![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
আপনার ডেস্কটপের সিডি/ডিভিডি/কম্বো ড্রাইভ কি বুইড়া হইয়া গেছে? বাটন প্রেস করলে টিপটিপ কইরা হলুদাভ সবুজ লিড জ্বলতে থাকে। কিন্তু ড্রাইভ আর খোলে না। অথবা এমনও হতে পারে আপনার সিপিউ রেখেছেন আপনার হাতের নাগালের একটু দুরে। উপুড় হয়ে একবার বাটন প্রেস করে তাপর আবার ডিভিডি নিয়ে জায়গামতো রেখে আবার বাটন প্রেস করতে হয়, খুবই ঝামেলা মনে হয় আপনার কাছে? আপনার ল্যাপিতে ডান সাইডে বা বাম সাইডে ডিভিডি প্লেয়ার লাগানো আছে। টিপতে গিয়ে বাটন খুজতে হয়----সমস্যা।।।।
আপনাদের জন্য দাওয়াই নিয়ে এসেছি। শুধুমাত্র ক্লিক/কিলিক (যে যেমনে পড়েন) তারপরউ দড়াম কইরা আপনার খুইল্ল্যা যাইব; না ভাই গার্লফ্রেন্ডের কিছু খুলব না; সিডি/ডিভিডি/ব্লুরে ডিস্ক ড্রাইভ খুলব। আর একটা ক্লিক করতেই আবার লাইগ্যা যাইব। দেখেন নিচের নোটপ্যাড কোড দুটো। আপনাদের কোন কষ্ট করার দরকার নাই। সব আমি কইরা রাখছি। খালি গিলবেন।
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set Mymensingh = oWMP.cdromCollection
'Ahsan/Habib=programmer
if Mymensingh.Count >= 1 then
For i = 0 to Mymensingh.Count - 1
Mymensingh.Item(i).Eject
Next' Khaitta Kha
End If
এই কোডটুকু কপি করে open.vbs নামে সেভ করে। তারপর
Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set Mymensingh = oWMP.cdromCollection
'Ahsan/Habib=programmer
if Mymensingh.Count >= 1 then
For i = 0 to Mymensingh.Count - 1
Mymensingh.Item(i).Eject
Next ' Valuka
For i = 0 to Mymensingh.Count - 1
Mymensingh.Item(i).Eject
Next ' Valuka
End If
এবার এই কোডটুকু close.vbs নামে সেভ করেন। প্রথমটা কাজ করবে আপনার ড্রাইভ খোলার জন্য। আর ২য় টা বন্ধ করার জন্য। কোন প্রকার উইন্ডোজ ফুইন্ডোজ ৩২/৬৪ বিটের ঝামেলা নাই। কি মজা না??
একটা ছবি দেখবেন? দাড়ান দেখাচ্ছি।
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫
ভিটামিন সি বলেছেন: ছবিডা আছিলো বাটন প্রেসের। বাম পাশে প্রেস করুন ট্রে খুলে যাবে, ডান পাশে প্রেস করুন বন্ধ হবে। আমি কিন্তু ছবিটা শেষে দিছিলাম। কেমতে যেন পইলা গেছে গা। মনে হয় আইজকা পয়লা বৈশাখ দেইখ্যা সব কিছুই পয়লা যায়। বিতর্কিত হবে বইলা ডিলিট মারছি।
২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
আমিনুর রহমান বলেছেন:
ছবিটা সরিয়ে দেয়াই ভালো
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
ভিটামিন সি বলেছেন: সরাই হালাইছি। মান-সম্মান লিক অইবার যো অইচিলো।
৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬
সাদা কলো বলেছেন: ঐ মিয়া ছবিটা সরাইলেন কেন?
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭
ভিটামিন সি বলেছেন: আর একটা দিছি তো। দেখেন। ভালো ছবি। ওইটা যদি লাগে তাইলে মেইল করেন, দিয়া দিমু।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
অনির্মীলিত বলেছেন: ধুর মিয়া,কি কোড দিসেন,একটুও কাজ করে না।আগের মতই শুধু হলুদ বাত্তি জ্বলতে থাকে।
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩
ভিটামিন সি বলেছেন: কি যে কন না। নোটপ্যাড খুইল্যা প্রথম কোডটা কপি পেষ্ট মাইরা, তারপর ওপেন.ভিবিএস লিখে সেভ করেন। তারপর আবার ২য়টা একইভাবে নতুন একটা পেজে কপি পেষ্ট কইরা ক্লোজ.ভিবিএস লিখে সেভ করেন। এইবার প্রথম আইকনে ক্লিক করেন। ড্রাইভ খুলবে, ২য় টাতে ক্লিকাইলে বন্ধ হবে। যদি না হয় আপনার হার্ডওয়্যারে সমস্যা আছে। পাওয়ার কানেকশন চেক করুন। আমি তো এখন খালি খুলি আর লাগাই, খুলি আর লাগাই, খুলি আর লাগাই ...... চলতাছে।
৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
....... বলেছেন: হার্ডওয়্যার সমস্যা কি আর এই কোড এ কাজ করে? ভুয়া পুস্ট
১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৭
ভিটামিন সি বলেছেন: আমি তো খালি খুলি আর লাগাই, খুলি আর লাগাই, খুলি আর লাগাই। মরা বেটারে ভায়াগ্রা খাওয়াইলেই কি আর ইয়াবা খাওয়াইলেই কি!! আর খাড়া হইব না। তার চেয়ে ৪০+ কে ভায়াগ্রা খাওয়াইয়া দেখেন, কি কাম করে।
৬| ১৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
টেকনিসিয়ান বলেছেন: ভাইজান আমার কাজ হইতেছে আমি খুউউউউউউউউউউউউব খুশি।
১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৪৬
ভিটামিন সি বলেছেন: তাইলে এক টেরাক ধইন্না পাতা দেন।
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
সোহানী বলেছেন: তাই নাকি.....
২২ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫
ভিটামিন সি বলেছেন: আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন্ আমার বাসা আপনি যেদিকে যাচ্ছেন ওইদিকে না, একটু ডানে ঘোরে হাটা দিন সেই দিকে।
৮| ১৬ ই মে, ২০১৩ সকাল ১১:১৪
ভালো পোলা বলেছেন: ধন্যবাদ । কাজে এসেছে ।
২০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৮
ভিটামিন সি বলেছেন: আম্মেরেও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩
মুক্তকণ্ঠ বলেছেন: ছবিডা কি ডিভিডি ড্রাইভের?
