![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
মেয়েদেরকে কে না চিনেন?? কম-বেশী সবারই মেয়েদের পাল্লায় পড়ে সর্বস্ব হারানোর অভিজ্ঞতা আছে। তাহারা এমন এক চিজ বুকের উপর বসে, খেয়ে, শুয়ে পড়ে মুচকি হাসি দিয়ে চুলের খোপা দুলিয়ে আর একজনের কোলে বসে। তেমনি মেয়েদের সম্পর্কে পৃথিবীর ৫ টি বিস্ময় - এটি হতে পারে আশ্চর্য বা অলৌকিক ব্যাপার..
১) পাশা-পাশি দুটি মেয়ের চুপচাপ বসে থাকা..
২) টাঁকা-পয়সার ব্যাপারে বউয়ের কোন জিজ্ঞাসাবাদ না থাকা..
৩) ডেটিং মারার যাবতীয় খরচ গার্লফ্রেন্ডের ভ্যানিটি ব্যাগ হতে দেয়া..
৪) মেকআপ ছাড়া মেয়েদের বাসা থেকে বের হওয়া..
৫) মেয়েদের জীবনে শুধু একটি মাত্র ছেলেকে I Love You বলা..
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১১
ভিটামিন সি বলেছেন: হুম আজাইরা প্যাচাল। নেই কাজ তো খই ভাজ আরকি।
২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
নেংটি ইদুর বলেছেন: লেখক বলেছেনঃ মেয়েদেরকে কে না চিনেন??
আচ্ছা মেয়েরা দেখতে কেমন?
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
ভিটামিন সি বলেছেন: তালগাছ দেখেছেন? একদম তালগাছের মতো।
৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬
নেংটি ইদুর বলেছেন: লেখক বলেছেনঃ মেয়েদেরকে কে না চিনেন??
আচ্ছা মেয়েরা দেখতে কেমন?
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
ভিটামিন সি বলেছেন: তালগাছের মতো মাথায় তালগাছের পাতার মতো চুল, তার নিচে তালের মতো আর কমু না সামু ব্যান করব।
৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯
বিডি আমিনুর বলেছেন: কত বছরের বাস্তব অভিজ্ঞতা ?
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
ভিটামিন সি বলেছেন: কালেকটেড ফ্রম ফেবু।
৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
শিক কাবাব বলেছেন: রতনে রতন চিনে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
ভিটামিন সি বলেছেন: চকচক করলেই সোনা হয় না।
৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
নিশ্চুপ শরিফ বলেছেন: দূরে থাকলাম।
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৫
ভিটামিন সি বলেছেন: দুরে থাকা ভাল। কাছে আসলেই বিপদ।
৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
অন্য আলোক বলেছেন: ভাই মেলা খুশি হইলাম তবে মাএ পাচখানা কেন। হেগো ব্যাপারে কইতে গেলে তো কম্পিউটারের কী-বোড ভাইঙ্গা জাইবো মাগার কথা হেস অইবো না। পুরাই ক্যাচালবাজ ওরা। ধন্যবাদ ভাই আমনেরে।
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
ভিটামিন সি বলেছেন: আন্নেরেও একখান ধইন্না দিলাম। আইজ বেশি কইলাম না। কারণ দুনিয়া জুইড়া হেরাই। প্রধান থেকে বিরোধী, তথ্যপ্রযুক্তি থেকে পর-রাষ্ট্র, আবার সংসদ উপনেতা ও। আরও একজন তো বাংলাদেশের ২ নম্বর জনপ্রিয় পত্রিকার সম্পাদিকা। আবার টিভিতে রিপোর্ট করে, সংবাদ পড়েও হেরা। তাই ডরাইছি।
৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫
ফার্ুক পারভেজ বলেছেন: পুরান প্যাছাল
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮
ভিটামিন সি বলেছেন: আন্নে তো মনে হয় ব্লগে নতুন, তাই না?
৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১
মাসুম মিয়া বলেছেন: রতনে রতন চিনে আর লুল চিনে মাইয়্যা
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
ভিটামিন সি বলেছেন: কানায় চশমা চিনে আর চিনে কাউয়া।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
পরিবেশ বন্ধু বলেছেন: প্যাছাল