![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
বালুর ট্রাকের নিচে কে যেন মনুষ্য বিষ্ঠা প্রসব করিয়াছে !!!
এই জন্য উক্ত এলাকায় থেমে থেমে দুর্গন্ধ বিরাজ করছে !!!!
গোপালী পুলিশ এই জন্য একে অন্যকে দোষারোপ করছে !!!
(আপাতত সেখানে সাধারণ মানুষ যেতে পারে না!)
যাই হউক ঘটনা চাপা দেয়ার জন্য পুলিশ ইতিমধ্যে একজন
টুকাইকে(টুকাই ট্যাঁরা ইমন)গ্রেফতার করেছে !!!!
কিন্তু ঘণ্টা তিনেক পর ১৫৯ টাকা ও তার সাথে থাকা গোল্ড-লিফ সিগেরেটের বিনিময়ে তাদের কাছ থেকে এসেই সে আসল ঘটনা ফাঁস করে দিয়েছে !!!!
ঘটনার বিবরণে জানা যায়, মদনার দোকানে চাঁদা চাইতে গিয়ে না পেয়ে মদনার দোকানের ঝালমুড়িই গোপালী পুলিশের একজন চাঁদা হিসেবে খায় !
মদনা ও কম যায় না ! সে ঝালমুড়িতে জামাল গুটার ( যেটার বিচি খেলে পেট খারাপ অবধারিত ) গুড়ো মিশিয়ে দিয়েছিলো ! এ অবস্থায় ট্রাকের কাছে এলে তার পাতলা পায়খানার চাপ পরে ! তারপরেই নিরুপায় হয়ে সে সুবিধামত ভাবে ট্রাকের নিচে ইয়ে করে দেয় !!!!
কিন্তু ট্রাকের নিচে থাকা বেরসিক কুকুর মনুষ্য বিষ্ঠাসহ দৌর দিলে সারা এলাকা ভালোভাবে দুর্গন্ধময় হয়ে উঠে !!!!
অন্যদিকে উক্ত ঘটনা টুকাই ট্যাঁরা ইমন ভুলক্রমে দেখে ফেলেছিল !!!! তাই সেই গোপালী পুলিশ ঘটনার মোড় ঘোরানোর জন্য অর্থাৎ আসল ঘটনা যেন কেহ না জানে তার জন্য টুকাই ট্যাঁরা ইমনকে গ্রেফতার করেছিল !!!!
(উল্লেখ্য এই জন্য আপাতত কোন তদন্ত কমিটি গঠন করা হয় নাই !!!!)
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫২
আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: ইতি মধ্যে রিপোর্ট প্রকাশিত হয়েছে ! একটা নয় দুই গোপালী মিলে এই কাজ করেছে !!!!@ঢাকাবাসী
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
ঢাকাবাসী বলেছেন: আম্লীঘের প্র. সম্পাতখ ড. হা. মাহমুত কে প্রধান আর মা আ হানিখকে প্রধান করে একটা তদন্ত সাবকমিটি গঠিত হয়েছে তারা ২০৪১ এর ৫ ই জানুয়ারীর মধ্যৈ রিপোর্ট দিবে।