![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ক্ষেত্রে প্রেডিক্টেবল তাহাই যাহা আনপ্রেডিক্টেবল । কারন, আমি যেখানেই যাই যা কিছু করি আনপ্রেডিক্টেবল কিছু না কিছু ঘটবেই !!!
"মন ! মন আবার কি ? টাকা ছাড়া মন কি ? টাকা ছাড়া আমাদের মন নাই ; টাঁকশালে আমাদের মন ভাঙ্গে গড়ে !"
কথাটি হঠাৎ মনে পরলো !
মাঝে মাঝে মানুষের ভাগ্যে এমন কিছু কিছু সত্যকে মেনে নিতে হয় যে তার কিছুই করার থাকে না !!!
বাস্তব অনেক কঠিন ! সপ্ন মাত্রই অলিক ! স্বপ্নের সাথে বাস্তবের কোন কিছুই মিল নেই !!! অনিচ্ছা থাকা সত্ত্বেও বাস্তবতার আলোকে অনেক সময় অনেক প্রিয় মানুষকেও জীবনে হারাতে হয় !!!
অথচ সেই প্রিয় মানুষটি ছিল তার স্বপ্ন,যে নাকি সর্বক্ষণ তার মনে বাসা বাঁধতো !!!
কিন্তু কিছুই করার নেই স্বপ্ন সপ্নই, বাস্তবতা অনেক কঠিন !!!
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৪
আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: আসলেই কথাগুলো সত্য !!!
২| ১০ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০১
সচেতনহ্যাপী বলেছেন: সত্যি কথা টাকাই সব। সন্মান,সামাজিক-পারিবারিক প্রতিষ্ঠা এমনকি নির্লোভ ভালবাসার স্থায়ীত্বও বেশীর ভাগ নির্ভর করে।। অভাবে প্রিয়জনকেও হারাতে হয়-বড় নির্মম সত্যি। ভাল লাগা ছোট লেখাটিতেও।।
১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:২৫
আনপ্রেডিক্টেবল ম্যান বলেছেন: ধন্যবাদ !!
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫১
প্রদীপ দাস বলেছেন: কথাগুলো হয়ত অনেক কেই আহত করবে ।
তবে এটাই নির্মম সত্য।