![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ক্লান্তি দূর করার প্রয়াসে
কাব্য রচতে রচতে আমি ভীষণ ক্লান্ত
স্তুপে স্তুপে জমেছে ভার্চুয়াল অকবিতা
শত শত কাকের মত অকবির খাতায়
আমিও নাম লিখিয়ে ফেললাম শেষে!
ল্যাপটপের স্ক্রিনও যেন ক্রুর হাসি দেয়
সামনে বসলেই যেন ঠোঁট বেঁকে বলে,
'এই যে এসেছে বোকা মেয়েটা
আমার মেমরি অপচয় করবে এখন হাবিজাবি লিখে।'
আমি তার বিদ্রুপ উপেক্ষা করে কীবোর্ডে ঝড় তুলি
যোগ হয় আরো খান দশেক ফাইল তার বুকে
তবু ক্লান্তি আর দূর হয়না।
এবার তবে ক্ষান্ত দিলাম
দিলাম মুক্তি উপহাসকারীদের
আমার নামটা কেটে ফেল
কবি কিংবা অকবির খাতা থেকে।।
০৮.০৯.২০১৭
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১১
উম্মে সায়মা বলেছেন: এহ এত আবর্জনা তৈরি করে কি লাভ বলেন? সব ছাইপাশ!
কবিতা লিখবেন আপনারা। দেশের জন্য মানুষের জন্য।
ছন্দে ছন্দে মন্তব্যের জন্য অসংখ্যা ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৭
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা দারুণ হইছে। প্রথম মন্তব্য করবো ভাবছিলাম কিন্তু তা হল না।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৫
উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুজন ভাই।
প্রথম মন্তব্য করবো ভাবছিলাম
ইশ মিস হয়ে গেল আচ্ছা এর পরেরবার.....
আন্তরিকতায় কৃতজ্ঞতা। ভালো আছেন আশা করি।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৭
ভ্রমরের ডানা বলেছেন:
এবার তবে ক্ষান্ত দিলাম
দিলাম মুক্তি উপহাসকারীদের
আমার নামটা কেটে ফেল
কবি কিংবা অকবির খাতা থেকে।।
- ঝেটিয়ে বিদায় করে দিন সব আপদকে..... কবিতা কিন্তু সত্য কথা বলছে... আর যে কোন সত্যই সুন্দর....
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৭
উম্মে সায়মা বলেছেন: দিলাম বিদায় করে ডানা ভাই
ধন্যবাদ জানবেন।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫১
মলাসইলমুইনা বলেছেন: @ মাহমুদুর রহমান সুজন : কবি কে বলুন আমার মন্তব্য ডিলিট করতে | তাহলে আপনিই ফাস্টো | আমার অনাপত্তি জানিয়ে রাখলাম আমাকে ডিলিট করার ব্যাপারে |
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১৯
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। মন্তব্য ডিলিট করতে হবেনা। এটা তো মজা করেছে।
আপনাকে প্রথম মন্তব্য করার জন্য ধন্যবাদ।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৪
সুমন কর বলেছেন: ল্যাপটপের মেমরি অপচয় করুন আর আমাদের জন্য কবিতা লিখুন..........
ভালো লাগল।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২১
উম্মে সায়মা বলেছেন: কবিতাকে আপাতত ছুটি দিলাম সুমনদা। মনে হয় কী সব লিখি! কবিতাও না, গদ্যও না।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল।
পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:১০
ডঃ এম এ আলী বলেছেন: ভাল লিখেছেন , পাঠে মুগ্ধ হয়েছি
কবিতা তোমায় আজকে দিলেম ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হলে
কবিতা বিহীন এ জগতে কি নিয়ে বাচি ।
শুভেচ্ছা রইল
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২৪
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। সুকান্ত থেকে শিরোনাম ধার নিয়েছি।
পাশে থাকায় কৃতজ্ঞতা। ভালো থাকুন।
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৫০
blogermassud বলেছেন: ভালো লেগেছে আপনার লেখা কবিতা ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:২৯
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। আমার ব্লগে আপনাকে স্বাগতম....
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৮:৪৪
খায়রুল আহসান বলেছেন: আমি তার বিদ্রুপ উপেক্ষা করে কীবোর্ডে ঝড় তুলি - তাই করুন, আপনার তোলা সে ঝড়ে আমরাও কিছুক্ষণ ছিন্নপাতার মত ভাসি!
শত শত কাকের মত অকবির খাতায়
আমিও নাম লিখিয়ে ফেললাম শেষে! - আমি তো তবে মনে হয় একটি দাঁড়কাক!
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
উম্মে সায়মা বলেছেন: আপনাদের কিছুক্ষণ ছিন্নপাতার মত ভাসাতে পেরে আমি কৃতার্থ খায়রুল আহসান ভাই। উৎসাহ দেবার জন্য ধন্যবাদ।
আমি তো তবে মনে হয় একটি দাঁড়কাক!
