![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
আজ আমার বিয়ে। না এটা কোন উপন্যাস নয়, সত্যিই আজ আমার বিয়ে।
ভোর রাতে আপনাদের ভাবী আমাকে এসএমএস করে জানিয়েছে আজ আমার বিয়ে। তারপর আমিও তাকে জানিয়েছি যে আজ তোমার বিয়ে।
তারপর কল দিলাম, কথা বললাম কারণ আজ তার বিয়ে। কথায় কথায় সে আমাকে জানিয়েছে "সে আমাকে খুব ভালোবাসে; সারা জীবন বাসবে। এখন কলেজে আছে, ম্যাডাম ক্লাশে আসছে তাই বেশি কথা বলার সময় নেই। ভালবাসি বলেই ফোন রেখে দিল।"
এই দিনে সত্যিই সত্যিই আমার বিয়ে হয়েছিলো। আজ ১৮ই সেপ্টেম্বর, সেদিনও ছিলো ১৮ই সেপ্টেম্বর। আসলে বিয়ের হওয়ার কথা ছিলো ১৭ই সেপ্টেম্বর ২০১০ দুপুরে "সারা'র" সাথে। কিন্তু সে কথা রাখেনি। ১৭ই সেপ্টেম্বর সকাল ৮টার সময় জানায় তার পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব নয়। আমিও আর বেশি চাপাচাপি করি নাই তাকে। ৫ বছর প্রেম করে, অভিবাবকদের হাতে ধরা-টরা পড়ে যখন সবাই রাজি হয়ে বিয়ের দিনক্ণ ঠিক করে বিয়ে দিতে প্রস্তুত, তখন কনেই বিয়েতে রাজী না। আর মাত্র কয়েকটা ঘন্টা পার হলেই বিয়েটা হয়ে যেতো। দুজনেরই গায়ে হলুদ হয়ে গেছে। কনের বাড়িতে রান্না-বান্না হচ্ছে। সকালে কনের বাবা, আন্টি, কাকার সাথে কথা হয়েছে। তারপরও যদি এমন আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারে কেউ তাকে ফেরানোর প্রশ্নই উঠে না। এমন তো না যে তাকে আমার সাথে জোর করে বিয়ে দিচ্ছে। আমার সাথে সম্পর্ক থাকার কারণে তাকে তার মায়ের হাতের অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। মার খেতে হয়েছে, মোবাইল হারাতে হয়েছে। আমি মোবাইল কিনে দিয়েছি, নাকফুল কিনে দিয়েছি। কত দিন রুম ডেটিং হয়েছে; আরও কত কি?
সারা'র বাবাটা ভালো ছিলো অনেক; আমাকে পছন্দ করতো ভীষন!!! আমাকে দেখতে এসেছিলো। মেয়ে বিয়ে দেয়ার আগে ছেলেকে দেখতে আসা আরকি। ফিরে গিয়ে বাসায় গল্প করেছিলো সারার মায়ের সাথে যে তোমার মেয়েকে এই ছেলের কাছে বিয়ে দিলে তোমার নাতি-নাতনী যা হবে না, দেখবে একেবারে ইউরোপিয়ানদের মতো। আমার মেয়েও ভালো, ছেলেও ভালো। সারা এই কথা শুনেই আনন্দে উদ্বেলিত সুরে আমাকে জানিয়েছিলো।
আজ আমার বিয়ের ৩ বছর পূর্ণ হতে চলেছে। বিয়েটা ভাঙ্গার পরের দিন সারা'র সাথে জিদ করে বিয়ে করি প্রত্যন্ত গ্রামের ক্লাশ টেন পড়ুয়া পঞ্চদশী এক মেয়েকে। বিয়ের সময় সে শুধুই মেয়ে ছিলো। এখন সে একাধারে মেয়ে, কলেজের ছাত্রী, আমার বউ, আমার প্রেমিকা, আমার বাবার আদরের ছোট মেয়ে, বড় আপার বিয়াইন আর বড় দুলাভাইয়ের ছোট বোন। প্রতিবেশিরাও তাকে বেশ পছন্দ করে। সবই সম্ভব হয়েছে তার ধীর, সংযত আচরন আর অন্যর কথার মুখে কথা না বলায়। তবে আমি তাকে কখনোই তার কাজের প্রশংসা করি না। খুব জোরাজুরি করে কোন কোন দিন বাধ্য করে তার প্রশংসা করতে বা ভালোবাসি বলতে। আজকে তাকে বলেছি ভালোবাসি। সংসারের কর্তী এখনও হতে দিই নি। তাহলে আর পড়াশোনাটা হবে না। আমি চাই সে মাস্টার্স পর্যন্ত যাবে। যদিও আমি প্রবাসে থাকি, বউ থাকে আমার বাবা মায়ের সাথে। কিন্তু সবাইকে এক বাক্যে বলে দিয়েছি আমি ওকে পড়াশোনা করাব।
