![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
গত ১৮ তারিখে একটা নতুন ল্যাপি কিনলাম। সেই পোষ্ট তো অনেকেই পড়েছেন। ল্যাপিটার জানালা ৮, ৬৪টা স্ক্র, নাট বল্টু দিয়া লাগানো, প্রসেসর আই-ফাইভ, ১২জিবি রেম/র্যাম, ২জিবি এনভিডিয়া গ্রাফিক্স।
যা চলে না পুরা উরা-ধুরা পারফর্মেন্স। প্রথম দুই দিন একটু সমস্যা হইছে উইন্ডোজ ৮ নিয়া; তারপর নেট ঘাইট্টা, গুগল মামুর কল্যানে এখন কিছুটা চালানো শিখছি। তাই গত কয়েকদিন ব্লগে ছিলাম না। এখন কথা হলো আমাকে বিক্রেতা যে উইন্ডোজ দিছে এইটা তো একটিভ করা না। ল্যাপি চালু করার সময় কয় একঠিভ করে নিতে। করি নাই, তারপর চালাইতেছি ঝামেলাহীন। কিন্তু উইন্ডোজ তো একটিভ করা দরকার। ওখানে ২টা অপশন আছে। একটা নেট কানেকশন দিয়ে সিরিয়াল কী দিয়ে, অন্যটা মাইক্রোসফট অফিসে ফোন দিয়ে। ল্যাপির পিছনে উল্টায়া দেখি জানালার স্টিকার নাই। ওমা এখন সিরিয়াল পাই কই? দিলাম মাইক্রোসফটে ফোন; এক মহিলা কি কি যেন বইলা ১, ২ চাপতে বলে। আমিও চাপলাম, চাপতে দোষ কি? তারপর যে কি কয় আর বুঝি না!! মহিলা তো আর বাংলা পড়ে নাই যে বাংলায় বলবো। তারপর একটু অপেক্ষা কইরা কয় থেংকু ফর কলিং মাইক্রোসফট। লাইন যায় কাইটা।
তো কি আর করা, ভাবলাম দেখি তো সিরিয়াল কী লাগানোর ফিচারটা কি আগের মতোই নাকি পাল্টাইছে। মারলাম ক্লিক। একটু প্রগ্রেস দেখাইয়া কী চাইল। আমার তো আর কী নাই। দিতে পারলাম না। তারপর কয়। এরর ৯০..... ট্রাই টু আদার ওয়ে টু একটিভ উইন্ডোজ। এখন গুগল মামুরে দিয়া কিছু সিরিয়াল কী, ইউটিউব থেকে ভিডিও দেখে কিছু নোট করে গেলাম একটিভ করতে। আর আগের মতো হয় না। ইউটিউবে একটা টুলস পেলাম যেটা কম্পিউটারে এক্সট্রাক্ট করে এডমিন হিসেবে রানিং করলেই কম্পিউটার রিবুট হয়ে হালাল হয়ে যাবে। সেই মতে কাম করতে গিয়া ধরা খাইছি। একবার একটা ড্রাইভ চাইল রিকভার করার জন্য। লাগাইলাম থাম্ব ড্রাইভ। তারপর শুধুমাত্র সবুজ স্ক্রিন। এডমিনে আর চালু হয় না ল্যাপি। কিন্তু ইউজার দিয়া পুরাই চলতাছে কোন ঝামেলাহীন।
কেউ উপায় বাতলাইয়া দেন কিভাবে ফ্যাক্টরী সেটিংস এ যেতে হয় বা উইন্ডোজ ৮ একটিভ করা যায়।
২| ২৪ শে মার্চ, ২০১৩ সকাল ৮:২৯
ভিটামিন সি বলেছেন: মিয়াভাই, কি দিলেন এইডা!!! নামাইয়া আনজিপ কইরা রান করলাম, আমার বউ থুক্কু ল্যাপি তো আর কথা কয় না। সবুজ স্ক্রিণ মাইরা বইয় পড়ছে। এই ফাকে আমি বড় টয়লেট সাইরা আইলাম। কই কিছুই তো হয় না। রিস্টার্ট ও হইল না। ভাইরাস নি কোনু? কথা কন মিয়াভাই।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩২
মহা ব্লগার বলেছেন: এটা সেটাপ দিন