কী যে বলেন না! আপনি তো জাত কবি। আপনার কবিতায় যেভাবে সাবলীলতার সাথে গভীর ভাব তুলে ধরেন অসাধারণ লাগে।সবাই এমন পারেনা। শ্রদ্ধা রইল কবি।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩০
মোস্তফা সোহেল বলেছেন: কবিতার খাতা থেকে নাম কাটলেই কবিরা অকবি হয়ে যাবে না।
ভাল থাকুন আপু।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৮
উম্মে সায়মা বলেছেন: কবি হয়তো অকবি হবেনা সোহেল ভাই, অকবি তো অকবিই থাকবে, খাতায় নাম থাকুক আর না থাকুক। আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন।
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ছুটি দিতে যাচ্ছি ।কিন্তু ছুটি নিচ্ছে না ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪০
উম্মে সায়মা বলেছেন: ঠিক বলেছেন সেলিম ভাই।ছুটি দিতে চাইলে যেন আরো ঝেঁকে ধরে
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
শাহরিয়ার কবীর বলেছেন:
এবার তবে ক্ষান্ত দিলাম
দিলাম মুক্তি উপহাসকারীদের
আমার নামটা কেটে ফেল
কবি কিংবা অকবির খাতা থেকে।।
ঘটনা সত্যিই নাকি ?
কতদূত আর যাবেন !!! যেতে চাইলেও আর যেতে পারবেন না ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৪
উম্মে সায়মা বলেছেন: সত্যিই তো শাহরিয়ার ভাই।
সেটাই ভাবছি কতদূত আর যাব!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।
১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আমি এমুক্তি মেনে নিতে পারিনি।
অকবিদের(আমার মতো) আক্ষেপটা ভালোই ফুটিয়ে তুলেছেন, কবিতায় মুগ্ধ।
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৫
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ নয়ন ভাই। ভালো আছেন আশা করি।
১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫
জাহিদ অনিক বলেছেন: মাঝেমধ্যে আমার খুব ইচ্ছে হয় একজন কবি কিভাবে কবিতা লেখে সেটা দেখার।
আপনার কথা ভেবে ভাল লাগল।
কিভাবে একটা শব্দ লেখার পরে সেটা আবার কেটে অন্য শব্দ লিখা আবার কেটেকুটে আবার একটা পুর্ণাংগ কবিতা কিভাবে দাঁড়ায় সেটা দেখার খুব ইচ্ছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১২
উম্মে সায়মা বলেছেন: একটা বড় আয়না সামনে ধরে নিজেকেই দেখুন না দেখা হয়ে যাবে কবি কিভাবে কবিতা লিখে...
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ....
১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩০
কথাকথিকেথিকথন বলেছেন:
হা হা ! যারা নিজের কবি হয়ে উঠাটা বুঝতে পারে না তারাই মূলত কবি হয়ে উঠে !
কবির খাতাটাই আপনার জন্য যূতসই মনে হচ্ছে ।
ভাল লাগলো রম্যিক কাব্য ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:১৮
উম্মে সায়মা বলেছেন: আর কবি হয়ে ওঠা! আর অত কবির দরকারই বা কী আপনাদের মত এত ভালো কবি থাকতে!
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগল...
ধন্যবাদ জানবেন।
১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৭
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতাকে আপনিও ছাইপাঁশ বলে দিলেন তো আমাকে বিপদে ফেলে। নতুন শিরোনাম খুঁজতে হবে দেখছি।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৯
উম্মে সায়মা বলেছেন: আরেহ নতুন শিরোনাম খুঁজতে হবে কেন? আমি তো পোস্টে ছাইপাঁশ বলিনি, কমেন্টে বলেছি। আর আপনার কবিতাগুলোও আগে চোখে পড়েনি। ধন্যবাদ।
আমার ব্লগে আপনাকে স্বাগতম...
১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫২
সনেট কবি বলেছেন:
কবি উম্মে শায়মার‘কবিতা তোমায় দিলাম ছুটি’ পোষ্টে মন্তব্য-
ক্লান্তি জনিত কারণে কবিতাকে ছুটি
দিলেও কবিতা ছুটি শেষে ফের ফিরে
আসবে আবার নিজ দায়িত্ব পালনে
নতুন করে জড়াতে কবিকে আবেগে।
কবিতা মন রাজ্যের সে দূর্দমনীয়
কন্যা যে জড়াতে জানে ছাড়তে জানেনা
সে জন্য তাকে ঝেঁটিয়ে বিদায় করার
ক্ষমতা কারো থাকেনা আদৌ কোন কালে।
আপনি বিদায় করে দিয়েছেন বলে
কবিতার ফিরে আসা হবেনা এমন
ভাবনার দরকার নেই অহেতুক।
আপনার ক্লান্তি চলে গেলে দেখবেন
কবিতা কড়া নাড়ছে মনের দুয়ারে
আর আপনিও এতে অমলিন খুশী।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১
উম্মে সায়মা বলেছেন: সুন্দর সনেট মন্তব্যে ধন্যবাদ সনেট কবি ভাই। ভালো আছেন আশা করি।
১৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২
সামিউল ইসলাম বাবু বলেছেন:
পোষ্টে ভালোলাগা রেখেগেলাম।
০১ লা অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ বাবু ভাই।
১৮| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:১৮
ভ্রমরের ডানা বলেছেন:
গানটি শুনে দেখতে পারেন.... ব্লগ বাসি তো...