এই ৩ বছরে বউ আমাকে বা আমি বউকে কাছে পেয়েছি ৪ মাস ১৩ দিন। কি আর করা, প্রকৃতি সবাইকে একসাথে সবকিছু দেয় না। আমার পুতুল বউটার জন্য সবাই দোয়া করবেন।
বউ তোরে খুউব ভালো-বাসি। কিন্তু তোর সামনে আমি মুখে বলি না। তুই বুঝে নিস। ভালোবাসাটা মুখে প্রকাশ করাটা হয়ে যায় বাসি। কিন্তু অন্তরে পুষে রাখলে সেটা থাকে সর্বদাই তাজা, সজীব।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে আমাদেরকে দোয়া করার জন্য। আপনার ফ্যামিলির জন্যও দোয়া রইল।
সারা এমন করেছিলো কারণ হিসেবে পরে আমাকে জানিয়েছে যে, "তার এক কাকা দাঁড়ি টুপি পরা হুজুর। তিনি কিভাবে যেন জেনেছেন এটা প্রেমের বিয়ে। আর এই জন্যই সারার আম্মাকে গালাগালি করেন এভাবে "মেয়ের মা ই হয়েছেন শুধু; মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারেন নাই। ডজন ডজন বোরখা বানিয়ে দেন মেয়েকে তারপরও মেয়ে প্রেম করে কিভাবে? মা ভালো হলে মেয়ে ভালো হয়।"
এই কাকার মেয়ে লিজাই আবার প্রেম করে বিয়ে করেন যখন তিনি চিটাগাং ভার্সিটিতে পড়তেন।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৩
কেএসরথি বলেছেন: রুম ডেটিং জিনিস টা কি? মাফ করবেন, আদিম কালের মানুষ তো, আজকালের টার্মসগুলো খুব একটা বুঝি না যাই হোক, মনে হলো আপনার আগের বিয়েটা না হয়ে, ভালোই হয়েছে। কষ্ট করলে কেষ্ট মেলে।
আপনাদের বিবাহিত জীবন আরো সুখী হোক।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
ভিটামিন সি বলেছেন: রুম ডেটিং হইলো "রুমের দরজা-জানলা বন্ধ কইরা, ডিম লাইট জ্বালাইয়া বান্ধবীর ওড়নার ওজন মাপা, জামার সাইজ দেখা আর পায়জামার ফিতা কত শক্ত তা টেষ্ট করা।"
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
জো জো বলেছেন: দুয়া করি আপনারা অনেক সুখি হন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫০
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ সহ আপনার জন্য ও দোয়া রইল।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৮
গারো হিল বলেছেন: সারা,র সাথে আপনার যা হয়েছে--আমারও তাই হয়েছে মাত্র ১৯দিন আগে....৪ বছরের সম্পর্ক ছিলো....আমিও সব কিছু গুছিয়ে এনেছিলাম সে না করে বসলো.....আমি একটু পাগলামি করেছি..শুধু ওকে পাওয়ার জন্য ...একসাথে সারাটাজীবন চলার জন্য....অনেক প্রশ্নের উত্তর খুজে বেড়াই..হিসাব মিলাতে পারি না.. .এখন বেশ ভালো আছি মানিয়ে নিয়েছি সবকিছুর সাথে....
দোয়া করি আপনি এবং ভাবি সবসময় ভাল থাকবেন সুখে থাকবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৩
ভিটামিন সি বলেছেন: আমি যতদুর জানি আপনি ও ময়মনসিংহের। না হলে বৃহত্তর ময়মনসিংহের। আমিও ময়মনসিংহের ১১ নং থানার। ভাইরে যদি বিয়ে না করে থাকেন বা উনার না হয় তাহলে চেষ্টা করে দেখুন জোড়া দিতে পারেন কিনা।।। না পাওয়ার ব্যাথা যে অনেক বড়। কেজি, টনে সে ব্যথা মাপা যায় না।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
শায়মা বলেছেন: মাই গড!!!
