নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি অতি সাধারন। অনিন্দ্য কিছু নই।

উম্মে সায়মা

সখী ভালোবাসা কারে কয়...

উম্মে সায়মা › বিস্তারিত পোস্টঃ

"কালের পরিক্রমা"

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৫




চোখ বুজলেই বুঝি ঘুম?
পা বাড়ালেই বুঝি চলা?
চোখ মুদেও জেগে থাকা
এক পা দু' পা হেঁটেও থেমে থাকা
কখনো এইতো রীতি

জীবন বহতা নদী
ঘড়ির কাঁটা জানান দেয়
টিকটক টিকটক
একসময় গ্রাস করে জরা
শীতের সকালের মত জবুথুবু
শুকনো গাছে ঝুলে থাকা হলদে পাতা
ঝরে যাবার সময়...

আজ ভরা যৌবন
উত্তাল ঢেউ
আটদিক সব রঙীন...
কাল হাঁটতে হয় তাদের পায়ের নিশানে
যাদের এখন ভাটির টান
রঙহীন সব
তারপর একদিন থমকে যায় সবটা
টিকটক টিক...
আহা সাধের জীবন
এক লহমায় ফুস...।।



২৯.০৮.২০২০
(সর্বস্বত্ব সংরক্ষিত)

ছবিঃ গুগল

মন্তব্য ৫৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৪

আখেনাটেন বলেছেন: আহা! এইতো জীবন! টিকটক ফুস! :(

চমৎকার।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৩

উম্মে সায়মা বলেছেন: এইতো জীবন! আহা জীবন!
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ আখেনাটেন।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: কবিতার বিষাদ,
এনে দেয় অবসাদ।
জীবন বহতা নদী,
বয়ে চলে নিরবধি।
একদিন তারপর
শুনি পল্লবমর্মর!

ভাল লিখেছেন। কবিতায় ভাল লাগা + +।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৬

উম্মে সায়মা বলেছেন: কত সুন্দর কাব্যে কাব্যে মন্তব্য খায়রুল আহসান ভাই! বিষাদ ছড়িয়ে দেয়ায় দুঃখিত।
ধন্যবাদ জানবেন

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৩২

নেওয়াজ আলি বলেছেন: জীবন এক বহমান মহাসাগর । এখানে ভালো নাবিক না হলে ডুবে যেতে হয়

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৪৮

উম্মে সায়মা বলেছেন: ডুবে যেতে হয়
ঠিক। মানুষের ভালো কাজগুলোই তাকে বাঁচিয়ে রাখে।
ধন্যবাদ।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চমৎকার। :)

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৩

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ হাসু মামা।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: হায়রে মানুষ রঙিন ফানুশ রঙ ফুরাইলেও ঠুস ....

ভালো কবিতা। ধন্যবাদ।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:২৫

উম্মে সায়মা বলেছেন: ঠিক তাই।
ধন্যবাদ সাড়ে চুয়াত্তর। আমার ব্লগে আপনাকে স্বাগতম....

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: জীবন ত একটাই।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৫

উম্মে সায়মা বলেছেন: অবশ্যই। আর এমনই জীবন।
ধন্যবাদ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২২ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৫৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০২

শায়মা বলেছেন: সেই তো এখন আবার জীবন নিয়ে করোনা শয়তানের টানাটানি। কখন যে ঘাড়ে এসে চাপে!! :(

আপুনিমনি!!!

কেমন আছো?

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৮

উম্মে সায়মা বলেছেন: কখন যে ঘাড়ে এসে চাপে! চারপাশে এত এত মৃত্যু দেখে তখন এ উপলব্ধি হয় আপু। জীবন এত ঠুনকো!
আমি ভালো আছি আপু। আপনি কেমন আছেন?

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৬

মাস্টারদা বলেছেন: কবিতায় +

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:৩৭

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ মাস্টার দা। আমার ব্লগে স্বাগতম

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ ভোর ৫:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সুন্দর।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৮

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৭:৪৮

পদাতিক চৌধুরি বলেছেন: জীবন বহতা নদীর ন্যায়। খাঁজে খাঁজে বাঁকে বাঁকে মাঝে মাঝে যা গতি হারায়। কাব্যে চমৎকারভাবে জীবনের চড়াই উৎরাই ধরা পড়েছে।
শুভেচ্ছা জানবেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

উম্মে সায়মা বলেছেন: পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ভাই।

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৮:৫০

এমএলজি বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১

উম্মে সায়মা বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য এবং আমার ব্লগে স্বাগতম।

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৭

নতুন নকিব বলেছেন:



আহা সাধের জীবন
এক লহমায় ফুস... ।।

এটাই চরম সত্য। কবিতায় সুন্দর উপলব্ধি ফুটে উঠেছে। +

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৩

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ নতুন নকিব ভাই।
ভালো থাকবেন

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:০৭

শাহ আজিজ বলেছেন: আজ ভরা যৌবন

উত্তাল ঢেউ

আটদিক সবদিক রঙ্গিন -----


আট দিক কেন ?? চারদিক জানতাম

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

উম্মে সায়মা বলেছেন: চারদিক জানতাম
দশদিক মোট। কি মনে করে যেন দুইদিক বাদ দিয়ে লিখেছি।
ধন্যবাদ

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে আপি
জীবন এমনই
ভালো থাকুন ফি আমানিল্লাহ

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৫

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ছবি আপু৷ আপনিও অনেক অনেক ভালো থাকুন।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: গভীর ভাবনর চমৎকার কাব্যরুপ !
ভালোবাসা স্যাম।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

উম্মে সায়মা বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ মনি আপু। আপনাকেও ভালোবাসা অফুরন্ত।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১০

উম্মে সায়মা বলেছেন: আপনিও ভালো থাকুন ভাবি আর পরীকে নিয়ে....

