![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1. ক্ষুধায় মানচিত্র খাওয়া যায়, পূর্ণিমার চাঁদকেও যায় গিলে ফেলা। কিন্তু পেট ভরা থাকলেই শুধু সাহিত্য আসে।
2. প্লেটো কবিদেরকে বস্তাবন্দি করে নির্বাসন দিতে চেয়েছিলেন। কবি-লেখকদের লেখার সাথে তাদের জীবনে কাজের কোন মিল নেই - এই তাঁর ক্ষোভ। কিন্তু একমাত্র ব্যতিক্রম নজরুল।
3. বিশ্বায়ন হলো সাম্রাজ্যবাদের জারজ সন্তান, অর্থাৎ শয়তান বাপের শয়তান সন্তান, অর্থাৎ বাপকা বেটা।
4. বিবর্তনতত্ত্বে কোটি বছর আগে বানর ও কোটি বছর পরে বিবর্তনের শিকার মানুষের গল্প লেখা আছে, এর মধ্যের কোন সময়ের কাহিনি বর্ণিত হয়নি। অর্থাৎ বিবর্তনবাদিরা মনে মনে অলৌকিকতাকে বিশ্বাস করে।
5. একজন পূঁজিপতি বক্তৃতা করছেন, আমরা সমাজে সাম্য চাই। একজন নাম কা সমাজতন্ত্রী বললেন, গণতন্ত্রের মানস পুত্র-কন্যাকে লাল সালাম।
Voice from the Waste Land আমার একটি বইয়ের নাম (to be published).
অনুগদ্যের বই। তার থেকে কিছু কিছু করে এখানে প্রকাশ করার ইচ্ছা। এখন এ বইটির ইংরেজি ভাষান্তরের কাজ করছি। স্যাটায়ারিক্যালি অনুবাদ করা খুব কঠিন। অন্ততঃ আমার পক্ষে। ইংরেজিতে ভালো দখল আছে কেউ যদি চান একসাথে কাজ করতে পারি। আমার উপকারও হয়।
©somewhere in net ltd.