![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
আজ আর সেই দিন নেই, যে দিনে মানুষ ছিল অতি সাধারণ, সহজ-সরল !!!!
তখন সাদা কালোর তেমন ভেদা-ভেদ ছিল না !!!
এখন সময় পাল্টেছে মধ্যবিত্তের ছেলেরাও পয়সা কামাতে পারে !
একটা সময় ছিল মেয়ের রুপ না থাকলেও চলতো,
শুধু গুণ থাকলেই মেয়েকে নিয়ে ( বিয়ে করে ) যেতো !
এখন আর সেই দিন নেই !
যোগ পাল্টেছে ! এখন মেয়ের রুপও চাই গুণও চাই !!!!
যে ছেলেটি চারটা টাকা আয় করতে পারে সেও কনের বাজারে ঢুকতে চায়,
আর বাছাই করে নিতে চায় বাজারের সেরা ডানাকাটা পরীদের একজন !!!
আজকাল একান্নবর্তী পরিবার আর নেই সব ভেঙে ছোট পরিবার হয়ে যাচ্ছে !
ফলে কেও কারো দায়িত্ব নিতে চায় না !
বাবা মা একদিন মারা যাবেন, দাদারা তাকে পোষতে যাবেন কেন ???
উপার্জনশীল একমাত্র বড় ভাইটিও বিয়ে করে আলাদা থাকতে শুরু করেছে ।
মেয়ে যতই চারিত্রিক আর ভদ্র হউক তাকে রূপবতী হওয়া চাইই চাই !!!!
শিক্ষিত ! সেতো এখন ঢের !
কেও মেয়েটির দায়িত্ব নিতে চায় না !
হ্যাঁ আমি আপনার পাশের বাড়ির সেই কালো মেয়েটির কথাই বলছি !!!!!
মাঝে মধ্যে কালো মেয়ের সাথে প্রেম করার জন্য অনেক কাঙ্গালের দেখা পাওয়া যায়, কিন্তু বিয়ে করার সময় তাদের ভালোবাসা উধাও !!!!!
কিন্তু কথায় আছে জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো,
এটা অলিক নাকি বাস্তব বর্তমান প্রজন্মের কাছে জানতে মন চায় !!!!!!
আসলে সব কিছুর মূলে রয়েছে আমাদের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক,
আর অর্থনৈতিক প্রেক্ষাপট যেখানে একটা কালো মেয়েকে বিভিন্ন ভাবে উপস্থাপন হয় !!!!!
১১ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৩১
আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আসলেই তো !!!
২| ১২ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:২৮
মিছবাহ পাটওয়ারী বলেছেন: চমৎকার পোস্ট। কপি নিলাম
https://www.facebook.com/JournalistMesbahPatwary/posts/409156202573588
১৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৪
আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আপনাকে স্বাগতম !!!!! @ মিছবাহ পাটওয়ারী
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১২
খেলাঘর বলেছেন:
আন-প্রেডিকটেবল!