![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝি,
কতবার বলতে চেয়েছি
ভালোবাসি,
মুখে স্বর ফোটেনি।
বহুবার লিখতে চেয়েছি
ভালোবাসি ভালোবাসি,
কালি বেরোয়নি হতচ্ছাড়া কলমে।
চেয়েছি কবিতায় বলি
সুনীলের মত করে
'ভালোবাসি ভালোবাসি ভালোবাসি',
নাহ, তাও ছন্দ মেলেনি।
তারপর চাইলাম তবে নাহয় গানে হোক
ভালোবাসার বহিঃপ্রকাশ,
তবু তুলতে পারিনি সুর তাল লয়।
সর্ব প্রয়াসে ব্যর্থ হয়ে
হাল ছেড়ে দিলাম শেষে
ভালোবাসা কি সবসময় প্রকাশ করতে হয়?
কখনো কখনো চোখ দেখে বুঝে নিতে হয়
মুখের উচ্ছ্বলতায় জেনে নিতে হয়
ঠোঁটের কোনের হাসিতে পড়ে নিতে হয়।
আমার জীবন তরীর মাঝি,
তুমি হাল ধরে রেখো অনন্তকাল
এ জনম, পরের জনম
হাজার জনমে,
আমার মনের বৈঠা যে সঁপেছি
তোমার হাতে....
ইতি,
তোমার
'ভিনদেশী তারা'
০৮.০৩.২০১৯
(সর্বস্বত্ব সংরক্ষিত)
ছবিঃ গুগল
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮
উম্মে সায়মা বলেছেন: কবিতা পাঠে এবং মন্তব্যের জন্য ধন্যবাদ ল....
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আররেররর কত্ত দিন পর প্রিয় আপিটার লেখা পেলাম
মাশাআল্লাহ সুন্দর হয়েছে
কেমন আছেন গো বইন?
ভালো থাকুন
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
উম্মে সায়মা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছবি আপু৷ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন আশা করি।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৩৭
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লাগলো আপু আপনার চিঠিকাব্য। এক্কেবারে সহজ সরল প্রাঞ্জল ভাষায় যাকে বলে।
শুভেচ্ছা নিয়েন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
উম্মে সায়মা বলেছেন: হুম হুম একেবারে সহজ সরল। বেশ অনেকদিন আগের লেখা। ভাবলাম বহুদিন ব্লগে পোস্ট দিই না। একটা কিছু দিই। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৪৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: চিঠি কাব্য অনেক সুন্দর হয়ছে। শুভেচ্ছা নিবেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুজন ভাই৷ ভালো থাকবেন।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
উম্মে সায়মা বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব নুর ভাই৷ ভালো থাকুন।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৯:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: অবশেষে চিঠিকাব্যে প্রকাশ করতে পেরেছেন। ভালো লাগলো। শুভ কামনা রইলো।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৫
উম্মে সায়মা বলেছেন: হুম। তাও তো কিছু প্রকাশিত হল। পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:২৫
জাহিদ অনিক বলেছেন:
চিঠিকাব্যে মুগ্ধতা-
প্রতিটা না পাওয়া, ওপ্রাপ্তি যেন ঠিকরে পড়ছে পালকের মতন দোয়াত কলম হয়ে কবিতায় !
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৫
উম্মে সায়মা বলেছেন: আহ। অনিন্দ্য সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কবি সাহেব।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: রচনার শিল্পগুণ কিংবা প্রাঞ্জলতা আপনার চিঠিতে খুঁজে পেলাম।
২৪ শে অক্টোবর, ২০১৯ রাত ১:০৬
উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ রইল।
৯| ২৪ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৫
আরাফআহনাফ বলেছেন: না, ভালোবাসা সবসময় প্রকাশ করতে হয় না।
অপ্রকাশিত ভালোবাসাও অনেক সময় অনেক সুন্দর হয়, গেঁথে থাকে হৃদয় গহীনে.....।
সুন্দর কাব্যে +++।
ভালো থাকুন।
২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:২৫
উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে অসংখ্য ধন্যবাদ ভাই
আছেন কেমন সেটা বলেন?
১০| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫৫
ইসমাঈল আযহার বলেছেন: সে পড়ে নিক, সুন্দর করে পড়ে নিক। যেন কোনো অস্পষ্টতা না থাকে।
আর হাজার জনম ধরে ধরে রাখুক। দ্রুতপ্রাপ্তির আকাঙ্খা ফুটে উঠেছে।
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৬
উম্মে সায়মা বলেছেন: পড়ে নিক সে না বলা কথাগুলো। এটাইতো চাওয়া।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
১১| ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯
খায়রুল আহসান বলেছেন: মুখে না বলেও, চিঠিতে না লিখেও, গানের সুর না ভেজেও, কবিতা না লিখেও যে ভালবাসা মনের মানুষের কাছে পৌঁছে দেয়া যায়, বুঝতে হবে সে ভালবাসায় কোন খাদ নেই। বনের পশু পাখিও ভালবাসার অব্যক্ত ইশারায় সাড়া দেয়, মানুষ তো দিবেই।
সুন্দর কবিতা লিখেছেন। +
৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৮
উম্মে সায়মা বলেছেন: আপনার মন্তব্য পড়তে পড়তে ঠোঁটের কোনে এক চিলতে হাসি খেলে গেল। এই যে অতি সামান্যতেই আপনাদের মত গুণীজনদের ভুয়সী প্রশংসা পাই এটাই ব্লগজীবনের বড় পাওয়া।
অসংখ্য ধন্যবাদ খায়রুল আহসান ভাই। ভালো থাকবেন সবসময়।
১২| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৫১
উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ সেলিম আনোয়ার ভাই।
১৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আন্তরিক ধন্যবাদ রাজীব নুর ভাই৷ ভালো থাকুন।
আরেকবার পড়লাম।
মুগ্ধ হলাম।
০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১২:৫৩
উম্মে সায়মা বলেছেন: আবারো ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:২৬
ল বলেছেন: ভিনদেশী তারার চিঠি কাব্যের সুখে ভাসলাম।।