![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
আমি প্রবাসী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামলা দেই; মাস শেষ হইলে এক বা দুই তারিখে বেতন পেয়ে পরবর্তী শনিবারে দেশে পাঠাই। গত দুই মাস যাবত বাড়িতে টাকার তেমন কোন উল্লেখযোগ্য প্রয়োজন ছিলো না, তাই পাঠাই নি।
দুই মাসের বেতন জমা করে এই মাসেরটা সহ তিন মাসের বেতন একত্রে একটা বড় এমাউন্ট পাঠাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। গত দুই মাসের সিংগাপুর ডলার রেট ভালোই ছিল প্রায় ৬৩ টাকার কাছা-কাছি। গত দুই তারিখে গত মাসের বেতন সহ ৩ মাসে মোট জমা হয়েছে ২৭৫০ সিং ডলার। এখন টাকা পাঠাবো কিন্তু রেট যে এমন কমা কমেছে তাতে আমি লস, লস এবং লস খাইতেছি। প্রতিদিন রেট কমতেছে। গতকাল ছিলো ৬০.৮৫ টাকা, আজকে ৬০.৬০ টাকা, আগামী কাল হয়ত দেখা যাবে ৬০.৩৫ টাকা। আমি মারা গেছি। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
একটা দিক বিবেচনা করলে ভালোই, ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে। আমাদের অর্থনীতি শক্ত ভিত গড়ে তুলছে। এটা আশার কথা। কিন্তু সেটা তো বড় লোকদের জন্য, যারা পাজেরো, বিএমডব্লিউ, পোরশে, ল্যান্ডক্রুজার, মার্সিডিজ হাকায়। আমার মতো দিন আনে দিন খাওয়া পাবলিকের জন্য জন্য অর্থনীতির শক্ত বুলি আর কার্ল মার্কস বা এরিস্টটলের রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গা, সুত্র বা মুলনীতি কোন কাজে আসবে না বরং উহা বুমেরাং হইয়া আমাদেরই পশ্চাতদেশে ঢুকিবে।
উনারা অল্প টাকায় ডলার কিনতে পারেন, উনারা তাদের বিদেশ ভ্রমনে, পন্য আমদানীতে খরচের হার কমিয়ে আনেন। আর আমাদের মতো হিমোগ্লোবিন, লোহিত রক্ত কনিকা বিক্রি করে, শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাংগানিজ আর ক্যালশিয়াম বের করার বিনিময়ে যে কয়টা টাকা কামাই তার উপর এই হটাৎ করে বিনিময় হার এতো নিচে নেমে যাওয়া, এটা আমাদের উন্নয়নের পথে বাধার সৃষ্টি করছে।
কি লিখতে কি লিখছি!!! হ্যাঁ আমি শেষ। আমার ইনকাম কমে যাচ্ছে।
আমি শেষ হওয়ার ২য় কারণটা হলোঃ- প্রতিদিন ভোর ৫ টায় উঠে ফ্রেস হয়ে ৫.২০ এ অফিসের বাস ধরতে হয়। ৭.৩০ থেকে অফিশিয়াল ওয়ার্ক শুরু হয়। তো শনিবার বরাবরের মতোই আমার ২নং মোবাইলে এলার্ম দিয়ে মোবাইলটা ব্যাকপ্যাকের সাইড পকেট থেকে বের করে বিছানার উপর রাখতে গিয়ে ঘুমের ঘোরে রেখেছি কম অর্ধেক বিছানায় বাকি অর্ধেক খোলা জানলার শুণ্যে। ফলাফল: ৫ তলা থেকে প্রথমে ৪র্থ তলার সানশেড এ পড়ার শব্দ পেলাম। আর কিছু না। যাই হউক, এ নিয়ে আমি এতো চিন্তিত না। যেখানে পরার কথা সেখানে প্রচুর সবুজ ঘাস প্রায় আধহাত লম্বা + মাটিও খুব নরম; ঘাসের জন্য কেয়ার টেকার প্রতিদিন ২ বেলা পানি দেয়। তারপর বিছানা থেকে নেমে হাত-মুখ ধুয়ে জামা-কাপড় পরে ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়লাম। ৫ তলার নিচে এসে আর মোবাইলের কথা মনে নেই। গিয়ে উঠলাম গাড়িতে। সারাদিন অফিস করে বিকেলে বাসায় পৌছে আবার মনে হলো মোবাইলের কথা। তাড়াতাড়ি নিচে নেমে গেলাম। আর মোবাইলটা ফিরে পেলাম না। ঘাস-টাস সব খুব ভালো করে খূজেছি। একটা মোবাইল, একটা সিম, একটা ২জিবি মেমোরি কার্ড, রিসেন্ট রিলিজ অডিও গান এবং আমার ফ্যামিলির + বিয়ের কিছু ছবি সহ মোবাইল গায়েব। এখন বলেন আমি কি বেচে আছি না মরে গেছি???
