![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতদিন মা-কে দেখিনা ! প্রায় ৬৩ দিন হলো। সেদিন মা ভীষণভাবে অসুস্থ হয়েছিলেন। পড়ে গিয়ে তার মাথায় দু'জায়গায় কেটে গেছে। একটা চুড়ি ভেঙ্গে হাত কেটে গেছে। গত ১১ বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়ে চলছেন। হঠাৎই মাথা ঘুরে পড়ে যান। জ্ঞান হারান। তখন সেখানে যা কিছু থাকে, তার উপর্ক্ই পড়ে যান। সারাক্ষণ তার সাথে কেউ না কেউ আঠার মত লেগেই থাকে। তারপরও এই দুর্ঘটনা এড়ানো যায়না। নিয়মিত বিরতিতে চলছেই।
মায়ের শরীরটা আজও বেশি ভালনা। শুক্রবার সকালে মা ফোন করলেন। বললেন, সেদিন তোমার সাথে যে বিষয়টি নিয়ে রাগ করেছিলাম, তোমাকে বকা-ঝকা করেছিলাম, তখন আমার মাথার ঠিক ছিলনা। এখন সব বুঝতে পারছি। .....এইটা নিয়া তুমি মনে কষ্ট নিয়োনা। আমাকে মাফ করে দিও। ........ আমি কী বলবো! কিছুটা হতবিহবল! মা, তুমি যদি আমার সঙ্গে এককোটি বারও এমনভাবে রাগ করো, হোক সেটা ঠিক কিংবা ভুল, উচিত কিংবা অনুচিত, সত্য কিংবা মিথ্যা, তোমার পায়ে পড়ি, এভাবে ক্ষমা চেয়ে আমাকে আরও ঋণী কোরোনা্। তোমার দোয়া, স্নেহ, ভালবাসা নিয়েই আমি বাঁচতে চাই। আর কিছুই চাওয়ার নাই। তুমি আমাকে, আমাদেরকে ক্ষমা করে দাও, সব ভুলের জন্য, সবটুকু অপরাগতার জন্য, সকল সীমাবদ্ধতার জন্য। .....................।
মায়ের সথে কথা বলার পরে মনটা বেজায় ভারী হয়ে রইল। এমন সময় সেঝো মামা ফোন করলেন। দুপুরে তার বাসায় নিমন্ত্রণ। বহুকাল যাইনা কাছে, দূরে, তেমন কোথাও। দুপুরে হাজির হতেই দেখি -টেবিলে সাজানো নানা ব্যঞ্জনার, হরেক স্বাদের খাবার।
বড় মামা, বড় মামানী, মেঝ মামা, মেঝো মামানী, সেঝো মামা, সেঝো মামানী, বড় খালা, নাজু খালা, নাজু খালু ছোট খালা, ছোট খালু - আর এক দল কাজিন - সাদ, ফাহিম, জয়ী, সুহা, মীম, রিদি, অর্থি, সারা, অহনা, মাহিন........... ছোট ছোট ভাই-বোনগুলো দেখতে না দেখতে কত্তো বড় হয়ে গেছে। যাকে কোলে দেকলেখেছিলাম, সে স্কুলে যায়, যে স্কুলে যেত এখন কলেজে-বিশ্ববিদ্যালয়ে। মামানী-খালামনিদের কাছে গেলে মায়ের স্পর্শ পাই। আপনজনের সঙ্গে ভীষণ ভালা লাগা একটা সন্ধ্যা কাটলো।
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
বোকামানুষ বলেছেন: আল্লাহ তাকে সুস্থ করে দিন আমিন
কিছুটা হলেও কষ্টটা বুজতে পারছি আমার আম্মুর কিছুদিন হলো শরীরটা ভাল যাচ্ছে না যখন দূরে থাকি এত চিন্তায় থাকি বলে বোঝানো যাবে না
৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০
মাহিরাহি বলেছেন: আল্লাহ আপনার মাকে ভাল রাখুন।
৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
পান্থ নজরুল বলেছেন: বোকামানুষ বলেছেন: আল্লাহ তাকে সুস্থ করে দিন আমিন
.....................................................................আমিন
View this link
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
বোকামন বলেছেন: তোমার দোয়া, স্নেহ, ভালবাসা নিয়েই আমি বাঁচতে চাই। আর কিছুই চাওয়ার নাই। ..........
মা ..........