে আছে তো?
আমার সুখগুলো সব ঢেলে দিয়েছি তার গোড়ায়।
নাহয় না-ই করলে যত্ন-আত্তি,
তুমি না চাইলেও ঠিক তোমার চারপাশ ভরে থাকবে সুখফুলে।
কখনো যদি ফুরসত মেলে দেখে যেও
তোমার দেয়া দুঃখ গাছটা রেখেছি কত আদরে।।
০৩.০৩.২০১৭
১১ ই জুন, ২০১৭ রাত ১:৫৬
উম্মে সায়মা বলেছেন: : ভালো কথা বলেছেন কবি ভাই। দুঃখকে তো আর চমৎকার বলা যায়না স্যরি টু মেইক ইউ ফিল স্যাড।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।
২| ১১ ই জুন, ২০১৭ রাত ১:৫১
মনিরা সুলতানা বলেছেন: কবিতার শিরোনামেই ভালোলাগা !!
লেখায় +++++
শুভকামনা
১১ ই জুন, ২০১৭ রাত ১:৫৯
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ মনিরা সুলতানা আপু। প্লাসে ভীষণ অনুপ্রাণিত। ভালো থাকুন।
৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১:৫৩
নাগরিক কবি বলেছেন:
মীরার চন্দ্রাবতী আয়নার ভাঙা কাঁচের টুকরো
ঝড়ে ঝড়ে পরে যাওয়া দু'ফোঁটা রক্তের নাম
মীরার জন্য !
এই কবিতাটা পড়ছিলেন আমার?
১১ ই জুন, ২০১৭ রাত ২:০০
উম্মে সায়মা বলেছেন: মনে তো হচ্ছে পড়েছি। ওয়েট আবার পড়ে আসি
৪| ১১ ই জুন, ২০১৭ রাত ২:০৩
সুমন কর বলেছেন: দুঃখগুলো নিজেরই থাক.......
ভালো লেগেছে। +।
১১ ই জুন, ২০১৭ রাত ২:২৫
উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ সুমনদা দুঃখগুলো নিজের মধ্যেই রেখে দিতে হয়। সুখগুলো ভাগ করে দিতে হয়।
ধন্যবাদ দাদা। প্লাস পেয়ে ভালো লাগছে। ভালো থাকুন সবসময়।
৫| ১১ ই জুন, ২০১৭ রাত ২:০৫
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে কবিতা ও বনসাই এর ছবি,
কামনা করি দু:খ বিশাদ মাখা ফুল ফুটানো
বনসাই গাছটিতে কাংখীত ফল ফলুক
শুভেচ্ছা রইল
১১ ই জুন, ২০১৭ রাত ২:২৭
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। শুভকামনায় কৃতজ্ঞতা।
৬| ১১ ই জুন, ২০১৭ রাত ২:০৬
নাগরিক কবি বলেছেন: সরি, এই কিবাত আমি দেই নাই কোথাও। হঠাৎ এই লাইন মনে পড়লো। তাই বললাম। আসলে কিবাত মনে হয় বেশি লেইখ্যা লাইছি তাই গোলাই ফেলছি।
, যাই হোক আপনার কবিতার একটু সমালোচনা করি, " আরো বিষাদ মিশাতে হবে ভবিষ্যৎ এ "।
১১ ই জুন, ২০১৭ রাত ২:৩২
উম্মে সায়মা বলেছেন: তাইতো আমি খুঁজে এলাম, পেলাম না। তবে 'মিরার জন্য' নামে মনে হচ্ছিল একটা কবিতা পড়েছি।
কিবাত কি? কবিতার আধুনিক ভার্সন? :p
সমালোচনার জন্য ধন্যবাদ কবি ভাই। ভবিষ্যতে চেষ্টা করব
৭| ১১ ই জুন, ২০১৭ রাত ২:২৪
ক্লে ডল বলেছেন: ভাল লাগল।
১১ ই জুন, ২০১৭ রাত ২:৩৩
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ (আপনি ভাইয়া নাকি আপু আমার মনে থাকেনা
)
৮| ১১ ই জুন, ২০১৭ রাত ২:৪৩
মুশি-১৯৯৪ বলেছেন:
আমার হৃদয় যেন অসীম ধৈর্যের সাথে ধুলায় লুটাইয়া শাপান্তকালের জন্য প্রতীক্ষা করিয়া আছে। আমার এই শুষ্ক শয্যার উপরে একটিমাত্র স্নিগ্ধ শ্যামল বিষাদরঙা ফুল ফুটবে....... এই প্রতিক্ষায়......
অসাধারন লিখেছ বুবু....
