![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
ভবন ধ্বসে নিহতদের আত্মার প্রতি মাগফেরাত কামনা করে, আহতদের প্রতি সহানুভুতি ও সহমর্মিতা জ্ঞাপন করে এই পোষ্ট লিখছি। যারা জীবন বাজি রেখে আহত ভাই-বোনদেরকে উদ্ধার করেছে, তাদের জানাই স্ব-শ্রদ্ধ ছালাম।
আমরা মিডিয়া মারফত জেনেছি ঘাতক রানা র্যাব বাহিনী কর্তৃক ধৃত হয়েছেন। তার বাবা, স্ত্রীও বর্তমানে পুলিশ হেফাজতে। তার বিচার কাজের জন্য মামলা আদালতে উঠেছে। পুলিশ বাদী হয়ে মামলা করেছে সবচেয়ে দূর্বল ধারায়। যে মামলার শাস্তি আদৌ হবে কিনা সন্দেহ আছে (অতীতের রেকর্ড দেখে সন্দিহান আমি)। তারপরও যদি সরকারের সদিচ্ছায় শাস্তি হয় তবে সর্বোচ্চ শাস্তি হয় যাবত+জীবন কারাদন্ড। আমার মনে প্রশ্ন জাগে, এই ৩৮৫ জন ঘোষিত (সংখ্যাটা আরো বাড়বে) প্রাণ (সাধারন জীব নয়, মানুষ সৃষ্টির সেরা জীব) হত্যার পরিবেশ সৃষ্টিকারীর শাস্তি যদি যাবজ্জীবন কারাদন্ড হয় তাহলে একটা হত্যার শাস্তি কি হবে??
ঐকিক নিয়মে শাস্তির পরিমান মনে হয় দাড়াবে ৩/৪ ঘন্টা বা আরো কম। তাহলে আমরা সবাই আসুন যার যাকে অপছন্দ তাকেই হত্যা করে ফেলি। শাস্তি তো ৩/৪ ঘন্টা হাজত বাস। অসুবিধা কি? কষ্ট থেকে কথাটা লিখলাম।
আরে ভাই, আমাদের র্যাব ক্রসফায়ারের নামে সাধারণ ডাকাত, ছিনতাইকারী, অস্ত্রবাজদের স্পটেই মেরে ফেলে। তাহলে একে কেন ধরে নিয়ে আসলো? এর বিরুদ্ধে কি ক্রসফায়ার খেলাটা খেলা যেতো না??
বিচার শুরু হয়েছে আদালতে। আইনজীবী গতকাল বলেই ফেলেছেন "আদালত থেকে দোষী সাব্যেস্ত হওয়ার আগে নাকি তাকে দোষী বলা যাবে না।" আমি বলি ওই আইনজীবি কি গত কয়েকেদিন চোখে, কানে সীসা গলিয়ে লাগিয়ে হানিমুনে গিয়েছিলো যে এতোকিছুর পর হত্যাকারীকে হত্যাকারী বলা যাবে না??? এই আইনজীবেকে সকলের বয়কট করা উচিত।
কি যেন বলছিলাম, ও হ্যাঁ শাস্তির কথা। শাস্তি দিতে হলে আগে ধরতে হয় কারা আসামী তাদের। এই রানাকে নিজের ছত্রছায়ায় বড় করে সন্ত্রাসী বানিয়ে তুলেছেন যিনি তিনিও সমান অপরাধী। আর ঘটনার পরেও তিনি রানাকে লুকিয়ে রেখে দেশের সাথে, মানুষের সাথে, সংবিধানের সাথে প্রতারণা করেছেন। শাস্তি তারও হওয়া উচিত। শাস্তি হওয়া উচিত গার্মেন্টস মালিকদের কেন তারা প্রায় ভেঙ্গে পড়া ভবনে নিরীহ লোকগুলিকে কাজে লাগিয়েছে। শাস্তি হ্ওয়া উচিত সাভার উপজেলা টিএনও এর। শাস্তি হওয়া উচিত ভবন নির্মানের ইঞ্জিনিয়ারের। শাস্তি হওয়া উচিত ভবন তৈরীর মাল-প্রস্তুকারীদের (যদি তাদের প্রোডাক্ট মানসম্পন্ন না হয়)। শাস্তি হওয়া উচিত বিজিএমই এর কর্মকর্তাদের; তারা শুধু গার্মেন্টস মালিকের কাছ থেকে তাদের বাতসরিক পাওনাটা/চাঁদাটা বুঝে নেয় কিন্তু কর্মপরিবেশ যাচাই করে না। শাস্তি হওয়া উচিত আমাদের মানব সম্পদ মন্ত্রনালয়ের কর্মকর্তাদের কেন তারা এতো লাভজনক প্রতিষ্ঠানের খবরদারী করে না।
যাক আমি অনেককে দোষী করে ফেললাম। এই রকম রানা দেশের প্রতিটি এলাকায়, উপজেলা, জেলায় হাজার হাজার রয়েছে। গিজগিজ করছে। প্রত্যেক রানারুপী সুবিধাভোগীদের খুজে শাস্তি দেয়া উচিত। রানার বাবাকে ছেড়ে দেয়া উচিত আমার মতে। রানা এই কাজ করেছে তার নিজের বুদ্ধিতে। এখানে সামান্য একজন তেল বিক্রি করা কলুর কোন ভুমিকা ছিল না বলে আমি মনে করি। রানার মতো রাজনৈতিক লেঞ্জারা কোনদিনই বাবা-মায়ের কথামতো চলে না।