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
ভিটামিন সি বলেছেন: আমি যেহেতু মারা গেছি; আপনিও তাড়াতাড়ি মারা যান ভাই। শরৎচন্দ্রের মহেশ গল্পের মহেশ নামকরণের স্বার্থকতা আছে কিন্তু এই গরমে বেচেঁ থাকার কোন স্বার্থকতা নাই।
২| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫
মোমের মানুষ বলেছেন: আপনার প্রতি সমবেদনা রইল।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৫
ভিটামিন সি বলেছেন: সমবেদনা গ্রহন করে ব্যাথিত হলাম।
৩| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৫
অকপট পোলা বলেছেন: জাপানী ইয়েন ১,০৭ টাকা হতে এখন ,৭৫ টাকা। আর আপনি কন আপনি মরসেন। অলরেডী মিডল ইস্টের একজন হার্ট এটাকে মারা গেসে! আলহামদুলিল্লাহ কন!
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০
ভিটামিন সি বলেছেন: আলহামদুলিল্লাহ!!! কইলাম। আমি তো ৬৭.৯৫ টাকা রেটেও দেশে টাকা পাঠাইছি। সেইটা আবুলের দুর্ণীতির আমলে। এখন কোন আলোচিত দুর্ণীতি নাই, তাই টাকার রেট কমে গেছে। আর একটু কমলে আমি দিনের বেলা খাওয়া-দাওয়া বন্ধ কইরা দিমু।
৪| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯
রোহান খান বলেছেন: সামনে ইলেকশন, মারা মারি হানা হানি, আরও কত কি হবে - টাকা ওখানেই রাখেন, রেট এই বাড়লো বলে -
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১০
ভিটামিন সি বলেছেন: হুম, তাই চিন্তা করবার লাগতাছি।
৫| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২
রোহান খান বলেছেন: বিয়ের ছবি তো মেইলেই পাবেন। আর যেহেতু ব্লগিং করছেন তার মানে কম্পু ভাইকে ভালভাবে চিনার কারনে ব্যাকআপ অবশ্যই রেখেছেন। চিন্তা কি - নিজের কাজ করুন ভাই আপনি বেচে আছেন, দুনিয়াতে এর চেয়েও অনেক খারাপ কিছু হলেও মানুষ বেচে থাকে। কারন বেচে থাকতে হয়।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। ব্যাক-আপ আছে আর ল্যাপিতে। কিন্তু যে হালায় পাইছে হেয় তো আমার বউ দেইখ্যা ফালাইছে। কান্দনের ইমো হইব।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫
ভিটামিন সি বলেছেন: আপনার চেহারা সাথে নামের বা কামের মিল নাই। আপনি কি জনগনরে ধোকা দেন? রাজনীতিবিদদের মতো চেহারা পাল্টাইছেন কেন? দেখছেন আমারটা, আমি ভিটামিন সি, চেহারা ও ভিটামিন সি।
৬| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
মাক্স বলেছেন: আপনার রুহের মাগফেরাত কামনা করলাম
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩০
ভিটামিন সি বলেছেন: বউ আমহের কতা হুনলে ধইরা পিডাইবো। সাবধানে থাহুইন যে। বেচারী ৩ বছর ধইরা বিয়া হইরা জামাইরে কাছে পাইছে মাত্র ১২৩ দিন।
৭| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
কুলখানির দাওয়াত খাইতে মুঞ্চায়
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩২
