নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shafin ahmed

উপল০০৭

আমি একজন অপ্রত্যাশিত মানুষ।

উপল০০৭ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু

১৬ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৪

মানুষ জন্ম নিলে তার মৃত্যু অবদারিতো।এই নিষ্ঠুর পৃথিবী চেড়ে যে কোন একদিন সবাইকে চলে যেতে হবে।স্বল্প জীবনে মানুষ অনেক কিছু করে যা পরকালের জন্য বৃথা।মানুষ এসব বুঝতে পারে না।তারপর ও মানুষ ক্ষনিকের জন্য অনেক কিছু করে।নিষ্ঠুর এই পৃথিবী থেকে মানুষ শুধু কিছু শিক্ষা ছাড়া আর কিছুই পায় না।মানুষ এর আনন্দ ক্ষনস্থায়ী আর দুঃক্ষ গুলি চিরস্থায়ী। আজ আমি খুব কাছের একজন কে হারিয়েছি।কাল হয়তো আর একজনকে হারাতে হবে।তারপর কোনো একদিন আমিও হারিয়ে যাব।এইটাই হয়তো প্রকৃতির নিয়ম।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৩২

শরীফ মাহমুদ ভূঁইয়া বলেছেন: আমরা কখনাে আজরাঈল ( আ:) জান কবজ করেছে এমন কথা বলি না, বলি অসুখে মারা গেছে, দুর্ঘটনায় মারা গেছে, হার্ট এট্যাকে মারা গেছে ইত্যাদি। ফেরেশতাদের বলা হল জমিন থেকে মাটি আনার জন্য সব ফেরেশতায় মাটির কান্নায় মাটি আনতে পারেনি একমাত্রই আজরাঈল (আ:) আনতে পেরেছিল, যার কারণে পরবর্তীতে আজরাঈল (আ:) কে জান কবজের দায়িত্ব দেয়া হয়। আজরাঈল (আ:) আল্লাহ পাক রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ জানায়, এভাবে জান কবজে সকলে তাকে অভিশম্পাত দিবে। এজন্য এসব উসিলাকেই মৃত্যুর কারণ হিসেবে দেখা হয়। পৃথীবির চিরন্তন সত্য ঘটনা - প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। universal truth -Death

২| ১৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৬

উপল০০৭ বলেছেন: তা ইসলামে উল্লেখ করা আছে।আর জন্ম নিলে তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.