রানাকে কি শাস্তি দেয়া উচিত? আমার মতে রানাকে প্রকাশ্যে রাজপথে শুইয়ে চার হাত-পা চারদিকে বেধে তার হাত এবং পায়ের উপর দিয়ে ক্রেন লড়ি চালিয়ে দেয়া উচিত কিন্তু যেন না মরে। এই কুলাঙ্গারকে নিয়ে আদালতে টানা হেচড়া করে আদালতের মুল্যবান নষ্ট করা উচিত নয়। রানার যা সম্পত্তি আছে + গার্মেন্টস মালিকদের যা আছে তা বাজেয়াপ্ত করে তা থেকে ১০% তাদের ফ্যামিলির কর্তাব্যাক্তিকে দিয়ে বাকি সব আহত, নিহতদের নিকটজনকে বন্টন করে দেয়া উচিত যাতে তারা কিছুটা পায়। আপনাদের মতামতটা জানান।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। ভালোই বলেছেন। এটাই বাস্তবতা।
২| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: আমি চাই ক্রশফায়ার..............
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫
ভিটামিন সি বলেছেন: আমার প্রথম পছন্দ রানাকে ক্রসফায়ার দেয়া।
৩| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৬
বিডি আমিনুর বলেছেন: যেহেতু নির্বাচন নিকটবর্তী তাই সর্বোচ্চ শাস্তি যাবতজীবন কারাদন্ড হতে পারে, আর এই ঘটনা যদি ২/১ বছর আগে ঘটতো তা হলে কিছুই হত না , বে কসুর খালাস পেত।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬
ভিটামিন সি বলেছেন: ভাইজান যাবতজীবন দেয়ার পরও কিন্তু খালাসের মওকা আছে। দিলদরিয়া রাষ্ট্রপতি ........ থাক আর নাই বা বলি।
৪| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১
নিজাম বলেছেন: ভাই আপনার এতবড় লেখা পড়ার সময় নাই। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। এ ধরণের কেসে এর আগে কারও শাস্তি হয়নি, এবারও হবার সম্ভাবনা ক্ষীণ। তার প্রাথমিক নমুনা হলো রানার বিরুদ্ধে করা দুইটি কেস। এই দুইটি কেসের সর্বোচ্চ শাস্তি হলো সাত বছরের জেল! হায় অভাগা দেশ!! চার শত মানুষের লাশ আর আড়াই হাজার আহত-পঙ্গু মানুষের আত্মার কাছে জাতি কী জবাব দেবে?
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৭
ভিটামিন সি বলেছেন: আপনার মন্তব্যর জন্য আপনাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। কারণ বড় লেখা না পড়লেও মন্তব্যটা ভালোই করেছেন। প্রত্যেক আহত-নিহতদের পরিবারের পক্ষে রাষ্ট্র বাদী হয়ে মামলা করা উচিত।
৫| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
জহির উদদীন বলেছেন: বর্তমান আইনের বিচারে রানা'র সর্বচ্চোশাস্তি হবে "যাবজ্জিবন"
শাহবাগীরা কাদের মোল্লার ফাসির জন্য সরকারকে চাপ প্রয়োগ করে বা সরকার চাপে পড়ে আইন সংশোধন করেছিল এবার রানার বিষয়ে আইন সংশোধন হয় কিনা দেখার বিষয় বা শাহবাগীরা ও নারীবাদীরা রানার ফাসি চেয়ে আন্দোলন করে কিনা.....
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫
ভিটামিন সি বলেছেন: এই কথা কইলে ওরা আপনাকে বলবে আপনি বাংলা পরীক্ষা দিতে এসেছেন বাংলা পরীক্ষা দেন। অন্য বিষয় নিয়ে টানাটানি করবেন না। আসলে শাহবাগীরা সরকারের নির্দেশেই সরকারি ভাতাতে ওই কাজ করেছিলো। আর কোন অন্যায়ের প্রতিবাদ তারা করে না। আপনাকে ধন্যবাদ।
৬| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
সত্য কথা বলি বলেছেন: বিচার আর কি হবে ! আইন-আদালতের দীর্ঘ চোরাগলি পাড়ি দিয়ে সরকার নিজের পিঠ বাঁচানোর জন্য হয়তো তাকে যাবজ্জীবন জেল দিতে পারে ! তারপর আমরা সব ভুলে যাব ! কোন একদিন হয়তো শুনব রাজনৈতিক বিবেচনায় তার বিরুদ্ধে মামলা হয়েছিলো ! তাই বিরাট ক্ষমতাধর রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছেন !
আর শাস্তি ! : একহাত জায়গায় তাকে আবদ্ধ রেখে উপর থেকে বিশাল ক্রেনের মাধ্যমে বিধ্বস্ত ভবনের শ' শ' টনের একেকটা খণ্ড রানার উপর ফেলা। এমনভাবে ফেলতে হবে যাতে তার হাড়গোড় ভেঙে গুঁড়ো হয়ে যায় কিন্তু জীবিত থাকে ! এভাবে খাবার-পানি ছাড়া ৫/৬ দিন ফেলে রেখে আবার তাকে এখান থেকে উঠিয়ে এনে কিছুটা সুস্থ হলে পুনরায় একই শাস্তি দেয়া ! এভাবে যতদিন সে বেঁচে থাকবে এই শাস্তি চালিয়ে যাওয়া !
শুধু এই রানারই নয়, যারা তাকে এই পর্যন্ত আসতে সহায়তা করেছে তাদেরও একই শাস্তি দেয়া !
কিন্তু তা কি আর হবে !
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
ভিটামিন সি বলেছেন: আপনার সাথে আমি তীব্র সহমত।
৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৬
লালমিয়াভাই বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: আপাতত জামাই আদর মার্কা রিমান্ড, তদন্ত কমিটি, টক শো ইত্যাদি । পরবর্তীতে আমরা সব ভুলে যাবো, বাস্ এটুকুই..............
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৬
ভিটামিন সি বলেছেন: হুম তাই।
৮| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
জাহাজ ব্যাপারী বলেছেন: ধারণা করছি এসব হতে পারে –
১. নির্মাণ বিধির মামলা নিয়ে টানাপোড়েন চলতেই থাকবে কোন মিমাংসা ছাড়াই। এর ফাঁক গলে রানা বেরিয়ে আসবে কিছুদিন পরে।
২. কোন প্রকার সুযোগ না থাকায় রানাকে বিএনপি-জামায়াত বলে চালিয়ে দেওয়া হতো। এমনকি ক্রস ফায়ারও জুটতো তার কপালে।
৩. সময়মতো সবই ম্যানেজ হয়ে যাবে। সাক্ষীর অভাবে নির্দোষ প্রমানিত হয়ে ফুলের মালা গলায় রানা বের হয়ে আসবে। তার ক্যাডারবাহিনী আবার শক্তিমত্তার মহড়া চালাবে। বিশাল গাড়ী ও মোটর সাইকেলের র্যালী হবে (দুর্ঘটনার আগের দিনও মোটর সাইকেলের মহড়া হয়েছিল)।
৪. যেহেতু মুরাদ জং-এর মোবাইল ট্র্যাক করে রানাকে ধরা হয়েছিল, তাই জং-ও জীঘাংসার শিকার হতে পারে।
৫. রানা পরবর্তী ইলেকশনে নমিনেশন-ও পেতে পারে।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৭
ভিটামিন সি বলেছেন: সববিষয়ে না হলেও কিছু বিষয়ে আপনার সাথে সহমত।
৯| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫
ছাসা ডোনার বলেছেন: এই কুলাঙ্গারকে নিয়ে আদালতে টানা হেচড়া করে আদালতের মুল্যবান নষ্ট করা উচিত নয়। রানার যা সম্পত্তি আছে + গার্মেন্টস মালিকদের যা আছে তা বাজেয়াপ্ত করে তা থেকে ১০% তাদের ফ্যামিলির কর্তাব্যাক্তিকে দিয়ে বাকি সব আহত, নিহতদের নিকটজনকে বন্টন করে দেয়া উচিত যাতে তারা কিছুটা পায়।আমি আপনার সাথে সম্পুর্ন এক মত।
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১০| ৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫১
খাটাস বলেছেন: আমি তাঁর ফাসি ও চাই না, যাবজ্জীবন ও চাই না। যদি তারে দুই বছর ও জেল দেয়, তাহলে তারে প্রতিদিন কমপক্ষে পনের ঘণ্টা ধরে এক মিনিট করে আগুনে পোরানো হোক, আর এক মিনিট বরফে চোবান হোক।
১১| ২১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
এন ইউ এমিল বলেছেন: হতে পারে অনেক কিছু কিন্তু যা হবে তা হচ্ছে "কাঁচ কলা"
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪
সাদা মনের মানুষ বলেছেন: আপাতত জামাই আদর মার্কা রিমান্ড, তদন্ত কমিটি, টক শো ইত্যাদি । পরবর্তীতে আমরা সব ভুলে যাবো, বাস্ এটুকুই..............