ভিটামিন সি বলেছেন: আইয়া পড়ুইন যে মমিশিং। না আর ইট্টু আগে বাস থেইক্কা নাইম্মা পড়বাইন, তাইলেই আমার বাড়ির কাছে আইয়া পড়লাইন। পরে মেইন রোড থেইকা পশ্চিম দিকে ফিইরা চোখ বন্ধ হইরা বিলের ধার দিয়া একটা দৌড় দিবেন, ৫ মিনিট পরেই আমার দাদার এলাকায় আইবাইন। ওহহহহ আমি আবার ভারক মহাসাগরের এই পাড়ে। আমারে পাইবেন না।
৮| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
আন্নের লাইগা দুহে পরান্ডা ফাডি যায় তয় বিলের ধার দিয়া দৌড় দিবার ফারুম না । আমার হাটতেই আরাম লাগে।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৫
ভিটামিন সি বলেছেন: হাটতাইন? তাইলে হাটুইন.. কোনু সমস্যা নাইকা। খালি দেখবাইন যে হামুকে আমহের পাও না কাডে আর লেংড়া (প্রেম কাটা) আমহের প্যান্টে না লাগে। লুঙ্গি পইরা আইন যে, তাইলে লেংড়া গাছ যতো লম্বা অইব, আমহের লুঙ্গিও তত উডাইবাইন। তাইলে আর লেংড়া লাগত না। হেরপরে সামনে পাইবাইন একটা বাঁশের হাড়ক, হেইডা পার অইলেই মনে হরুন যে আইয়া পরছুইন। বোঝলাইন?
ভাই আঞ্চলিক ভাষায় লিখতে খুব কষ্ট হয়েছে। কতোবার যে এডিট করতে হয়েছে তার হিসাব নাই।
৯| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৮
saamok বলেছেন: জনাব, সমবেদনা প্রকাশ করিয়া ব্যাথিত করিলাম না তবে আরএকটু ব্যাথ দিব। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় আপাত দৃষ্টিতে মনে হইতেছে আমাদের অর্থনীতি শক্তিশালী হইয়াছে কিন্তু ব্যাপারটা আদতে তা মোটেই নয়। বিষয়টা হল আমদানী ও বিনিয়োগ ব্যাপাকভাবে কমিয়া গেছে। যার ফলে ব্যাংকগুলিতে বাড়িয়াছে ডলারের রিজার্ভ। আর তাতেই আপনাদের এই র্দুগতি।
০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮
ভিটামিন সি বলেছেন: আপনার মন্তব্যকে সম্মান জানাই। আপনার এই টপিকটা আমি তুলে ধরতে চেয়েছিলাম। কিন্তু এটা করলে আমার অতি দেশপ্রেমিক গন আবার হৈ হৈ করিয়া ট্যাগ দিতে আরম্ভ করিত। তাই উহা এড়াইয়া গিয়াছিলাম। ভালো করিয়াছেন, আপনি উহা সম্মুখে আনিয়া দিয়া। ধন্যবাদ।
১০| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৩
বাকি বিল্লাহ বলেছেন: ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১০
ভিটামিন সি বলেছেন: কুলখানির দাওয়াত রইল।
১১| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: আমি জাপানএ যখন আসি তখন ১ ইয়েন = ১.০৩ টাকা, আর এখন ১ ইয়েন = ০.৭৫ টাকা এবং আরও কমতেছে আমি যখন বেচে আছি আপনিও বেচে থাকবেন
০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১২
ভিটামিন সি বলেছেন: হুম বেচেঁ তো থাকতেই অইব। আমার প্রথম আসার সময় ১ সিং ডলার = ৪৫ টাকা ছিলো।
১২| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
বলাক০৪ বলেছেন: বউ তো দেখার জন্যই, নাকি খাটের তলে লুকাইয়া রাখার জন্য?