১১ ই জুন, ২০১৭ রাত ৩:৪০
উম্মে সায়মা বলেছেন: না ভাই, তোমার শুষ্ক শয্যা সুখফুলে ভরে যাক সে কামনাই করি।
অনেকদিন পর তোমাকে ব্লগে দেখে ভালো লাগছে। ভালো থেকো।
৯| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:৩৮
শূন্য-০ বলেছেন: খুব সুন্দর কবিতা +++++
১১ ই জুন, ২০১৭ রাত ৩:৪২
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ শূন্য-০। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
১০| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:৪৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন আপু। ++++
১১ ই জুন, ২০১৭ রাত ৩:৫২
উম্মে সায়মা বলেছেন: এত্তগুলো প্লাস দেয়ায় অনেক ধন্যবাদ নয়ন ভাই। পাশে থাকাতেও ভালো থাকুন অনেক।
১১| ১১ ই জুন, ২০১৭ ভোর ৪:০১
ওমেরা বলেছেন: কবিতা গুলো বেশীর ভাগ দু:খভরা থাকে কেন । আপু এবার একটা সুখের কবিতা লিখেন তো । ধন্যবাদ আপু ।
১১ ই জুন, ২০১৭ ভোর ৪:২১
উম্মে সায়মা বলেছেন: হাহাহা ওমেরা আপু। সুখের নাগাল পাইনা। দুঃখরা ঘিরে থাকে সবসময়। সুখকে ধারেকাছে ভিড়তে দেয়না। আচ্ছা তবু চেষ্টা করব সুখের কবিতা লেখার। আপনাকেও ধন্যবাদ।
১২| ১১ ই জুন, ২০১৭ ভোর ৬:০৮
সামু পাগলা০০৭ বলেছেন: অসাধারণ শিরোনাম। আর যে ছবিটি চুজ করেছেন সেটা যা মানিয়েছে! সরল ভাষায় ইউনিক কনসেপ্টে মন ছুঁয়ে যাওয়া লেখা! সত্যিই সুন্দর একটি পোস্ট।
আপু, যে দুঃখের গাছ দিয়েছে তাকে সুখের বনসাই প্রেমের প্রকৃত আবেগ নয়। নিজের প্রতি এবং নিজের আত্মসম্মান বোধের প্রতি অন্যায়! প্রকৃত প্রেম কখনো আমার আমিকে ছোট করে দেয়না, বরং সেই শক্তিতে নিজেকে দেখার ধরণই বদলে যায়! সেই মানুষটির সাথে সাথে মানুষ নিজেকেও ভালোবাসতে শেখে নতুন করে। তার নজরে নিজের সকল ক্ষুদ্র ক্ষুদ্র বিশেষত্বও চোখে পরে বলে। এসব যদি নাহয় তবে তা প্রেম নয়। একপক্ষীয় ভালোবাসা অর্ধ প্রেম। পূর্ণ, প্রকৃত, শুদ্ধ প্রেম তো দুটি মানুষের মধ্যে হয়! অর্ধ প্রেমের আগাছা কেটে পূর্ণ প্রেমের সন্ধান করা উচিৎ জীবনে!
আপনার কবিতাটি পড়ে ওপরের ভাবনাগুলোই মনে খেলে গেল। তাই শেয়ার করে ফেললাম।
শুভকামনা!
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫২
উম্মে সায়মা বলেছেন: আপনার ভাবনা শেয়ার করায় অনেক অনেক ধন্যবাদ আপু। আপনি যা বলেছেন সবই সত্যি। বাইরের আমি আত্মসম্মানবোধ বজায় রেখেই চলে। কিন্তু ভেতরের আমি যা অনুভব করে তাকে তো আটকাতে পারিনা। সে নিজের মতই চলে। আর তারই কিছু বহিঃপ্রকাশ লেখায় চলে আসে। এতটুকুই। তার বাইরে কোথাও কোন চিহ্ন নেই। জীবন চলছে জীবনের নিয়মে।
অনুভবে কৃতজ্ঞতা। ভালো থাকুন অনেক
১৩| ১১ ই জুন, ২০১৭ সকাল ৭:১৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার শিরোনামটা বেশি সুন্দর। একটু বেশিই। কবিতার শুরুটা ভালো লাগেনি।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৫
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শুভ্র। শুরুটা ভালো না লাগুক শেষেরটা কিছুটা ভালো লেগেছে তো? তাতেই চলবে। সত্যিকারের মতামত দেয়ার জন্য আবারো ধন্যবাদ।
১৪| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:০৮
মোস্তফা সোহেল বলেছেন: দুঃখ পোষার মাঝেও মনে হয় এক ধরনের সুখ আছে।আর সেটা যদি কোন প্রিয়জনের হয়।
সুখ তো সবাই পুষতে চাই। দুঃখ আর কজন পোষে। রাশি রাশি দুঃখ পুষতে থাকুন।
বেশি হলে আমাদের কিছু দিয়ে দিয়েন। কারন দুঃখ পুষতে কোন আপত্তি নেই।
কবিতা ভালই লেগেছে। ধন্যবাদ।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৭
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। আচ্ছা সোহেল ভাই বেশি হয়ে গেলে আপনাদের কিছু দান করে দেব
পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ।
১৫| ১১ ই জুন, ২০১৭ সকাল ৯:৩৬
বিজন রয় বলেছেন: কবিতাটির ছন্দ ঠিক মেলেনি। তবে সুখের পরশ এই যে, সুখ আর দুঃখ একসাথে ধরার চেষ্টা।
