![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবতা আজ শিকায় তোলা। খুলে দিয়েছি কপটতা আর হিংস্রতার সব দ্বার। মানুষগুলো আজ মানবিক গুণ হারিয়ে পশু হয়ে গেছে। রোহিঙ্গাদের নির্যাতনের ছবি দেখে বারবার মনে একটি প্রশ্ন জাগে, 'যারা এসব করছে তারা কি আসলেই মানুষ?' বিশ্বাস করতে কষ্ট হয়। যাদেরকে আমরা হিংস্র পশু বলি তারাও মানুষের মত এত হিংস্রতা প্রদর্শন করতে পারেনা।
চোখের সামনে ভাসে লাল ফ্রক আর কানে দুল পরা সেই ছোট্ট শিশুর লাশ। যুবক নেজামের তার বৃদ্ধ বাবা-মাকে ফেরিওয়ালাদের মত ঝুড়িতে বসিয়ে কাঁধে ঝুলিয়ে ভাগ্যান্বেষণে বেরিয়ে পড়া ভিটেমাটি ছেড়ে। দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে সীমান্তে পৌঁছায়। নব্য বিবাহিতা যুবতীর চোখের সামনে নিজের স্বামীকে নিষ্ঠুরভাবে খুন হতে দেখা। সম্ভ্রম রক্ষার্থে অন্যদেশে ঠাঁই নেয়, বিক্রি হয়ে যায় পতিতালয়ে। স্বাধীনতাকামী স্বামী সন্তানসম্ভবা আয়েশাকে সীমান্তের এপারে পৌঁছে দিয়ে স্বাধীন আরাকান নয়তো পরকালে দেখা হবার প্রতিশ্রুতিতে বিদায় নেয়া। এমন হাজারো চিত্র দেখে চোখের কোন একটুখানি আর্দ্র হয়ে ওঠে।
আমরা রোহিঙ্গাদের অমানুষিক কষ্টের করুণ ছবি দেখে মুহূর্তকাল আহা উহু করে পরমুহূর্তে সব ভুলে যাই। ক্ষণিকেই আমাদের মুখোশ খুলে আসল রূপ বেরিয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু বিচরণ করলেই এ কপটতার প্রমাণ মেলে।
মানুষের জীবনযুদ্ধ দেখে মনে হয় নিজের সব দুঃখ কষ্ট ভুলে যাই। মনে হয় আমার কী আর এমন কষ্ট! মানুষ এর চেয়ে কত সহস্রগুণ বেশি সংগ্রাম করে জীবনযাপন করছে। আমরা হয়তো বিলাসবহুল গাড়ী-বাড়ি পাইনি বলে, দামী স্মার্টফোন ব্যবহার করতে পারছিনা বলে কিংবা প্রেমিক/প্রেমিকার সঙ্গ পাইনি বলে বিচ্ছেদ বিরহে হা-হুতাশ করছি। এমন শত তুচ্ছ কারণে দুঃখে আমাদের বুক ফেটে যায়। আর অন্যদিকে লাখো মানুষ দুমুঠো ভাতের জন্য, মাথা গোঁজার একটু ঠাঁইয়ের জন্য, অমানবিক অত্যাচার থেকে বাঁচার জন্য পাহাড়-নদী পেরিয়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে জীবন বিপন্ন করে এক দেশ হতে আরেক দেশে পাড়ি জমাচ্ছে। নাফ নদী ফোরাত নদীর মত রক্তাক্ত হয়ে গেছে। চোখের সামনে সন্তান স্বজনের ছিন্নভিন্ন লাশ। পূর্বপুরুষের ঘরবাড়ি পুড়ে ছাই। তবু মানুষ বেঁচে থাকার লড়াই করে যাচ্ছে নিরন্তর। দুনিয়াটা বড় বিচিত্র!
কেন আমরা পারিনা কপটতা আর হিংস্রতার কপাট রুদ্ধ করে মানবতার দ্বার খুলে দিতে? কেন আমরা আরেকটিবার মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হতে পারিনা? আমরা কেবল দোপেয়ে মানুষ হয়েছি, আদৌ কি সৃষ্টির সেরা জীব হতে পেরেছি???
