নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারা বলে সম্ভব না, আমি বলি সম্ভাবনা

অাল অামীন

ভেজা মেঘ হয়ে শুধু নীল আকাশে ভেসে বেড়াতে ইচ্ছে করে.........

অাল অামীন › বিস্তারিত পোস্টঃ

মাদিবার জন্য রাষ্ট্রীয় শোক ও আমাদের নেতৃত্বের দৈন্যতা !

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৬

কিংবদন্তী মানবতাবাদী নেতা নেলসন ম্যান্ডেলার মহাপ্রায়ানে বিশ্ব শোকাতুর। নিপীড়িত মানুষের কন্ঠস্বর মাদিবার বিদায়লগ্নকে স্মরনীয় রাখতে বাংলাদেশেও ঘোষণা করা হয়েছে তিনদিনের রাষ্ট্রীয় শোক। শুধুমাত্র আচার-অনুষ্ঠান, অন্যসকল দেশ করছে, আমরা না পালন করলে মানুষ কী বলবে টাইপ প্রবণতা থেকেই এধরণের রাষ্ট্রীয় শোকগুলো পালিত হয়। পূর্বের অভিজ্ঞতার ধারাবাহিকতা অব্যাহত থাকলে মহান ম্যান্ডেলার বেলাতেও তার ব্যাত্যয় হবে বলে মনে হয়না।

আগা্মী দিনের কোন কোন সংবাদপত্রে হয়ত ক্রোড়পত্র আসতে পারে। পত্রিকা জুড়ে নানা উপমা, আর স্মৃতিচারণে শত শত ফিচার, প্রতিবেদন, ছবির অ্যালবাম, বহুকিছুই আসবে। আজকে যেটা বিরাজ করছে অনলাইন সংবাদপত্রগুলোতে। টেলিভিশনের সংবাদ উপস্থাপক/উপস্থাপিকাগণ সদাহাস্যমুখে অন্যান্য সুসংবাদ/দু:সংবাদের মত করে মাদিবার মৃত্যুর সংবাদও পাঠ করছেন। মধ্যরাতে জাতির বিবেকগণ মাদিবাকে নিয়ে টক-ঝাল বাত-চিতে সরগরম করে তুলবেন ড্রয়িং রুম। আর প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাদ্বয় জাতির উদ্দেশ্যে গণমাধ্যমে পাঠানো মহামূল্যবান (!) বানীতে বয়ান করবেন - এই মহান নেতার জীবন থেকে আমারদেরকে শিক্ষা নিতে হবে। তার পরের দিন্ই ক্ষমতায় টিকে থাকার জন্য আর কিছু কূট-কৌশল আটবেন একজন আর অন্যজন ক্ষতায় যাবার জন্য আরও কিছু বেশি ককটেল ফোটাবেন, কিছু প্রেটোল বোমা ছুড়বেন, ট্রেনের ফিসপ্লেট তুলবেন, রাস্তা খুড়বেন। এই হল মাদিবার কাছ থেকে আমাদের শিক্ষা !!!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.