নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাবনা হোক বিড়ম্বনাহীন,চেতনা হোক সৃষ্টিশীল। বদলে যাক প্রতিটি মানুষ, প্রতিটি মস্তিষ্ক হোক জ্ঞানের ভান্ডার।

মস্তিষ্ক মানব

পরিচয় একটাই স্রষ্টার সৃষ্টির সেরা জীবদের মধ্যে একজন।

মস্তিষ্ক মানব › বিস্তারিত পোস্টঃ

তুমি কি সেই রোদেলা দিনে আবার আমার হবে

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯

প্রিয়তম তোমাকে যে অনেক ভালবাসি তা কখনয়ই মুখ ফুটে প্রকাশ করতে পারি নি।তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি আমি কত যে ভালবাসি,প্রেয়সী আজো তুমি জানলে না আজ তুমি জানলে না।তোমার চোখের নোনাজল,পাপঁড়ি ফুলা চোখ আজ আমায় মধ্যে সুপ্ত। তোমার পদদলি সাথে কমর দোলানো আমাকে আজ বিস্মিত করে।আমি আজ তোমার সেই নরম হাতের কোমল স্পর্শ সর্বদা খুঁজে বেড়াই।
রোদেলার সেই রিমঝিম বৃষ্টিভেজা চুম্বনগুলো আজ অনূভুতির মধ্যে অনুভব করি। তুমি ফিরে আসবে আপন গৃহে সেই স্বপ্ন আজও আমাকে লালন করে অনূভুতির ঘরে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সে ফিরে আসুক।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:৩২

রাজীব নুর বলেছেন: আবেগ!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৭

নেওয়াজ আলি বলেছেন: পাঠে মুগ্ধ

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৫

মস্তিষ্ক মানব বলেছেন: ধন্যনাদ

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৯

মস্তিষ্ক মানব বলেছেন: আপনার মুগ্ধতায় আমি ধন্য

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০০

মস্তিষ্ক মানব বলেছেন: আপনার মুগ্ধতায় আমি ধন্য

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৩

মস্তিষ্ক মানব বলেছেন: আপনার মুগ্ধতায় আমি ধন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.