++++
শুভকামনা রইল।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৮
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ বিজনদা এত্তগুলো প্লাসের জন্য।
কেন যেন সবসময় ছন্দ ধরে রাখতে পারিনা। ভবিষ্যতে কিছু লিখলে চেষ্টা করব।
১৬| ১১ ই জুন, ২০১৭ সকাল ১০:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে আপি
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৯
উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ ছবি আপু।
১৭| ১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৩
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।
১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব নুর ভাই। আমার পোস্টে কি প্রথম এলেন? স্বাগতম।
১৮| ১১ ই জুন, ২০১৭ দুপুর ২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: খুব সুন্দর হয়েছে +
১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০১
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার ভাই। প্লাসে অনুপ্রাণিত
১৯| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++ বেশ ভালো লাগলো।
১১ ই জুন, ২০১৭ রাত ৯:৪৩
উম্মে সায়মা বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ধ্রুবক আলো ভাই। প্লাসে অনুপ্রাণিত হলাম। ভালো থাকুন।
২০| ১১ ই জুন, ২০১৭ রাত ১০:০৩
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
কবিতার ভাবে মনে হলো দুঃখ আপনাকে দুঃখী করেনি , করেছে রানীর রানী । দুঃখের নাট মন্দিরটি আপনি সাজিয়ে গেছেন দুঃখ গাছে গাছে , যে গাছের সুবাস আপনাকে মাতাল করে রেখেছে ।
ভালো লিখেছেন ।
১১ ই জুন, ২০১৭ রাত ১১:০১
উম্মে সায়মা বলেছেন: করেছে রানীর রানী
কিছুটা ওরকমই। দুঃখবিলাসিতা বলতে পারেন।
আপনার কাব্যিক মন্তব্য পেয়ে সবসময় খুব ভালো লাগে আহমেদ জী এস ভাই।
ধন্যবাদ পাশে থাকার জন্য। অনেক ভালো থাকুন।
২১| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:২০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো লেগেছে
১১ ই জুন, ২০১৭ রাত ১১:২২
উম্মে সায়মা বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল ফরিদ ভাই। ধন্যবাদ
২২| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৪৫
মৌমুমু বলেছেন: খুব ভালো লেগেছে আপনার লিখাটা আপু। +++
আপনার লিখার সাথে আমার অনেক মিল শুধু বনসাই এর স্হানে সাকুলেন্ট আর মানি প্লান্ট বসিয়ে দিলেই হলো। মানুষের জীবনের কথায় কত মিল থাকে!
ভালো থাকবেন আপু।
১২ ই জুন, ২০১৭ রাত ২:০৫
উম্মে সায়মা বলেছেন: অনেক ধন্যবাদ আপু। আসলেই মানুষের জীবনের অনেক দর্শন অন্য অনেকের সাথে মিলে যায়।
আপনিও কি এমন কিছু লিখেছিলেন আপু? নাকি ভাবনার সাথে মিলে যায় সেটা বুঝিয়েছেন?
ভালো থাকুন সবসময়।
২৩| ১১ ই জুন, ২০১৭ রাত ১১:৫২
পুলক ঢালী বলেছেন: কবিতা বুঝিনা তাই পড়িনা মন্তব্যতো বহুদুরের কথা! যাষ্ট ওয়ান্ডারিং দ্যা ব্লগ তাই কিছু না বললে কি চলে? যাই হোক উপমা ভাষার কারুকার্য বাদ দিলে যে নির্যাসটুকু বেড়িয়ে আসে সেটা মনে হয় ফেলে আসা দিনের বেদনার স্মৃতি যা এখনও মনকে গুমড়ে গুমড়ে কাঁদায়। সামু পাগলার সাথে একমত তবে মনে হলো দুঃখ পেয়ে সুখ দান করার মধ্যে এক ধরনের মহত্ব লুকিয়ে আছে যা অপাত্রে মাল্য দানের মত। মনে কোন আঘাত দিয়ে ফেললে অর্বাচীনের প্রলাপ বলে ধরে নেবেন প্লীজ।
ভাল থাকুন।
১২ ই জুন, ২০১৭ রাত ২:১৫
উম্মে সায়মা বলেছেন: আরেহ পুলক ভাই আমার ব্লগে! ওয়েলকাম ওয়েলকাম
আমিও কবিতা বুঝিনা ভাই। কিছু মনে এলে লিখে রাখি। এগুলোকে ঠিক কবিতাও বলা যায়না। মনে আঘাত পাবো কেন? ঠিকই বলেছেন। তবে নিজেকে মহৎ দাবী করতে পারিনা। সুখ দান করে দুঃখগুলো নিয়ে সে দুঃখকে যদি সুখে রূপান্তর করতে পারতাম তবে নাহয় একটা কথা ছিল।
কিছু না বললে কি চলে?
