![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
অ্যালবামঃ অসামাজিক
ব্যান্ডঃ ওয়্যারফেজ
কথা, সুর ও কন্ঠঃ সুমন।
তুমি কি এখনো সারা রাত জোছনা দেখো?
তুমি কি এখনো আগের মতই গান লিখ?
তোমার সেই স্বপ্ন কি এখনো নতুন,
নতুন দিনের হল কি শুরু নাকি শেষ?
তুমি কি এখনো সেদিনের কথা মনে কর?
তুমি কি এখনো আকাশের পানে সেই সুর খোঁজো;
নিঝুম রাতের তারারা কি এখনো তোমাকে খোঁজে;
অশ্রুকনাগুলো কি এখনো বৃষ্টি হয়ে নামে;
তোমার সেই স্বপ্ন কি এখনো নতুন?
নতুন দিনের হল কি শুরু?
তোমার ওই চোখের মাঝে এখনো কি তারারা হাসে?
রাতের পাখিরা কি এখনো তোমায় ডাকে;
ভালো নেই বলে কি থেমে যাবে তোমার সবি;
চেয়ে দেখো সেই জোছনা তাকিয়ে আছে তোমার পানে;
তুমি তো এখনো ঘুমিয়ে আছ আমারি মাঝে!!!
আয়নায় মোর প্রতিচ্ছবি সে তো আমি নই, তুমি!!!!
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১
কান্ডারি অথর্ব বলেছেন:
হুম
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
ভিটামিন সি বলেছেন: আগের গানগুলি খুব ভালো লাগে।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুনি নাই গান। লিংক দেন।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫২
ভিটামিন সি বলেছেন: মেইল আইডি দিলে এটাচ করে দিতাম।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৯
ভিটামিন সি বলেছেন: খুব ভালো লাগল গানটি।