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই।
ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা ভাইরাস থেকে সাবধান থাকুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১

উম্মে সায়মা বলেছেন: :)

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০৭

রামিসা রোজা বলেছেন:
জীবন যে কখন ফুরিয়ে যাবে , অথচ সবকিছুই পড়ে
থাকবে । চমৎকার করে লিখেছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:১১

উম্মে সায়মা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রামিসা রোজা। আমার ব্লগে স্বাগতম

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এইতো জীবন। ব্রক্ষান্ডের পরিভ্রমন। সেই দিনের চারা গাছটি আজ আস্ত বট তরু।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

উম্মে সায়মা বলেছেন: এভাবেই সময় বয়ে যায়। জীবন বয়ে যায়।
ধন্যবাদ সুজন ভাই।

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৮

তারেক ফাহিম বলেছেন: চমৎকার লিখছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৫

উম্মে সায়মা বলেছেন: ধন্যবাদ জানবেন

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২২

নাসরিন ইসলাম বলেছেন: অন্যরকম জীবনদর্শন। বয়ে চলুক জীবন, ভালো থাকুক জীবন।

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬

উম্মে সায়মা বলেছেন: তবু জীবন চলে জীবনের নিয়মে। ধন্যবাদ নাসরিন।
ব্লগিং শুভ হোক।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

আহমেদ জী এস বলেছেন: উম্মে সায়মা,




টিকটক টিকটক
বেজে যায় ঘন্টা,
কখন যে কি হয়
উচাটন মনটা!

তারপরেও জীবনটা বড্ড মধুর বলে সেখানে ভাটির টান লাগবে জেনেও ভাবতে ইচ্ছে করে -
“ফুল ফুটলেই বসন্ত, এমোন কোনও কথা নেই
যেতে যেতে ফুরাবে পথ, এসব কিছুই
শেষ কথা নয়
পথের পরেও থাকে পথ।“


মানুষের চিরায়ত ভাবনা নিয়ে কবিতা। ++++

২৩ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

উম্মে সায়মা বলেছেন: আপনাকে পোস্টে পেয়ে খুব ভালো লাগছে আহমেদ জী এস ভাই।

জীবনটা বড্ড মধুর বলে..... পথের পরেও থাকে পথ।
তা তো বটে। সবই বুঝি। আবার কখনো কখনো এ চিরায়ত ভাবনা চলেই আসে। বিশেষ করে পৃথিবীর এ অবস্থায়।
সবাই ভালো থাকুক এই কামনা করি।
ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতা পাঠে মুগ্ধ ।
জীবন থেমে থাকার নয়
মরনের পরেও সেখানে
গিয়ে চলবে ,হিসাব দিতে হবে
এ পাড়ের জীবনের অনেক
লেনা দেনা আর কর্মের ।

শুভেচ্ছা রইল

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৪

উম্মে সায়মা বলেছেন: জীবন থেমে থাকার নয়
তা অবশ্য ঠিক। জীবনের এক পর্বের পাঠ চুকে আরেক পর্ব শুরু হয়।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ ডঃ এম এ আলী ভাই। অনেকদিন পর আপনাকে পোস্টে পেয়ে এ ভালো লাগলো।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: জীবন অনেক ছোট। খুব অল্প কিছু দিনের আয়ু নিয়ে আমরা পৃথিবীতে আসি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৮

উম্মে সায়মা বলেছেন: হুম। বিশ্ব মহামারীর এ সময়টা এটা আরো বেশি করে মনে করিয়ে দেয়। ভালো থাকবেন রাজীব নুর ভাই।

২৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২০

ওমেরা বলেছেন: কেমন আছেন আপু । এমন কবিতা কেন , আপনার এখন রোমান্টিক কবিতা লিখার কথা।
অবশ্য জীবনটাই এরকম বলা যায় কিছু ।

ধন্যবাদ আপু।

০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

উম্মে সায়মা বলেছেন: হাহাহ। রোমান্টিক লিখি তো। আবার কখনো এমন ভাবনাও ভর করে মনে।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২০

জাহিদ হাসান বলেছেন: জীবন বহতা নদী
লাইনটি দেখে মনে পড়ল একদা ডায়েরী একটা বাক্য লিখে রেখেছিলাম।
আমার এক নদীর জীবন।

০৫ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩১

উম্মে সায়মা বলেছেন: একটা বাক্য লিখেই থেমে গেলেন কেন। শেষ করুন।
পাঠে এবং মন্তব্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.