কিছু না বললেও কিছু মনে করতাম না ভাই আপনিও অনেক ভালো থাকুন।
২৪| ১২ ই জুন, ২০১৭ রাত ২:১৪
কল্লোল পথিক বলেছেন:
ভালো লেগেছে।
১২ ই জুন, ২০১৭ রাত ২:২২
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ কল্লোল পথিক ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
২৫| ১২ ই জুন, ২০১৭ রাত ২:৩৩
মৌমুমু বলেছেন: না আপু, আমি এমন কিছুই লিখিনি। ভাবনার মিল।
শুভকামনা আপনার জন্য।
১২ ই জুন, ২০১৭ রাত ২:৩৯
উম্মে সায়মা বলেছেন: হুম অনেকসময় এমন ভাবনাগুলো মিলে যায়। আপনার কিছু লেখা পড়ে মনে হয় এগুলো তো আমারই কথা!
আপনার জন্যও শুভ কামনা।
২৬| ১২ ই জুন, ২০১৭ ভোর ৫:২৩
চাঁদগাজী বলেছেন:
শুরুতে যা হয়নি, কখনো তা হবে না; নতুন গাছ লাগান।
১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৩
উম্মে সায়মা বলেছেন: হাহাহা চাঁদগাজী ভাই মজা পেলাম। আপনি বলেন কি গাছ লাগাবো?
২৭| ১২ ই জুন, ২০১৭ সকাল ৯:০৯
জুন বলেছেন: উম্মে সায়মা আপনার দুঃখ নিয়ে কবিতাটি পড়ে দুঃখ পেলাম আমিও ।
অনেক ভালোলাগা রইলো ।
+
সেদিন এক বোটানিক্যাল শোতে গিয়ে দেখলাম অজস্র বনসাই । তার থেকে আপনাকে দিয়ে গেলাম একটি
১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৫
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জুন আপু প্লাস পেয়ে ভালো লাগল। অসম্ভব সুন্দর বনসাইটি সযত্নে তুলে রাখলাম। যত্ন-আাত্তি করব কিন্তু
২৮| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৫
প্রামানিক বলেছেন: ভালো লাগল কবিতা এবং ছবি। ধন্যবাদ
১৬ ই জুন, ২০১৭ রাত ১১:০০
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাই।আমার ব্লগে আপনাকে স্বাগতম।
২৯| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:১৩
সাইফ নাদির বলেছেন: অসাধারণ
১৭ ই জুন, ২০১৭ রাত ২:১৭
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ Saif Nadir ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম। আপনার ব্লগিং আনন্দময় হোক।
৩০| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:৪৫
রায়হানুল এফ রাজ বলেছেন: সুখ বনসাইয়ের খোঁজ না নিলেও তা ভালই থাকে।
১৭ ই জুন, ২০১৭ রাত ৩:০৫
উম্মে সায়মা বলেছেন: তাইতো বনসাই দেয়া। চারা নয় মন্তব্যে ধন্যবাদ রায়হানুল এফ রাজ ভাই। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
৩১| ০২ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২২
খায়রুল আহসান বলেছেন: দুঃখের কবিতা। কিন্তু দুঃখকে এতটা তোষামদ করে রাখলে সুখের মুখ দেখবেন কী করে?
০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
উম্মে সায়মা বলেছেন: তাও ঠিক বলেছেন খায়রুল আহসান ভাই। দুঃখকে বোধহয় আমি ভালোবেসে ফেলেছি। তাই এত তোষামদ করি
পাঠে এবং মন্তব্য আন্তরিক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৭ রাত ১:৩৮
নাগরিক কবি বলেছেন: আমি আসলে সুন্দর, অসাধারণ মন্তব্যে খুব একটা ভরসা পাই না যখনন কোন লেখায় বেদনার ছোঁয়া পাই।

আমি বেশি কিছু বলব না, যাস্ট আই ফিল স্যাড।