০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১২
ভিটামিন সি বলেছেন: তাই নি ভাইডি? তাইলে আমি আপনার বউ দেখুম। আমারে দেখান।
১৩| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯
বলাক০৪ বলেছেন: বউ তো দেখার জন্যই, নাকি খাটের তলে লুকাইয়া রাখার জন্য?
০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৩
ভিটামিন সি বলেছেন: তাই বলে আমার বউ মাইনষে দেখবো?
১৪| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৯
হায়দার সুমন বলেছেন: ফ্যানটা অন করেন
০৯ ই জুলাই, ২০১৩ ভোর ৬:১৪
ভিটামিন সি বলেছেন: ফ্যান নষ্ট, অন হয় না। এসি চালাই দেই? আপনাকে অনেক দিন পরে দেখলাম। আছেন কেমন?
১৫| ০৯ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৮
মাহবু১৫৪ বলেছেন: অনেক সুখে আছেন মিয়া !!
কানাডিয়ান ১ ডলার = ৮০ + টাকা এখন।
এইবার বলেন আমি কই?
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
ভিটামিন সি বলেছেন: চলেন দুই ভাই একসাথে বিমান থেকে লাফ দিই।
১৬| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৩
রোহান খান বলেছেন: বান্দরের কামই তো বাদরামি - তাই এই ইমো -
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
ভিটামিন সি বলেছেন: তাইলে আন্নে বান্দর?? আন্নে কলা খান?? উকুন খান??
খাইবেন না আবার? বাদরামি করতে হলে কতো কিছুকে পটাতে হয়? এই যেমন কলার মালিককে , কলা গাছ কে, সুর্যালোককে, পাবলিককে আরো কতো। বয়স তো মাত্র কলা খাওয়ার, এখন না পটালে কখন??
১৭| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫
রোহান খান বলেছেন: ভাই বউ দেখা নিয়ে কথা হচ্ছে কেন...। দেখাতেই যখন চান না তখন বোরকা পরেই ছবি তুললেই তো হত...। মোবাইল চুরি হোক আর ক্যামেরা কুনো প্রবলেন হবে না...কারন ফটোতে তো বোরকা পরা.।হিহিহিহী
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
ভিটামিন সি বলেছেন: ছবিটা তো বোরকা পরাই ছিলো। কিন্তু ক্যামেরা ক্লিক দেয়ার সময় কেমনে জানি ফেস খুইল্লা যায় আর ছবি উঠে। বোরকা পরা থাকলেই কি? আপনাদের কারণে কি আর বোরকা পইরা শান্তি আছে, ফটোশফ না কি জানি আছে একটা, এইটা দিয়া তো বোরকা খুইল্লা লাইবাইন।
১৮| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
তবু চেষ্টা করেছেন এটাকেই বলে মাতৃভাষার প্রতি ভালবাসা।
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
ভিটামিন সি বলেছেন: আপনাকে ধন্যবাদ আজকে আবার রিভিউ এর জন্য। আমি ও কিন্তু আপনার ব্লগ পড়ি।
১৯| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০১
অহন_৮০ বলেছেন: আহা রে !!!!!!!!!!
০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২
ভিটামিন সি বলেছেন: দুঃখের কথা কই কাহারে??
২০| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫
মরু বালক বলেছেন:
ব্যাংক গুলো রিজার্ভের কিছু ডলার আমাদের দিয়ে দিলে আপনাদের কিছু উপকার হইত, আমাদের কথা নাই বললাম ..... সুখে শান্তিতে কে থাকতে না চায় বলেন!!
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৭
ভিটামিন সি বলেছেন: আমিও তো তাই বলি। কেন যে দেয় না।
২১| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮
এন ইউ এমিল বলেছেন: ইন্না...................
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৮
ভিটামিন সি বলেছেন: বাকিটা ও পইড়া ফেলেন। ডলার সাহেব এর দাম কমতেছে। পরে কিন্তু বাকিটুকু পড়ার টাইম পাইবেন না।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আমার মনে হচ্ছে মারা গেছেন। আমি ও এখানে মারা যাচ্ছি। প্রচন্ড গরম। ভোর ৫ টা বাজে।