নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইউনাইটেড মুভমেন্ট বাংলাদেশ

https://www.facebook.com/UnitedMovementBangladesh

ইউনাইটেড মুভমেন্ট বাংলাদেশ

With the dream of a United Bangladesh for development and prosperity.

ইউনাইটেড মুভমেন্ট বাংলাদেশ › বিস্তারিত পোস্টঃ

চার বনাম এক

২৬ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৩৫

স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের পরাধীনতার চার বিষয় ও একটি আশার কথা।

___________________________________________________

১. আমাদের দেশের বেশিরভাগ মানুষ এখনো দারিদ্রসীমার নীচে বাস করে, নিশ্চিত হয় নি সবার শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবা অপ্রতুল এবং প্রচুর মানুষ আসলে আশ্রয়হীন।

২. যে সৌহার্দ্য, সম্প্রীতি আমাদের জাতীয় চরিত্রের অংশ তা নানান উপলক্ষ্যে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। সে সম্পর্ক জোড়া লাগানোর কোন লক্ষণ নেই। যেকোন জাতির জন্য তা ভয়াবহ হুমকির কারণ।

৩. এমন কিছু বিষয় আছে যা আমাদের নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে- যেমেন জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিপর্যয়। বলা হয়ে থাকে- বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হবে। আমাদের অন্য সব অর্জন এই ভয়বহতার কাছে অর্থহীন হয়ে যেতে পারে। অথচ সে বিষয়ে আমাদের সমন্বিত কোন উদ্যোগ নেই।

৪. এখন কোন দেশকে পরাধীন করতে ভৌগোলিকভাবে তাকে করায়ত্ব করার দরকার পড়ে না। সংস্কৃতি ও নৈতিক ভিত্তি নড়বড়ে করে দেয়াই যথেষ্ট। এর ঝুঁকি-ঝামেলা কম। তাতে রাষ্ট্রটি কেবল স্বাধীন দেশের ছায়া হিসেবে থাকে। তার সবই চলে যায় অন্যদের দখলে।

এই উন্মুক্ত আকাশের যুগে আমাদের দেশ ইতোমধ্যেই সেই অদৃশ্য আক্রমনের শিকার।

..........................................................................................

এই সব প্রতিকূলতা ভেদ করেও স্বপ্ন দেখা যায়। সেই স্বপ্নের জায়গাটা আমাদের তরুণ গোষ্ঠী। তাদের সত্যিকার দেশপ্রেম রক্ষা করতে পারে আমাদের এই ছোট্ট স্বর্গকে।

চলো এক হই- দেশের জন্য।

বাংলাদেশ হোক আমাদের পরিচয়।

-ইউএমবি

স্বাধীনতা দিবস, ২০১৪

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.