![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
সমস্যা হইলো আমি কিছুতেই একটা বিষয় ক্লিয়ার করতে পারতেছি না। বিষয়টা হলোঃ অফিসে আমি আর আমার ২ কলিগ (ইন্ডিয়ান) বসে বসে মাছি মারছি। সেমি বস, বস, বসের বস - কেউ ই আসে নাই। (আসবে কেমনে আজকে তো হলি ডে এখানে।) সামুর গোষ্টি - তোর বাড়িতে গিয়া কিন্তু হরতাল কইরা আসুম যদি বারে বারে এমন অটো সেভ হয় নাই মেসেজ দেখাস। তো আমার কলিগরা সি বিচে গিয়া ছবি উঠাইছে আর ভিডিও করছে তা ইউটিউবে আপলোড দিতাছে। আমি তাদের সাথে যাই নাই, কড়া রোদ পড়ছে বলে। ওহ একটা কথা তো বলাই হয় নাই। আমাদের অফিস শিফট হইছে নতুন জায়গাতে। এখানে অফিস থেকে ২ মিনিট হেটে ওয়ার্কশপের দিকে গিয়ে তাকালে বিস্তীর্ণ নীল জলরাশি ভাসে চোখে। কিছু স্পিড বোট আর লাইটার জাহাজ নীল সমুদ্রে ফেনা তুলে পানি ছিটিয়ে ছুটছে বড় বড় জাহাজগুলিকে নিয়ে এসে বিভিন্ন শীপ ইয়ার্ডে দেয়ার জন্য। আর একটু দুরে সারি সারি জাহাজ নোঙর করা বড়, ছোট, মাঝারি জাহাজ। কিছু জাহাজ চলাচল করছে তাও দেখা যায়। আর একপাশে জুড়ং আইল্যান্ড, তার একটু দুরে বাটাম আইল্যান্ড ও দেখা যায়। এমন একটা মন মাতানো পরিবেশ দেখলেই মনটা ভালো হয়ে যায়।
আসল কথাই ভুলে গেছি। যে সিদ্ধান্ত চেয়ে এই পোষ্ট। আচ্ছা ভাইজানেরা বলে তো, আমি কি আজকে কোন পোষ্ট দেব কিনা। আমি বোঝতে পারছি না দেব কিনা, দেয়া ঠিক হবে কিনা, দেয়া উচিত কিনা।
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১
ভিটামিন সি বলেছেন: ঠিকাচে। উচিত যখন হয় নাই তাইলে আর দিমু না। আপনারে এক ঠেলা গাড়ি ধইন্যা, মন্তব্য করার জন্য।
২| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
ম্যানিলা নিশি বলেছেন:
এখানে অফিস থেকে ২ মিনিট হেটে ওয়ার্কশপের দিকে গিয়ে তাকালে বিস্তীর্ণ নীল জলরাশি ভাসে চোখে
জায়গাটা কোথায়?
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪১
ভিটামিন সি বলেছেন: জায়গাটা শ্যামদেশের পরের দেশের পরের দেশ। Tuas south Street 15, Singapore 637076.
৩| ১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩২
এন ইউ এমিল বলেছেন: পোষ্টকি দেয় না প্রসব করে?
১৭ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৩
ভিটামিন সি বলেছেন: কইতারি না। বাচ্চা না থুক্কু পোষ্ট দেয় না প্রসব করে এই নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক আছে।
৪| ১৭ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭
মোমেরমানুষ৭১ বলেছেন: প্রতি পোস্টের জন্য ৫ টাকা করে দিতে পারলে, পোস্ট একটা নয়, একাধিক দিতে পারবেন
১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:২২
ভিটামিন সি বলেছেন: ভাইরে দরটা একটু কমান যায় না? আরেকটু কমিয়ে দিন, আপনাকে ১০% দিমুনে।
৫| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯
আরজু পনি বলেছেন:
৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৭
ভিটামিন সি বলেছেন: আফা, রাগ কইল্লেন নি?? না ভেংচাইলাইন??
৬| ১৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২
কান্ডারি অথর্ব বলেছেন:
দিয়েই ফেলেন আরেকটি পোস্ট
৩১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৮
ভিটামিন সি বলেছেন: না এটা তো পোষ্ট নয়। এটা একটা জিজ্ঞাসা মাত্র।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৩০
অনন্যমানুষ বলেছেন: পোষ্ট দেয়া উচিত হয়নি, দিয়েই যেহেতু ফেলেছেন কি আর করার