ভাইয়া আমাদের পুতুল পুতুল ভাবীটার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬
ভিটামিন সি বলেছেন: ঠিকাছে শায়মাপু, আপনার ভালোবাসা আমি পুতুল বউটার কাছে পৌঁছে দেব সিংগাপুর থেকে ময়মনসিংহে এমওয়ান টু গ্রামীনফোনে। ভালো থাকবেন।
৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫১
তোমোদাচি বলেছেন: শুভ কামনা!
তবে এক বৌ এর কাহিনী বলতে গিয়ে অন্যের কথা বেশী বলে ফেলেছেন; একেবারে রুমডেটিং পর্যন্ত
আচ্ছা, আপনি নিজেকে একটু জিজ্ঞাসা করেন তো আপনি কাকে বেশী ভালবাসেন??
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
ভিটামিন সি বলেছেন: প্রথম আলোয় আপনার লেখাটা পড়েছি। জটিল প্রশ্ন করেছেন। ভালো তো বাসি ই / বাসতাম ই। আচ্ছা ভালোবাসা কি গাছে ধরা কোন ফল যে একটা পোকায় খাইল তাই ফেলে দিলাম? আমার মনে হয় এমন না। পোকায় খাওয়াটা ও থাকবে, ভালোটাও থাকবে। কেটে ফেলে দেওয়া যাবে না। যেহেতু থাকবে সুতরাং স্মৃতি তো মস্তিষ্কের কোষ থেকে ঘুরে ফিরে সেই ১৭ই আর ১৮ সেপ্টেম্বর আসলেই জানান দেবে।
বউকে ভালোবাসি। কারণ সে আমার বউ, আমার ভবিষ্যত জীবন চলার সাথী। আর আগেরটা তো এখন মনে হয় ক্যান্সার কিন্তু যখন ছিলো তখন মনে হতো মধু।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
দৈববানী বলেছেন: শুভ বিবাহ বার্ষীকি।
আপনাদের দুজনের ভালবাসা অটুট থাকুক চিরকাল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২১
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনিও ভালো থাকুন ভাবী আর বাবুকে নিয়ে।
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
সপ্নাতুর আহসান বলেছেন: রুম ডেটিং এর ডেফিনেশন পড়ে হাসতে হাসতে শেষ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২
ভিটামিন সি বলেছেন: হরতালের দিন জোরে হাসবেন না। একটু আস্তে হাসেন। আচ্ছা হাসির উপর কি হরতাল দেয় নাই??
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
শুভ বিবাহ বার্ষীকি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৮
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। দুঃখিত এতোক্ষন আমি মন্তব্য রিপ্লাই করতে পারি নাই বলে। আসলে দুঃখিত হওয়া উচিত ছিল সামু কর্তৃপক্ষের। তারাই আমাকে ওভারলোড দেখাইছে।
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৯
আিম এক যাযাবর বলেছেন: মহান আল্লাহ আপনাদের সুখী করুন। আমিন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
ভিটামিন সি বলেছেন: আপনিও সুখে থাকুন, যেখানেই থাকুন ভালো থাকুন আমীন।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৩
কান্টি টুটুল বলেছেন:
দোয়া করি ভাই তাড়াতড়ি দেশে আইসা পড়েন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
ভিটামিন সি বলেছেন: হুম আইস্যা পড়ুম। তবে ভাই সত্যি কথা বলতে কি জানেন? টাকার লোভে পইড়া গেছি।
আগে আমি মানুষকে গালি দিতাম; সবাইকে না, যারা দেশে বউ রাইখ্যা বিদেশে থাকতো তাদের।
এখন মানুষ আমাকে কি গালি দেয় খুব জানতে ইচ্ছা করে।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভবিবাহ বার্ষিকী।
অনেক অনেক শুভকামনা.............
