![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
দেশটাকে কি তাহলে আমরা একটুও ভালবাসতে পারলাম না...?
নাকি আমরা সবাই এই দেশকে একটু বেশিই ভালবাসি...?
দেশটাকে নিয়ে কি আমরা একটুও ভাবছি না ?
নাকি সবাই আমরাএই দেশকে নিয়ে একটু বেশিই ভাবছি ?
প্রশ্নবোধক চিহ্নগুলো মনের ভিতর একটু-আধটু করে
থেকেই যায় !!!!!!
তবে বলি, হাতে পতাকা থাকলেই দেশকে ভালবাসা হয় না..
বছরে একদিন-দু'দিন ভালবাসা দেখালেই দেশপ্রেমিক হয় না...!!!
সত্যি কথা হল, দেশপ্রেম আসে অন্তর থেকে !!!
কোন চিহ্ন না রেখে,ঢোল-তবলা না পিটিয়ে,নিরবে, নিভৃতে,
দেশের মানুষকে ভালবাসার মধ্য দিয়ে...!
দেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার মধ্য দিয়ে ..!
ইহাই বাস্তব এবং ইহাই প্রকৃত সত্য কথা !!!
তবে কথা হল দেশকে ভালবেসে দু-একদিনও যদি কিছু করি
তাহলে খারাপটা কোথায় ? বিশেষ কিছু দিনে
আমরা সবসময়ই দুইভাগে বিভক্ত হয়ে যাই কেন ???
যদি প্রোফাইল পিকে জাতীয় পতাকার ছবি থাকে,
তখন বহির্বিশ্বের লাখো-কোটি ফেসবুকাররা এই দেশ সম্পর্কে
জানতে পারবে,এতে সমস্যাটা কোথায় ?
বাঙ্গালী রাজনৈতিক ভাবে দুইভাগে বিভক্ত হলেও
জাতি-সত্ত্বায় অথবা জাতীয় ঐতিহ্যে আমরা
সবাই এক এবং অবিভক্ত, এটা প্রমান করলে দোষটা কি ?
আসলে আমরা বাঙ্গালীরাই খারাপ ! আমরা কোনওসময়েই
এক হতে পারি না ! ৭১ এ ও পারিনি এখনো পারবোনা !!!!
কিন্তু আমরা যে খারাপ তা ঢোল পিটিয়ে বলার কি দরকার !!!!!
কারো কারো ( বিশেষ ফেসবুক সেলিব্রিটি ) স্ট্যাটাস দেখলে এমনই মনে হয় !!!!!
এটা কি painful নাকি sorrowful, অবচেতন মনে বুঝতে পারি না !!!
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: @ আহমেদ জী এস ভাই আসলেই আমরা কোন ব্যাপারেই এক হতে পারি না !!!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯
আহমেদ জী এস বলেছেন: আনপ্রেডিক্টেবল ম্যান ,
শুদ্ধ একটি মন মেলে ধরেছেন ।
তবে আপনার সব প্রশ্নের উত্তরই আনপ্রেডিক্টেবল । যেহেতু আমরা এক হতে পারিনে সেহেতু উত্তরগুলোর ও কোনও মিল থাকবেনা ।
ভালো থাকুন ।