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৪
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। শুনলাম। নয়ন ভাই পারেনও!
১৯| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:২৬
জাহিদ অনিক বলেছেন: লেখক বলেছেন: একটা বড় আয়না সামনে ধরে নিজেকেই দেখুন না দেখা হয়ে যাবে কবি কিভাবে কবিতা লিখে...
আয়নায় নিজেকে বেশিক্ষণ দেখতে ভাল লাগে না
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৩৭
উম্মে সায়মা বলেছেন: তাহলে তো সমস্যা কি আর করা। অন্য কবি কিভাবে কবিতা লিখে তাই দেখার অপেক্ষা করুন....
২০| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ২:৪৪
জাহিদ অনিক বলেছেন: হুম্মম !!! বিরাট সমস্যা।
আমি মেয়ে হলে সারাক্ষণ আয়না দেখতাম। পার্স ব্যাগের মধ্যে একটা আয়না রাখতাম।
আয়নাকে জিজ্ঞেস করতাম, "বল তো আয়না, কে এই দুনিয়ার বেশি সুন্দরী?"
যতক্ষন না আয়না উত্তর দিত "আপনি, আপনি" ততক্ষণ আয়নার নিস্তার নেই !
শুভ রাত্রি।
০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:০৩
উম্মে সায়মা বলেছেন: হাহাহা। ছেলে হলে আয়না দেখা যাবেনা এমন কথা কিন্তু নেই।
আপনি আয়নাকে জিজ্ঞেস করতেই পারেন, "বল তো আয়না, কে এই দুনিয়ায় সবচেয়ে বেশি সুন্দর?"
শুভ রাত্রি।
২১| ০২ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:২৩
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিতা তোমায় দিয়েছিলাম ছুটি.........
সমুদ্র পাড়ের ডাক শুনে
যুগ যুগান্তরের প্রান্ত ছুয়েঁ অসীম ঠিকানায়;
অজানায় রয়ে যায় ভালবাসার বীজ টুকু
সযত্নে জীবনের আঙিনায়।।....................................................
০২ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
উম্মে সায়মা বলেছেন: সুন্দর কাব্যিক মন্তব্যে ধন্যবাদ। আমার ব্লগে বোধহয় প্রথম এলেন। স্বাগতম।
২২| ০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ৩:৩২
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি হলাম বনের পাখি
বন্দি জীবন চাইনা আমি
ভাল যেথায় লাগে আমার
ওড়ে গিয়ে সেথায় থামি।...................................................
০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৩
উম্মে সায়মা বলেছেন: বেশি উড়লেও তো সমস্যা ভাইয়া। বন্দি জীবন না হলেও একটা নির্দিষ্ট গন্তব্য থাকতে হয়।
ভালো লিখেছেন।
২৩| ০৩ রা অক্টোবর, ২০১৭ দুপুর ২:২৮
মনিরা সুলতানা বলেছেন: ক্লান্তি থাকুক কাকের চোখে
ক্লান্তি নামুক উপহাসে
হাজার পাতার কাব্য নামুক
ব্যক্তিগত ল্যাপটপে !!!!!
ভুল করে'ও ঝরতে মানা
কবি'দের এই মিলন মেলায়
আমি তুমি সে ও তারা
কবিতার 'ই প্রদীপ জ্বালাই !!!
০৩ রা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৯
উম্মে সায়মা বলেছেন: ক্লান্তি ক্লান্তি ক্লান্তি!!
জ্বালতে জ্বালতে কাব্য প্রদীপ
কবি নিজেই নিভে যায়
না চাইলেও ভুলে এসে
ভুল করেই ঝরে যায়।।
সুন্দর কাব্যিক মন্তব্যে ধন্যবাদ আপু। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৩৫
মলাসইলমুইনা বলেছেন: প্রতিবাদ জানাতে ল্যাপটপ খুলতেই হলো,
কবিতাকে ছুটি দিতে কেইবা কবিকে বললো?
'এবার তবে ক্ষান্ত দিলাম' বললেই হবে,
কে বললো সেই ছুটি সহজেই পাওয়া যাবে?
মনোভাব হলো কি পাঠকের স্পষ্ট ?
ছুটি হবেনা যতই করুন কষ্ট !!