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭
উম্মে সায়মা বলেছেন: দৃষ্টান্ত স্হাপন করা আপনার আমার সকলের দায়িত্ব।
মন্তব্যের জন্য ধন্যবাদ চাঁদগাজী ভাই।
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: মানুষের তো বিষ নেই, তবুও এই মানুষ হয়ে মানুষকে কাল সাপের মত ছোবল মারে!! আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ। তারপরেও এই মানুষগুলোই এতো নিকৃষ্ট! বর্তমানে রোহিঙ্গা মুসলিম নিধন মানুষের উপর বর্বরতা ছাড়া আর কিছুই নয়।এগুলো রক্ত পিপাসু হায়েনা...
মানবতার জয় হোক !!
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০২
উম্মে সায়মা বলেছেন: ঠিক শাহরিয়ার ভাই। ধর্মের কথা নাহয় বাদ দিলাম, মানুষ হয়ে মানুষের উপর কি করে এমন অত্যাচার করে!
এসবের শেষ কোথায় কে জানে!
ধন্যবাদ...
৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১
মলাসইলমুইনা বলেছেন: "আমরা কেবল দোপেয়ে মানুষ হয়েছি, আদৌ কি সৃষ্টির সেরা জীব হতে পেরেছি ?" না, এই পরিচয়ে আর মনে হয় কোনো দিন সেটা হওয়াও হয়ে উঠবে না |
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৬
উম্মে সায়মা বলেছেন: হুম তা নিয়ে যথেষ্ট সন্দিহান। মানুষের শুভবোধোদয় হোক।
ধন্যবাদ....
৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১
চাঁদগাজী বলেছেন:
আমাদের জাতি ভয়ংকর সময়ের মাঝ দিয়ে যাচ্ছে, সরকারী পর্যায়ে অনিয়ম জাতির জন্য নিয়ম হয়ে গেছে; এভাবে জাতি মাথা তুলতে পারবে না।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১১
উম্মে সায়মা বলেছেন: গোড়ায় গলদ থাকলে উপরে যতই পানি ঢালুক লাভ হবেনা। জাতি আসলেই পঙ্গু হয়ে যাচ্ছে।
আবার এসে মন্তব্য করায় আবারো ধন্যবাদ।
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৪
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
মানুষ নামের যন্ত্রে যান্ত্রিক গড়মিল দেখা যাচ্ছে তাই ঠিক মতো চলে না।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩
উম্মে সায়মা বলেছেন: ঠিক। অন্য কোন যন্ত্রে বোধহয় এত গরমিল হয়না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপা, দুনিয়া যা করতে পারেনি তা বাংলেদেশ করেছে। ওরা অন্য কোথাও যেতে পারেনি। বাংলাদেশেই নিরাপদ আশ্রয় পেয়েছে এবং ওরা নিরাপদ আছে।
ষোলো আনা নিশ্চয়তা আমাদেরই নেই।
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৭
উম্মে সায়মা বলেছেন: তাতো অবশ্যই ভাই। আমরা তো মায়ানমারের মানুষের মত বর্বর নই। যতটুক সাধ্য ততটুক সাহায্য করছে দেশের মানুষ।
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৪
জাহিদ অনিক বলেছেন: মনে হচ্ছে আগামী তিরশ বছরের মধ্যে জাতি হয় উন্নত হবে না হয় ঘোর অবনতি হবে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫২
উম্মে সায়মা বলেছেন: কোনটাই না হয়ে উত্থান পতন হয়ে শেষে একই জায়গায়ই থেকে যেতে পারে। আমাদের দেশের ব্যাপারে কিছুই বলা যায়না।
(আপনাকে চুপিচুপি একটা কথা বলি। রোহিঙ্গা ইস্যু নিয়ে একটা কবিতার মত কিছু লিখব ভাবছিলাম। কিন্তু আপনার মায়াংকে নিয়ে কবিতা দেখে আর সাহস হয়নি। শেষে এই পোস্ট লেখা। )
ভালো থাকুন....
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশের মানুষ অনেক করেছে রোহিঙ্গাদের জন্য । তবে একটি কথা আমি মানি সেটা হলো চেষ্টা করলে সবই করা সম্ভব ।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৪
উম্মে সায়মা বলেছেন: সেটা ঠিক। কিন্তু সারা বিশ্বকে এগিয়ে আসা উচিৎ!
ধন্যবাদ সেলিম ভাই।
৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৩
মোস্তফা সোহেল বলেছেন: মানবতা শব্দটা হয়তো হারিয়ে যাচ্ছে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫২
উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ ভাই। তাহলে আমরা আর মানুষ থাকলাম কোথায়!
