![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখতে দেখতে সামু ব্লগের সাথে কেটে গেল আমার দুটি বছর। আজ আমার পরিসংখ্যানে দেখাচ্ছে ব্লগিং করছি ২ বছর ৩ দিন। বর্ষপুর্তি উদযাপনে তিনদিন দেরী হয়ে গেল৷দেরী-ই সই। তাও ভাবলাম একটা পোস্ট না দিলেই নয়। যদিও ক'মাস যাবৎ কিছুটা ব্যস্ততার দরুন এবং কিছুটা ব্লগিং ব্লকের কারণে ব্লগে বেশ অনিয়মিত ছিলাম। তবু মন পড়ে থাকে সামুতেই৷এ ব্লগটাকে, ব্লগারদেরকে নিজের খুব কাছের, আপন মনে হয়। সময় পেলেই অফলাইনে প্রিয় ব্লগারদের পোস্ট এল কিনা দেখে যাই। সুযোগ পেলে লগিন করে দু'একটা মন্তব্য। নিজেরও পোস্ট করা হয়েছে কম। পরিসংখ্যান অনুযায়ী পোস্ট এটা মিলিয়ে হল ৫৮টা। আমার এত অনিয়মিত ব্লগিং সত্ত্বেও সহব্লগারেরা পাশে থেকেছেন, পোস্ট দিলে মন্তব্য করে উৎসাহ দিয়েছেন, অনেকদিন পোস্ট না পেলে খোঁজখবর নিয়েছেন৷এজন্য সব সহব্লগারের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতা সামুর কর্তৃপক্ষর প্রতি লেখালেখির এত সুন্দর একটা প্লাটফর্ম দেয়ার জন্য।
এই বর্ষপুর্তি উপলক্ষে অনেকদিন পর একটা হযবরল লেখা শেয়ার করি।
"অসমাপ্তিকা"
অসমাপ্ত কাব্যগুলোর ব্যাকুল মিনতি
পরিশীলিত সমাপ্তির
একটা বিরামচিহ্ন চায়
অবশ্য কোন যতিচিহ্নই নেই
না দাঁড়ি না কমা
আমার জীবনের মত
কোনটা এক পঙক্তির কোনটা পাঁচ
কোনটার কেবল শিরোনাম দেয়া
কেমন ভাঙ্গা ভাঙ্গা
কিছুতেই জোড়া লাগেনা
একি তবে আমার নিজেরই প্রতিচ্ছবি?
অবচেতন মনে আমি কবিতায়
নিজেকেই আঁকার চেষ্টায় রত?
নাকি এ অস্থির সময়ের চিত্র?
যখন উথাল পাথাল পৃথিবী
চারদিকে ভাঙ্গনের সুর
উত্তাল সামুদ্রিক ঝড় মন জুড়ে
আমার শব্দকোষে
শব্দের সংখ্যা নেহায়েত কম
তা না হলে কবেই কলম ঠুকে
শব্দ গেঁথে দিতাম
অলংকৃত করতাম
ভারী আর নিখুঁত শব্দমালায়
তবে নাহয় থাকলই তারা
আমার জীবনের মত
অপরিপূর্ণ অসমাপ্ত
সময় ক্ষেপণ করে আমার প্রলাপ পড়ার জন্য ধন্যবাদ সবার জন্য রইল শুভকামনা।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৩৫
মোস্তফা সোহেল বলেছেন: এমন বর্ষপূর্তি যেন খুব দ্রুত আসে তাহলে অন্তত সায়মাপুকে পোষ্ট দিতে দেখা যাবে
আশা করি ভাল আছেন?বর্ষপূর্তির শুভেচ্ছা রইল।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
উম্মে সায়মা বলেছেন: হাহাহ। ঠিক আছে সোহেল ভাই। আমার বছর ছয় মাসে শেষ হয়ে যাক
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি। ধন্যবাদ।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মাইদুল ভাই।
৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৬
রাজীব নুর বলেছেন: শুভেচ্ছা জানাই।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন রাজীব নুর ভাই।
৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: অনেক শুভেচ্ছা আপু।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ তারেক ভাই
৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৩
লাবণ্য ২ বলেছেন: শুভেচ্ছা রইল আপু।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ লাবণ্য আপু।
৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫২
পদ্মপুকুর বলেছেন: অভিনন্দন। নিরবচ্ছিন্নভাবে দু'বছর কাটিয়ে দেওয়াটা খুব সহজ নয়। সামনের দিনগুলোতেও থাকবেন আশা করি।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১১
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ। আপনাকে মনে হয় আমার ব্লগে আর পাইনি।
নিরবচ্ছিন্নভাবে দু'বছর কাটিয়ে দেওয়াটা খুব সহজ নয়
আমারও তাই মনে হয়। তবে ইদানিং কেমন ঝিমিয়ে গেছি।
ভালো থাকুন।
৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৩
করুণাধারা বলেছেন: দ্বিতীয় বর্ষ পূর্তিতে শুভকামনা রইল। আরো অনেক দিন থাকুন সামু ব্লগে।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১২
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু। চেষ্টা করব থাকতে আরো অনেকদিন। পাশে থাকবেন।
৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৯
