![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুই হাজার টাকা কেজি দরে ইলিশ খাওয়ার নাম পহেলা বৈশাখ নয়, ক্ষুধার্তকে খাবার দেয়া দেশপ্রেমের প্রমান।
পান্তা খেয়ে দরিদ্রকে অবজ্ঞার নাম পহেলা বৈশাখ নয়, এটা দেশপ্রেম নয়, হতে পারে না।
যে উৎসবে সকল মানুষের অংশগ্রহণ নেই, তা কিছুতেই সার্বজনীন উৎসব হতে পারে না।
ইলিশ সবার কপালে জোটে না, বাহারি জামদানি সবার পরনে ওঠে না। ফলে কেমন করে ইলিশ ও লাল-সাদার উৎসব বাঙ্গালির সার্বজনীন উৎসব হয়? হতে পারে না। হতে পারে না, কিছুতেই না। এটা ভাওতাবাজি।
পুরোনো বছরের দুঃখ ও না পাওয়াকে ভুলে নতুনের পথে হাঁটা, সে তো সবার জন্য। তাই যদি না হয় তবে কেমন করে পহেলা বৈশাখ সারা বাঙ্গালির উৎসব হবে?
বাঙলা বছরের শুরুতে ক্ষুধার্ত,আর্ত ও বঞ্চিত মানুষকে সুন্দরভাবে বেঁচে থাকার রাস্তা দেখানোর নাম পহেলা বৈশাখ।
এখনও যারা দামি ইলিশের সাথে পান্তা খাওয়ার পরিকল্পনা করছেন, দয়া করে সরে আসুন, সেই টাকা দিয়ে দু একজন দুখী মানুষের কল্যাণ করুন।
২৯ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:১৩
ভানু ভাস্কর বলেছেন: তাই যেন হয়।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
নতুন প্রজন্ম মাঝের প্রজন্মার ভুল দেখতে পাছ্ছে, আশাকরি নতুনরা ইলিশ ফিলিশের পাগলামী বন্ধ করে দেবে।