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যেহেতু একাত্তর আমার চোখের সামনেই ঘটেছে এবং আমি তখন কলেজের ছাত্র ছিলাম, তাই রোহিঙ্গাদের এই দুর্দশা দেখে চোখের পানি আটকে রাখতে পারি না। ওরা কতো কষ্টে আছে ভাবলে আমার একাত্তরের কথা মনে পড়ে যায়। আল্লাহ, তুমি ওদের সহায় হও।
ধন্যবাদ বোন উম্মে সায়মা।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
উম্মে সায়মা বলেছেন: হ্যাঁ হেনাভাই। আপনি যেহেতু একাত্তর দেখেছেন আপনি রোহিঙ্গাদের ব্যাপারটা রিলেইট করতে পারবেন। আল্লাহ ওদের সহায় হোন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রোহিঙ্গা ইস্যুতে পুরো জাতির মতামত দ্বিধাবিভক্ত। সবার পক্ষেই যুক্তি আছে। তবে, পক্ষে বললেই সে মানতাবাদী আর বিপক্ষে বললে মানবতাবাদী নয়, ব্যাপারটা এমন না। যে বিপক্ষে বলছে সেও বাংলাদেশের পক্ষেই বলছে, এবং সেটাও মানবতার পক্ষে।
যার বিবেক যেভাবে কাজ করে, সে সে-ভাবেই ব্যাপারটাকে দেখছে।
তবে, রোহিঙ্গাদের জন্য মানবতা শব্দটা প্রযোজ্য নয়, কারণ তারা মুসলিম। মুসলিমরা মূলত মানুষ নয়, তারা মৌলবাদী, বা জঙ্গি।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৩
উম্মে সায়মা বলেছেন: সবার পক্ষেই যুক্তি আছে।
তাতো অবশ্যই ছাই ভাই। আপনার আমার দৃষ্টিভঙ্গী মেলেনা বলে যে আমি সঠিক আর আপনি ভুল তা কখনো নয়। যার যার দৃষ্টিভঙ্গী থেকে সে সঠিক। আমি বাংলাদেশের কথা বলিনি। আমি আমাদের বলেছি, মানুষের কথা বলেছি, বার্মার বর্বরদের কথা বলেছি।
কারণ তারা মুসলিম।
এটাই সবচেয়ে দুঃখজনক ব্যাপার ভাই
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪
রাজীব নুর বলেছেন: সব ঠিক হয়ে যাবে। সময়ের ব্যাপার মাত্র।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৬
উম্মে সায়মা বলেছেন: সময় যে প্রাণখেকো রাজীব ভাই! এ সময়ের মধ্য কত জীবন কতকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ইরাক, সিরিয়া ওসব দেশের কথাই ধরেন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪১
আমানউল্লাহ রাইহান বলেছেন: মানুষ মানুষের জন্য
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪২
উম্মে সায়মা বলেছেন: এ কথাটা আমরা মিথ্যা প্রমাণ করছি
মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯
শুভ_ঢাকা বলেছেন: রোহিঙ্গাদেরকে তো বাংলাদেশ আশ্রয় দিয়েছে। সীমিত সামর্থ্যের মধ্যেও সব ধরনের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছে।
ওআইসি কি করছে। এই ব্যাপারে সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্য ভূমিকা কি। আর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া? যাদের বিস্তীর্ণ জায়গা ফাঁকা পরে আছে। তারা তো জাহাজ পাঠিয়ে কিছু রোহিঙ্গাদের নিয়ে যেতে পারতো। সৌদিরা যে পরিমাণ খাবার নষ্ট করে। ক্ষুদ্র রাষ্ট্র মালদ্বীপ মায়ানমারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করেছে। বাকীরা কি করছে।
খুব ভাল লিখেছেন উন্মে সায়মা। ধন্যবাদ আপনাকে।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
উম্মে সায়মা বলেছেন: সেটাই শুভ ভাই। তবু তো আমরা ঠেকায় পড়ে হলেও আশ্রয় দিয়েছি। আর কারো তো কোন মাথা ব্যাথাই নেই।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ....
১৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: যার কেহ থাকে না তার জন্য আল্লাহ থাকেন। যারা অসহায় তাদের কান্ডারী একমাত্র আল্লাহ। আমাদের যার যে রকম সহযোগিতা করার দরকার তা করলেই হল। ওরা অন্য কিছু নয় ওরাও মানুষ ওদেরও বাচাঁর অধিকার আছে। আল্লাহ ওদের রহম করবেন। আপনার লেখাটি সময় সাময়িক বোন। আল্লাহ আপনাকে উত্তম যাযা দান করুন।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৯
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুজন ভাই। এটাই দোয়া করি আল্লাহ তাদের রহম করুন।
ভালো থাকুন।
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৮
শুভ_ঢাকা বলেছেন: পলেটিক্স অ্যান্ড আদারস স্টেকহোল্ডারস এলসো ইনভ্লভড বিহাইন্ড এল দিস। তারা বাংলাদেশকে আনস্টেইবল করতে চায়।
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫২
উম্মে সায়মা বলেছেন: হুম সেরকম কথাও শুনছি। হতেও পারে এটা রাজনৈতিক ব্যাপার! কি জানি ভাই অত তো মাথায় ঢুকেনা।
আল্লাহ আমাদেরকে রক্ষা করুন।
ভালো থাকুন শুভ ভাই।
১৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২১
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,
শুরু থেকেই মানুষ " আতরাফ" ছিলো । সময় তাকে ছেঁকে ছেঁকে "আশরাফ" বানানোর বৃথাই চেষ্টা করে গেছে হাযার হাযার বছর ধরে !
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৫
উম্মে সায়মা বলেছেন: তাইতো দেখছি আহমেদ জী এস ভাই। সভ্যতার উন্নতি হয়েছে। বড় বড় দালান কোঠা হয়েছে, বিজ্ঞানের উন্নতি হয়েছে। কিন্তু আমরা মানুষেরা সত্যিকারের সভ্য হতে পারিনি।
মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
১৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
স্টপ জেনোসাইড রোহিঙ্গা
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৮
উম্মে সায়মা বলেছেন: আমাদের চিৎকার কারো কানে পৌঁছায়না নয়ন ভাই। তবু চিৎকার করে যাই
১৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন:
STOP
ROHINGYA
GENOCIDE
১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৫৯
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। আশা করি কোন একদিন ওদের বোধোদয় হবে.....
২০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪
কাছের-মানুষ বলেছেন: রোহিঙ্গাদের নির্যাতনের ছবি দেখে কষ্ট লাগে। বিশেষ করে শিশুদের ওরা রেহাই দিচ্ছে না।
অমানুষ জাতি ওরা, এদের মানবিকতা নেই।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০১
উম্মে সায়মা বলেছেন: ঠিক ভাই। এত কষ্ট লাগে ওদের নির্যাতনের ছবি দেখে, কাহিনী শুনে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮
অ্যাপল ফ্যানবয় বলেছেন: মনুষ্যধর্মই সবকিছুর মুলকথা । কিন্তু কোনো এক রাহুর প্রভাবে আমরা এই সহজ-সরল সত্যটি ভুলতে বসেছি । যারা রোহিঙ্গাদের ওপর এতো অত্যাচার-নির্যাতন চালাচ্ছে, তাদেরকে এই সত্যটি যুক্তি দ্বারা বুঝিয়ে দেয়া এখন সময়ের দাবি ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৩
উম্মে সায়মা বলেছেন: কে যে বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে সেটাই বড় কথা। সবাই শুধু ঘৃণা জানায়, কেউ এ্যকশানে যায়না। কিভাবে যে এর সমাধান হবে আল্লাহ জানে।
মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম।
২২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বড় কথা বড় ভাব আসে নাক' মাথায়, বন্ধু,
বড় দুঃখে।/অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে।...
প্রার্থনা ক'রো _ যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!
নজরুলের আমার কৈফিয়তেই খুঁজে পেলাম মনের ভাষা।
আমাদের লেখাতেই হোক তাদের সর্বনাশ!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৬
উম্মে সায়মা বলেছেন: আমাদের লেখাতেই হোক তাদের সর্বনাশ!
তাইতো। আমাদের মত সাধারণের এটাই হাতিয়ার। মানবতা জেগে উঠুক।
মন্তব্যের জন্য ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই।
২৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৩
সুমন কর বলেছেন: আমরা কখনো আশরাফুল মাখলুকাত ছিলাম না !!!
ভালো লিখেছেন।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০৮
উম্মে সায়মা বলেছেন: সৃষ্টিকর্তা আমাদের আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরাই তার মর্যাদা রাখতে পারিনি।
ধন্যবাদ সুমন ভাই।
২৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: কি বলবো বুঝতে পারছি না!!!
