| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন ধরে কাজের জন্য ঢাকার বাইরে ছিলাম বলে ইচ্ছা থাকা সত্ত্বেও নেট এর ধারেকাছে ঘেষতে পারিনি। কত কি মজাই না মিস করেছি। যাই হোক, গত পরশু ঢাকায় ফিরেই ঘরে ঢুকতে না ঢুকতেই দেখি সবাই ড্রয়িং রুমে টিভি সেটের সামনে বসে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। বিস্ময়ের চোখে কি হল খুঁজতে গেলেই ছোটো বোনটি হাত ধরে টান দিয়ে তার পাশে বসিয়ে বলল ভাইয়া দেখ দেখ এই বেটা টা না শেষ পর্যন্ত মার খেয়েছে। কোন বেটা ? প্রশ্ন করতে না করতেই যেন সবাই আমার দিকে এমন ভাবে তাকাল যেন মনে হল আমি মহাভারত অসুদ্ধ করে ফেললাম এই লোকটাকে প্রথম দৃষ্টিতে না চিনতে পেরে। কিন্তু বেশিক্ষণ লাগেনি, মাত্র ১০ সেকেন্ড কিংবা তার কম সময়েই আমিও বলে উঠলাম, আরে এই বেটা?? হাহাহা বলেছিলাম না এই বেটা মার খাবে? সেই যে ঢাকার বাহিরে যাওয়ার কয়েকদিন আগে ফুয়াদ এর REXposed এপিসোডে টা দেখেছিলাম তখনি মনে হচ্ছিল বেটারে ধরে যদি ফুয়াদ আছাড় না মারে!! এরপর র দেখার ও সুযোগ পেলাম না। তবে যখন শুনলাম ছোটবোন সব গুলা এপিসোড ডাউনলোড করে রেখেছে তখনি ইচ্ছা হলো এখনি দেখে ফেলি। তবে তা র হলো না। ফ্রেশ হয়ে খাওয়াদাওয়া করে ঠিকমতো একটা লম্বা ঘুম দিয়ে না উঠলে নাকি আমাকে ওগুলা দেখতে দেয়া হবে না। তো যাই হোক, পরের দিন সকালে ঘুম থেকে উঠেই বোনের থেকে পেনড্রাইভে করে নিয়ে আসলাম ৬ তা এপিসোড। ফুয়াদ এর টাও আরেকবার দেখে নিলাম প্রথমেই। এবার একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করলাম। একবার মনে হল পুরাটাই সাজানো তবে শেষের দিকে ফুয়াদ এর রিয়েকশন দেখে ভাবলাম সত্যি মনে হয় বেচারাকে ফান্দে ফেলা হয়েছিল। তারপর একে একে আরজে অপু, সাকিব, সাফিন আহমেদ, হিল্লোল নওসিন আর মাহযাবিন এর গুলা দেখে হাসতে হাসতে আমি খুন। কিন্তু একটা খটকা থেকেই গেলো এতোগুলা এপিসোড দেখে। আসলেই কি এরা জানত না? নাকি স্যামসাঙ আগে থেকেই এদের জানিয়ে সব কিছু গুছিয়ে রেখেছিলো?
আমার প্রশ্ন গুলার পেছনে আমি যেসকল কারণ খুঁজে পাই টা হলোঃ
১। এই রিদওয়ান লোক টা এতো বড় বড় সেলিব্রিটিদের নিয়ে মজা নিলো আর তাকে বুঝি পরের এপিসোড এর কেউ চিনল না কখনই?
২। আরজে অপুর এপিসোড এর এক জায়গায় ভালো করে খেয়াল করলে দেখা যাবে এই পিটবুল ডগ সাহেব পাঞ্জাবির সাথে কেডস পড়ে আছেন। ভাই এটা দেখেই তো বুঝা যায় পুরাটা সাজানো, বেটা শুধু শুটিং এর আগে পাঞ্জাবীটা গায়ে লাগাইসে।
৩। সাকিব ফুয়াদ এর খুব ক্লোজ একটা মানুষ। তো ফুয়াদ রে REXposed করা হইসে এটা বুঝি সে জানেনা? আর রিদওয়ান রে চিনে নাই?
৪। নাওশীন এর আক্টিং দেখে যে কেউ এ বলবে এটা ফেইক!!!
৫। আড় বেচারি মাহযাবিন, অভিনয় টাও করতে পারে না। হুদাই হাসে! তবে থাপ্পড় তা যা দিলনা!!
আমার প্রশ্ন গুলা কেন করলাম তা যদি খতিয়ে দেখতে হয় তাহলে এই লিঙ্কে গিয়ে সবগুলা ভিডিও নিজেই দেখেন ভাল করেঃ Click This Link
তো এতকিছুর পড় এতো হাসি হাসার পড়েও কেন জেন মনে হলো সাজানো যদি না হতো তাহলেই মনে হয় আরও ভাল হতো। কি মনে করেন আপনারা? কিন্তু যত যাই বলেন না কেন, সাজানো হোক র নাই হোক বাংলাদেশে এরকম একটা অনুষ্ঠান এর সূচনা ঘটিয়ে গেসে এই REXposed। এজন্য তাদেরকে ধন্যবাদ। সাথে স্যামসাঙ ও তাদের মার্কেটিং করে নিলো ভালমতো
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ দুপুর ২:১০
একাকী বাংলাদেশি বলেছেন: হইতে পারে ফেইক কিন্তু যতক্ষন পর্য্ত অ্যাকটিং ঠিকভাবে করে যাচ্ছে ততক্ষন না হয় উপভোগই করলাম। তবে আমার কাছে বেস্ট মনে হয়েছে ফুয়াদ আর শাফিন এর টা