![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিজিতকে ধর্ম হত্যা করলো না ধর্মের লেবাস হত্যা করলো এটা আসলে মূল্যহীন প্রশ্ন। এভাবে যে কোন হত্যা-ই জঘন্য। ধর্মও এমন করে হত্যার হুকুম করেছে কি না সবার জানা দরকার। অপরাধী (যদি হয়ে থাকে) কে সাজা দেবার জন্য রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান আছে। রাষ্ট্র অপরাধীকে সাজা না দিলেও প্রজা তার হাতে খড়গ তুলে নিতে পারে না। কিন্তু কারা যেন সেটা হাতে তুলে নিয়েছে। খুনিদের জন্য এটা পূণ্যকাম হয়েছে কি না জানি না, তবে প্রমাণ হলো যে, 'অভিজিত দেশে মরিতেই আসিয়াছিলো।' বেচারা!
আর একটা ব্যাপার হলো অভিজিতকে আসলে কারা খুন করলো? বই মেলার প্রাঙ্গণ পুলিশে ছেয়ে আছে, এর মধ্য দিয়ে কেমন করে ঘটে গেলো এটা? মেলার শেষের দিকে রাত ৮ টা ৯ টা ... ...
তবে আমার মনে হয় ধ্বজাধারী প্রগতিশীল এবং ধর্মান্ধ সবারই শব্দ ব্যবহারে এখনও সময় আছে সতর্ক হওয়া দরকার। এদের কেউ কারও চেয়ে কম নয়। প্রগতিশীলেরা ধর্মান্ধতা দিয়ে ধর্মের বিচার করে, আর ধর্মান্ধরা ওদের জাহান্নামে পাঠিয়ে দেয়! দুপক্ষেরই বিদ্যের দৌড় আছে বলতে হবে - একজন তো মহাপণ্ডিত, অন্যজনে আকাশ হতে প্রাপ্ত! এদের অধিকাংশই ইন্টারনেট নামক উন্মুক্ত জ্ঞানবিশ্ব থেকে ধার করা জ্ঞানের অংশীদার।
©somewhere in net ltd.