নিজেদের উপর( পড়ুন মানুষদের উপর) বিরক্ত হয়ে লিখেছি রোমেরোয়াইনের আমন্ত্রণ লেখাটি। সময় পেলে একটু ঢু মেরে আসবেন!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১১
উম্মে সায়মা বলেছেন: আসলেই বলার কিছু নেই। মানবতা মুখ থুবড়ে পড়েছে।
অবশ্যই আপনার পোস্ট পড়ব। অনেকদিন পর ব্লগে এলেন। ভালো আছেন আশা করি।
২৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৩
মনিরা সুলতানা বলেছেন: শ্রেষ্ঠত্বের বাসনা ,মানুষ কে মানুষ হতে দিচ্ছে না
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৩
উম্মে সায়মা বলেছেন: সুন্দর বলেছেন। এটাই বোধহয় মূল কারণ।
মন্তব্যের জন্য ধন্যবাদ মনিরা আপু।
২৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫১
তারেক ফাহিম বলেছেন: দু’পায়ের মানবের চার পায়ের স্বভাব!!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১৬
উম্মে সায়মা বলেছেন: চার পায়া যারা তারাও প্রয়োজন ছাড়া শিকার করেনা।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই।
২৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৪
জাহিদ অনিক বলেছেন: আমাকে চুপিচুপি বলা কথাটা শুনলাম। শুনে ভেশ রাগ লাগলো। আমি আপনার কবিতা পড়ার জন্য মুখিয়ে রইলাম। দ্রুত লিখে ফেলুন সেই কবিতাটা, যেটা লিখতে চেয়েছিলেন।
কানেকানে আমিও আপনাকে একটা কথা বলি।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৮
উম্মে সায়মা বলেছেন: আরে রাগ করার কিছু নেই। আপনাদের এত সুন্দর ভাব প্রকাশের পর আমার আর বলার কিছু নেই। আর কী লেখা হবে ভাই! সে লেখাখানির জন্মের আগেই মৃত্যু হয়ে গেছে। আর এমনটা আমার ক্ষেত্রে হরহামেশাই হয়। ব্যাপার না। আপনার আন্তরিকতায় মুগ্ধ হলাম।
আপনার দেয়া লিংকটি কোন কারণে ওপেন হচ্ছেনা। পরে আবার চেষ্টা করব।
সবসময় পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ
২৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২১
প্রাইমারি স্কুল বলেছেন: মানুষ ভালো হওয়ার সম্ভবনা কম একটা ঝড় না আসা পর্যন্ত
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:২৯
উম্মে সায়মা বলেছেন: ঝড় এলেও মুহূর্তকাল পর মানুষ সব ভুলে যায়। এটাই আমাদের স্বভাব!
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন
২৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
অ্যাপল ফ্যানবয় বলেছেন: সমস্যা সমাধানের জন্য আব্রাহাম লিংকন, মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী বা বঙ্গবন্ধুর মতো একজন ভিশনারী লিডার প্রয়োজন । আমাদের মধ্যে থেকেই কাউকে এগিয়ে এসে এ লিডারশীপ নিতে হবে । বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায়,
"ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত / কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যত / এ তুফান ভারি, দিতে হবে পারি, নিতে হবে তরী পার ।"
১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
উম্মে সায়মা বলেছেন: আশা করি এখনো কেউ এগিয়ে আসবে হাল ধরার জন্য। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৩
খায়রুল আহসান বলেছেন: যথার্থ শিরোনামে একটি মানবিক আবেদন। আশাকরি ছোট ছোট এসব ব্যক্তি-অনুভূতিগুলো সমষ্টিগত আকার ধারণ করে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক অঙ্গণে প্রতিভাত হবে।
পোস্টে ভাল লাগা + +
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
উম্মে সায়মা বলেছেন: রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক অঙ্গণে প্রতিভাত হবে।
সেই আশাই করি খায়রুল আহসান ভাই।
ভালো লাগা জানিয়ে যাওয়ায় কৃতজ্ঞতা। ভালো থাকুন......
৩১| ০৩ রা অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘‘বাংলাদেশে যেসব রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছে, তাদের প্রত্যাবাসনে মিয়ানমার ও বাংলাদেশ একসাথে কাজ করবে৷’’ এই সংকটের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে তারা কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি৷ প্রত্যাবাসন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে দুই দেশ একটি ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কম্পোজিশন কী হবে- সেটা দুই দেশ মিলে ঠিক করবে৷’’ তাং : ০২.১০.২০১৭
লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তবে আমরা কিছুটা আশা করতে পারি এখনও।
০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ খবরটি শেয়ার করার জন্য।
আমরা সেই আশাতেই পথ চেয়ে আছি....
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি দৃস্টান্ত স্হাপন করেন।