বিজন রয় বলেছেন: প্রথম প্লাস।
অভিনন্দন।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
উম্মে সায়মা বলেছেন: প্রথম এবং একমাত্র প্লাস প্রদানের জন্য কৃতজ্ঞতা বিজনদা।
ভালো থাকুন।
১০| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৮
সাইন বোর্ড বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সাইনবোর্ড।
১১| ৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
ভালো থাকুন
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন চাঁদগাজী ভাই।
আপনিও ভালো থাকুন সবসময়।
১২| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
রাকু হাসান বলেছেন:
অভিনন্দন আপু ।
৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ভাই
১৩| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
রাকু হাসান বলেছেন:
কেক না কাটলে উদযাপন কিসের ।
আরও অনেক দিন থাকুন আমাদের মাঝে ।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৫
উম্মে সায়মা বলেছেন: বাহ বাহ। ধন্যবাদ আমার ব্লগভার্সারিতে কেক নিয়ে আসার জন্য। কাটার পর এক পিস খেয়ে যাবেন কিন্তু
১৪| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: শুভ হোক আপনার ব্লগিং। সুন্দর আগামীর কামনা করি।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৬
উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
১৫| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
আরোগ্য বলেছেন: অভিনন্দন ! সাফল্যের সাথে এগিয়ে যান।কবিতায় লাইক দিলাম।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৭
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আরোগ্য।
আমার ব্লগে আপনাকে স্বাগতম।
১৬| ৩০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫
সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৭
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সুমনদা৷ ভালো থাকবেন।
১৭| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৫
কথাকথিকেথিকথন বলেছেন:
বর্ষফূর্তির শুভেচ্ছা। সুন্দর কবিতা।
শুভ কামনা রইলো।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৩৮
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ
একবার বর্ষপুর্তির শুভেচ্ছা জানানোর জন্য আরেকবার কবিতা পাঠের জন্য.....
১৮| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:২৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: দ্বিতীয় বর্ষ পূর্তিতে শুভকামনা রইল।
কাব্য পাঠে মুগ্ধ হলাম।
কোথায় আপনি? ভুলে গেলেন আমাদের?
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৪
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুজন ভাই।
ভুলে যাইনি। নানা ব্যস্ততায় আড্ডাঘরে আসা হয়ে ওঠেনা৷ আপনারা ভালো আছেন আশা করি।
১৯| ৩০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
আখেনাটেন বলেছেন: শুভেচ্ছা দুই বছর পূর্তিতে।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৫
উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ। ভালো আছেন আশা করি
২০| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৩
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কবিতা উম্মে !!
কবিতা সব সময় অসমাপ্ত ই সুন্দর ! পাঠক সমাপ্তি ভেবে নিক নিজের মত করে।
আর জীবন !!!
অসমাপ্ত বলেই এখন নিঃশ্বাস নিচ্ছি ; তাই নয় কি ?
বর্ষপূর্তি তে দারুণ ভাবে ফিরলে ! অসাধারণ সাফল্য মণ্ডিত দু'বছর নিঃসন্দেহে
অনেক অনেক শুভকামনা এমনি আরও দু'শ বছরের ! ভালোবাসা সায়েমা।
৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:৪৮
উম্মে সায়মা বলেছেন: অসমাপ্ত বলেই এখন নিঃশ্বাস নিচ্ছি ; তাই নয় কি ?
খুব সুন্দর কথা বলেছেন তো আপু৷যেদিন সমাপ্ত হবে সেদিন আর হিসাব নিকাশের সময় থাকবেনা।
কী সুন্দর করে শুভ কামনা জানালেন আপু! ভালোবাসা......
২১| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৩
মলাসইলমুইনা বলেছেন: মাত্র দুই বছর !
