![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
অনেক দিন থেকে ব্লগে আসি না। আজকে একটু ফ্রি আছি, তাই আপনাদের বিনোদিত করার জন্য এই অপচেষ্টা। ঘটনাটা আমার না, একটট পত্রিকা থেকে কোট করেছি। সুপ্রিয় পাঠককুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
তখন ২০০৬ সাল। অনার্সে পড়ি। হালকার উপর ঝাপসা বৃষ্টির মতো সারা'র সাথে তখন আমার ফাটা-ফাটি প্রেম-প্রণয়কাল। গজনীতে পিকনিক সেরে খুব অনিচ্ছা সত্বেও যখন বাস থেকে নামছিলাম তখন সারা আমার হাতে একটা স্লিপ ধরিয়ে দিল। সারাদিনের ক্লান্তিতে তখন আর খুলে পড়ি নাই। বাসায় গিয়ে রাতে শুয়ে পড়া শুরু করলাম।
১. চোখ টিপ মেরেছিস - সাতাশ বার।
২. ইশারায় কাছে ডেকেছিস - আটবার।
৩. স্ন্যাপ (ফটুক) নিয়েছিস - ষোলবার।
৪. হাত ধরে বসেছিলি - বত্রিশ মিনিট একত্রিশ সেকেন্ড।
৫. চুরি করে ঠোঁটে চুমু খেয়েছিস - তেরোবার।
৬. প্রতিটি চুমুর সময়কাল - দুই সেকেন্ড।
৭. লিজাকে দিয়ে কাছে ডেকেছিস - পাঁচ বার।
৮. বাসের ভিতরে ইচ্ছা করে উপরে পড়েছিস - তিনবার।
৯. পার্স থেকে নিয়েছিস - একশত পঞ্চাশ টাকা মাত্র।
১০. পেটে কাতু-কুতু দিয়েছিস - ছয়বার।
১১. ব্রা-র ফিতায় টান মেরেছিস - চারবার।
১২. চিমটি কেটেছিস - দুইবার।
১৩. গান শুনিয়েছিস - তিনটি।
১৪. বাদাম খেয়েছিস - আঠারো টাকার।
১৫. চুল ধরে টান দিয়েছিস - তিন বার (জোরে)।
১৬. চুইংগাম চিবাইছিস - পুরো দুই প্যাকেট।
১৭. ওই জায়গায় হাত রেখেছিস - নয়বার।
১৮. গালে টোকা মেরেছিস - একবার আস্তে করে।
১৯. এবং আমার শাড়ির আচলে তোর পটল মুখ-খানি মুছিয়ে দিয়েছি - তিনবার।
....... এই উল্লেখিত সবকিছুর বিনিময়ে আমি শুধু তোর ভালোবাসা চাই।
(একজন প্রেমিকের প্রেমিকার চাওয়া)
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
ভিটামিন সি বলেছেন: ইয়াক ইয়াক ইয়াক। বিনুদুন দিলাম।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৪
লওল০০৭ বলেছেন: 17 er ''OI JAYGA'' mane ki jante monchay... :/
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৬
ভিটামিন সি বলেছেন: বিয়া কর্ছেন? না করলে জানতে পারবেন না। আগে করেন পরে কইয়া দিমু।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯
অপরাজেয় বিদ্রোহি বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫
ভিটামিন সি বলেছেন: হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই?
এই দেখোনা চশমাবাবুর হাসি দেখা যায়।
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
ক্ষুদ্র খাদেম বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
ভিটামিন সি বলেছেন: কান্নায় লাভ নেই, কান্নায় হবে না কোনদিন পদ্মা, মেঘনা....
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৭
মরু বালক বলেছেন:
হা হা
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
ভিটামিন সি বলেছেন: হি হি হি।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩২
মাতবার বলেছেন: লুলরে লুল
ওই মিয়া ১৮+ ট্যাগ দেন নাই ক্যান?
ওই জায়গায় হাত রেখেছিস - নয়বার।
এইখানে কবি
ওই জায়গা
বলতে কি বুঝাইবার চাইছেন!!!?!!!
:!> :#> খুব জানতে ইচ্ছে করে :!> :#>
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৯
ভিটামিন সি বলেছেন: লুলামির দেখছেন কি? এখনো তো আসলটা দেই নাই।
অক্খে দিলাম গো মেবাই। (১৬+২)++অবশ্যই।
ওই জায়গা বলতে কবি বুঝাইবার চাচ্চেন, যে এক গ্লাস দুধ খাবো।
৭| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৪৬
বাধা মানিনা বলেছেন: ঐ জায়গার পরিমান, ওজন, উচ্চতা, গভিরতা, ঘনত্....সব ঠিক আছে তো!!!
:> :!>
২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২১
ভিটামিন সি বলেছেন: কিতা ক্ইবার চান ইনচান দেহি? বেয়াদ্দপি হরলে ফাডায়ালামু কইলাম।
৮| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৬
সরকার আলী বলেছেন: বেআইনি কার্যকলাপ but Practice makes a man perfect-
২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২
ভিটামিন সি বলেছেন: হে হে হে। আমার বউ কয় ছুডুকালে হের দাদায় হেরে এইভাবে গরম দুধ খাওয়াইতো। এই লেগ্গাই হে এত সুন্দ.... আর কমু না। কইলে বুইজ্জা বেয়াকতে ফালাইবো।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৬
সুলাইমান হাসান বলেছেন: বিনোদিত হইলাম। :#> :#> :!>