নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্রোহী হতাম!

আমি আপনারে ছাড়া .........

ভানু ভাস্কর

আই আম আ ব্যাড বয়

ভানু ভাস্কর › বিস্তারিত পোস্টঃ

হিজড়াদের সাবধান থাকতে হবে, এবং

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৪২

ফেসবুকে আজ এক ভদ্রলোক আমার কমেন্টের বিপরীতে কমেন্ট করলেন, ইসলাম ধ্বংস হোক।
যারা মনে করে, ধর্মান্ধদের ধর্মের নাম নিয়ে হত্যা করাটা সম্পূর্ণ অনৈতিক ও ধর্মের নীতি বিরুদ্ধ, তারাও ধর্মান্ধদের চাপাতির কোপের সম্ভাবনা থেকে মুক্ত নয়।
তারা যদি এও মনে করে যে, মুক্তমনা নামধারী অধিকাংশ জ্ঞানহীন মহাজ্ঞানীরা যেভাবে শব্দে ও বাক্যে ধর্মান্ধদের উত্যক্ত করে তাও প্রচণ্ডভাবে অনৈতিক এবং ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী, তাও তারা নিরাপদ নয়।
বাকস্বাধীনতার অর্থ রুচিবর্জিত শব্দপ্রয়োগে ব্যক্তিবিশেষের উপর আক্রমণ নয়। কিন্তু ইন্টারনেটের খোলা মাঠ পেয়ে বাঙালি ইচ্ছেমত সেটার খেলাপ করছে, আর একেই ভাবছে ব্যক্তিস্বাধীনতা! আমি দেশে ইন্টারনেটের শুরু থেকেই এর সাথে আছি। পৃথিবীর অন্যান্য দেশের অনেক সামাজিক সাইটের সাথে আমার সামান্য যে যোগাযোগ আছে তাতে দেখেছি, আমাদের মত নোংরা ভাষায় কেউ এ রকম ব্যবহার করে না।
যার যার বিশ্বাস তার তার কাছে থাকুক। বিশ্বাসের দ্বন্দ্ব নিয়ে তুমুল আলোচনা চলতে পারে, কিন্তু তাই বলে এ কেমন কথা, খুন করে ফেলতে হবে মানুষকে? এ কেমন কথা, ধর্মান্ধতাকে ধর্ম নাম করে তুচ্ছাতিতুচ্ছ করতে হবে!
এদের হাত থেকে যারা শান্তি চান, তারাও আজ নিরাপদ নন। ওরা দুই পক্ষ আসলে শান্তি চায় না।
বেচারা হিজড়া! একে তো পৃথিবীর নিম্নতম মানবেতর জীবন-যাপনকারী এরা, তায় আবার যে বীরত্বটা দেখালে... এখন না জানি এদেরকেই টার্গেট করে ফেলা হয় কি না, ভাবটা এই - ধরলি কেন? শিখণ্ডী? তোরাও ধম্মের অপরাধী।
তখন না জানি মহাজ্ঞানী মুক্তদের আবার দরদ উথলে ওঠে - ওরে শিখণ্ডী আয়, তোরা আমার ভাই (নাকি বোন, নাকি ভাই......নাকি...... কি! (আসলে মানুষ))

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

পিলখানা বলেছেন: নোংরা ভাষা ব্যবহারকারীরাও আজকাল সেলিব্রেটি হয়ে উঠছে X((

৩১ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:০০

ভানু ভাস্কর বলেছেন: সে রকম একটা সময় পার করছি আমরা। মন্দটা প্রকাশ করারও আর্ট আছে। সেটা করতে পারলেও অনেক কিছু সহনীয় হয়। কিন্তু কে তা মানছে বলুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.