এর মধ্যেইতো ব্লগে কাব্য শব্দে গদ্যে ভালোলাগা লেখার পাহাড় বানিয়েছেন । সেই ভালোলাগা দুই বছরই পাহাড়টা এভারেস্ট হয়ে উঠুক আরো কবিতার গল্পের আল্পনা কল্পনায়। দুই বছরি ব্লগারের জন্য যুগ যুগ জিয়ো শুভেচ্ছা ।
কবিতার শেষ নয় লাইনতো আমার কথাও আপনি লিখলেন কেমন করে ? "অসমাপ্তিকা"তে ভালোলাগা সমাপ্তির ঘোষণা থাকলো (কেন সেই ব্যাখ্যার জন্য সবেধন নীলমনি মুনিরা সুলতানার মন্তব্য দেখে নিবেন আরেকবার )।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
উম্মে সায়মা বলেছেন: আপনাদেরকে এমন করে পাশে পেয়েই তো দু'বছর ধরে ব্লগিং চালিয়ে যাওয়ার উৎসাহ পেয়েছি৷ আমি হাবিজাবি যা-ই লিখেছি এমন সুন্দর সুন্দর মন্তব্যে উৎসাহ দিয়েছেন।
কবিতায় আপনার কথা লেখা হয়ে গেছে? বাহ দেখলেন কেমন মনের কথা পড়তে পারি? আমিও সমাপ্তির আশায়.....
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো থাকবেন।
২২| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৪:৫৯
চাঙ্কু বলেছেন: কপিনন্দন!
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৭
উম্মে সায়মা বলেছেন: কপিনন্দন কি ভাই?
এনিওয়ে ধন্যবাদ।
২৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:১৯
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে। দুই বছর থেকে ব্লগে নিয়মিত আছেন দেখে ভাল লাগছে। আশা করি, আগামী দিনগুলোতে আরো সুন্দর সুন্দর পোস্ট আপনার কাছ থেকে পাব। শুভ কামনা রইলো আপু।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৩৮
উম্মে সায়মা বলেছেন: ছবি দিয়ে সুন্দর করে শুভেচ্ছা জানানোয় অশেষ ধন্যবাদ।
২৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০২
ঋতো আহমেদ বলেছেন: ২য় বর্ষপুর্তির শুভেচ্ছা ও অভিনন্দন সায়মা আপু। সামুতে আগের মতো আর নিয়মিত পাইনা কেন আপনাকে ! কবিতাটি খুব ভালো লাগলো। +++
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪২
উম্মে সায়মা বলেছেন: পোস্টেও বলেছি ঋতো ভাই। কিছুটা ব্যস্ততা আর কিছুটা ব্লকের কারণে ব্লগিং একটু ঝিমিয়ে গেছে। দেখি আবার চেষ্টা করব একটিভ হবার।
অসংখ্য ধন্যবাদ জানবেন।
২৫| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭
সামিয়া বলেছেন: অভিনন্দন ও শুভকামনা
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৯
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু।
ছবিটা কি আপনার তোলা? অনেক সুন্দর!
২৬| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫
আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা ,
অভিনন্দন দু'দুটি বছর পূর্তির।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১
উম্মে সায়মা বলেছেন: কি সুন্দর একটা ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন! দেখেই মনটা ভালো হয়ে গেছে।
অসংখ্য ধন্যবাদ আহমেদ জী এস ভাই।
২৭| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৩
নীলপরি বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫১
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ আপু।
২৮| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৯
জুন বলেছেন: দু বছর পুর্তির শুভেচ্ছা রইল উম্মে সায়মা
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫২
উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জুন আপু
২৯| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫১
মিথী_মারজান বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা সায়মা আপু।
আপনার কবিতা মানেই বিশেষ ধরণের ভালোলাগা।
এমন সব সমৃদ্ধ লেখা নিয়ে সবসময় সামুতেই থাকুন।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৩
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মিথী আপু সবসময় পাশে থেকে উৎসাহ জোগানোর জন্য৷
ভালোবাসা....
৩০| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৬
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার দ্বিবর্ষপূর্তি তে শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪
উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।
৩১| ৩১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬
শিখা রহমান বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা আর এত্তো ভালোবাসা মিষ্টি কবি মেয়েটা!!
