![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
যে শহরে তুমি আছো-
কি করে খবর-
সেথা পৌঁছে দেই???
তুমি চলে যাবার পরে
আর আমার কোন বন্ধু নেই।।।
যে শহরে তুমি আছো-
কি করে খবর-
সেথা পৌঁছে দেই???
আজ আমি ভীষণ একা,
আজ আমার মন ভালো নেই।।।
শুধু তুমি ছিলে এমন
আমাকে যে বুঝতো ভীষণ--
মনের ভেতর মনে খুঁজে-
আমায় গড়তে অসাধারণ।।।
চোখেরই সেই রং এ--
বুঝে নিতে তুমি এই আমাকে।
আজ আমি ভীষণ একা---
আজ আমার মন ভালো নেই।
তুমি চলে গেলে যেদিন--
হারালো সব উচ্ছলতা।।।
মনটা গেলো মেঘে ঢেকে-
নেই রোদ আর ছিঁটে-ফোঁটা।
তোমার সাথে হারালো সব--
এক নিমিষে-----।।।
আজ আমি ভীষণ একা--
আজ আমার মন ভালো্ নেই।
যে শহরে তুমি থাকো,
সেথা খবর কি করে পোঁছে দেই।
তুমি চলে যাবার পর
আর আমার কোন বন্ধু নেই।
উৎসর্গঃ আমার হৃদয়ের স্পন্দন দাবীকারিনী সারা-তুল-বুশরাকে।
২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৯
ভিটামিন সি বলেছেন: বিয়া কইরা হালাইন। বিয়া ছাড়া বাইচ্চা থাইক্যা লাভ নাইক্কা। কেন বিয়া করুম না - হেই কথাডা তো কেউ জিগাইলেন না। উৎসর্গ কেন কল্লাম এই মাইয়্যারে হেই কথাডাও কেউ জিগাইলো না। উৎসর্গ কি আর এমনি এমনি কেউ করে নাহি?
২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: এটা কি গান?
নাকি কবিতা?
যেটাই হোক সুন্দর!!
দুঃখময়!
২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৫
ভিটামিন সি বলেছেন: আপুনি সরি ফর লেট রিপ্লাই। এটা বাপ্পা মজুমদারের "যে শহরে তুমি থাকো" অ্যালবামের গান। ভালো লাগল তাই তুলে দিলাম। গানটা সত্যি বাপ্পার কন্ঠে সুপার্ভ।
৩| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৯
গারো হিল বলেছেন: মজা করলাম মাইন্ড খাইয়ান্না যে
২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৭
ভিটামিন সি বলেছেন: মোর মাইন্ড এতো নরম না যে কথায় কথায় মাইন্ড খামু। আর মাইন্ড কি একটা খাওয়ার বিষয় অইলো?? দুনিয়াতে কত কি আছে খাওয়ার... ভাইজান ভালা আছেন নি? মাসকান্দা, চরপাড়া ভালো আছে? কতোদিন দেখি না আমার প্রিয় শহর মমিশিং রে...
৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৯
কান্ডারি অথর্ব বলেছেন:
খুব পছন্দ হল +++++
২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২৮
ভিটামিন সি বলেছেন: সরি ফর লেট রিপ্লাই। আপনাকে ও ধণ্যবাদ। বাপ্পা মজুমদারকে ও অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেয়ার জন্য।
৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩০
এহসান সাবির বলেছেন: গান টা শুনতে হবে। শেয়ার করবার জন্য ধন্যবাদ।
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৪৪
ভিটামিন সি বলেছেন: শুনে নেন ভালো লাগবেই।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১৭
গারো হিল বলেছেন: উৎসর্গঃ আমার হৃদয়ের স্পন্দন দাবীকারিনী সারা-তুল-বুশরাকে।
আমার কিন্তু বিয়া করতে লজ্জা লাগবো না
ভাইজান আমি কিন্তু বিয়া করুম
আমার কইলাম দোষ নাই
কারন ভাইজানের অমর উক্তি-- বিয়া করুম না। আমার লইজ্জা লাগে।