কবিতাটা খুব ভালো লেগেছে। তোমার কবিতা মানেই ভালোলাগায় ডুব দিয়ে নিজেকে খুঁজে ফেরা।
ভালো থেকো সায়মা মনি। তোমার সুন্দর লেখায় আর উপস্থিতিতে ভরে থাকুক ব্লগের আঙিনা।
ভালোবাসা আর অনেক অনেক আদর থাকলো।
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৬
উম্মে সায়মা বলেছেন: এত আদর করে আমাকে কেউ কখনো মন্তব্য করেনি শিখা আপু। এত ভালোবাসা আর আদর দিয়ে আমাকে ঋণী করে রাখছেন আপু। এত্ত এত্ত ভালোবাসা আপনাকেও৷
৩২| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০
জাহিদ অনিক বলেছেন: মাত্র দুই বছর ! কস্মিনকালেও না, মনে হয় ব্লগে আপনি আছেন আরও অনেক বেশি সময় ধরে- দশক অথবা যুগ
আসলে, ব্লগে বেশ কয়কজনের লেখার এতটাই মুগ্ধ পাঠক আমি যে মনে হয় তাঁদের লেখা যেন পড়ে যাচ্ছি হাজার বছর ধরে- সময় থমকে আসে।আপনি সেই কয়েকজন ব্লগারদের মধ্যে একজন।
অসমাপ্তিকা ভালো লাগলো বেশ। এই জন্যই আপনি দার্শনিক কবি
দুই বর্ষপূর্তিতে শুভেচ্ছা
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৩
উম্মে সায়মা বলেছেন: প্রিয় এবং ব্লগের সেরা কবিদের একজনের কাছ থেকে এত বড় কমপ্লিমেন্ট! আমি তো হাওয়ায় উড়ে গেলাম ভাই।
অনেক অনেক ধন্যবাদ। কবিতা ভালো লেগেছে জেনে খুব ভালো লাগল। কবিতাটা একদম র্যন্ডম লেখা৷ দেখছোই তো কোন বিষয়বস্তু নেই৷ তবুও পাঠক গ্রহণ করছে দেখে উৎসাহ এবং সাহস দুটোই বেড়ে যায়।
ভালো থেকো নিরন্তর।
৩৩| ০২ রা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
শায়মা বলেছেন: লাভ ইউ আপুনি!!!!!!
০২ রা নভেম্বর, ২০১৮ রাত ১০:০৬
উম্মে সায়মা বলেছেন: লাভ ইউ ঠু শায়মা আপু
৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৭
শহুরে আগন্তুক বলেছেন: এই পোস্টটা দেখে নিজের প্রোফাইলটায় একটু গেলাম .. চমকে উঠেছি!
অভিনন্দন রইলো ।
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
উম্মে সায়মা বলেছেন: কেন কেন? চমকে উঠেছেন কেন??
ধন্যবাদ জানবেন।
৩৫| ১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭
উম্মে সায়মা বলেছেন:
৩৬| ১৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
শাহরিয়ার কবীর বলেছেন: অভিনন্দন।
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:৩৭
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ
৩৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: "পরিশীলিত সমাপ্তির একটা বিরামচিহ্ন চায়" - খুব সুন্দর একটা কথা বলেছেন, ভাল লেগেছে।
দ্বিতীয় বর্ষ পূর্তিতে আন্তরিক অভিনন্দন এবং অন্তহীন শুভকামনা!!! আরো বহু বছর ধরে এ ব্লগে আপনার লেখা প্রকাশিত হোক, বিকশিত হোক!!!
মনিরা সুলতানা (১৯), মলাসইলমুইনা (২০), এবং শিখা রহমান (৩০) এর মন্তব্যগুলো খুব ভাল লেগেছে। আহমেদ জী এস (২৫) এর ছবিটাও খুব সুন্দর!
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫০
উম্মে সায়মা বলেছেন: আপনার এ মন্তব্য কিভাবে যেন বাদ পড়ে গেছে। দেখিইনি! মাত্র নোটিফিকেশন দেখে এলাম।
আপনার কাছ থেকে প্রশংসা পেলে সত্যি খুব ভালো লাগে।
অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। ভালো থাকবেন।
৩৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: দুই বছর হোক দুই যুগ
কিংবা তারো বেশি
আজীবন - - -
প্রকাশের যাতনাতেইতো রব জগত সৃজিলেন!
আমরাও সে জ্বালাতেই জ্বলতে জ্বলতে এঁকে যাই মহাকালের ক্যানভাসে
দারুন দারুন সব চিত্রকল্প
চলুক আঁকাআঁকি
বর্ষপূর্তির অভিনন্দন ও শুভেচ্ছা
+++++
২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫১
উম্মে সায়মা বলেছেন: একদম ঠিক বিদ্রোহী ভৃগু ভাই। মাঝে মাঝে না লিখতে পারলে কেমন অশান্তি লাগে!
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
৩০ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫
নজসু বলেছেন: শুভেচ্ছা।