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০১
ভিটামিন সি বলেছেন: আপনাকেও ভালো থাকার জন্য বলা হল। ভালো থাকা হয় যেন। আপনি আমার পোষ্টের নিয়মিত পড়ুয়া।
১৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫২
সালমা শারমিন বলেছেন: একটা প্রশ্ন জাগলো মনে, সেই মেয়েটা এখন কেমন আছে? সেদিন কেনইবা মেয়েটা আপনাকে ফিরিয়ে দিয়েছিল?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
ভিটামিন সি বলেছেন: বলতে পারবো না কেমন আছে। তবে ভালোই আছে মনে হয়। ব্যবসায়ী বর, জেলার শ্বশুর, দুইটা দেবর, একটা ননদ নিয়ে।
ফিরিয়ে দেয়ার কারণটা উপরের কোন এক কমেন্টের জবাবে লিখেছি। একটু কষ্ট করে দেখুন। ধন্যবাদ।
১৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৪
নূর আদনান বলেছেন: আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন। তবে সত্যই না পাওয়ার ব্যাথা অনেক বড়। আর কাউকে ভালবাসলে তা কোনদিন ভোলা যায়না, কোথায় একটা যেন টান থেকেই যায়।
-----তবে ভিটামিন সি খেলে এসব থেকে প্রতিকার পাওয়া যায়
আপনার এবং পুতুল ভাবির জন্য শুভ কামনা রইল।
আমার খুব চিন্তা হয় জানেন, মানুষ কিভাবে প্রবাসে থাকে !?
রুম-ডেটিং এর সংগাটা ভাল লাগল
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
ভিটামিন সি বলেছেন: আপনি ও ভালো থাকুন, খুব ভালো। ভুলে যাওয়ার চেষ্টা করি।
বিদেশে কিভাবে থাকি তাই না? এই তো সারাদিন আপনাদের সাথে আড্ডা দেই, কাজ থাকলে করি। বাসায় গিয়ে রান্না করি, টিভি দেখি, ল্যাপি তে গেম খেলি, পিএইচপি শিখি টিউটোরিয়াল দেখে। তারপর ঘুমিয়ে যাই। ভোর ৫টায় আবার উঠেই আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসি।
এভাবেই চলে যায় দিন, মাস, বছর।
১৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০০
ইষ্টিকুটুম বলেছেন: রুম ডেটিং এর ডেফিনিশন বেশ বলেছেন।
শুভ বিবাহ বার্ষিকী। দুজনের প্রতি অনেক অনেক শুভকামনা। ভালোবাসার ঘোরে জুড়ে থাকুন একটি গিঠটুতে দুজনেই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
ভিটামিন সি বলেছেন: যেমন প্রশ্ন তেমন উত্তর দিলাম। আপনাকেও অসংখ্য শুভ কামনা। উপরের অনেক কমেন্টে ধন্যবাদ দিতে পারি নাই। কারণ সামু ব্যস্ত ছিলো। একটা রিকমেন্ট ৩/৪ লিখেও পোষ্ট হয় নাই। আমি দুঃখিত।
১৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০২
খাগড়াছড়ির পাহাইড়া বলেছেন: লেখক বলেছেন: রুম ডেটিং হইলো "রুমের দরজা-জানলা বন্ধ কইরা, ডিম লাইট জ্বালাইয়া বান্ধবীর ওড়নার ওজন মাপা, জামার সাইজ দেখা আর পায়জামার ফিতা কত শক্ত তা টেষ্ট করা।"
P:
বেসম্ভব ভালো হইছে ডেফিনেশনটা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০
ভিটামিন সি বলেছেন: খাইছেরে!!!! পোষ্টের চেয়ে দেখি কমেন্টেই বেশি জনপ্রিয়। আমি কই যাই। একটা ফুল ও কেই দিল না রে।
১৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৭
জহির উদদীন বলেছেন: লেখক বলেছেন: রুম ডেটিং হইলো "রুমের দরজা-জানলা বন্ধ কইরা, ডিম লাইট জ্বালাইয়া বান্ধবীর ওড়নার ওজন মাপা, জামার সাইজ দেখা আর পায়জামার ফিতা কত শক্ত তা টেষ্ট করা।"
শুভ কামনা ও দোয়া রইল....
আপনার সাথে আমার একটি বিষয় মিলে গেল....
আমিও আমার বউকে খুবই ভালবাসি কিন্তু প্রকাশ করি না......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১২
ভিটামিন সি বলেছেন: জহির ভাই কেমন আছেন। মিলবেই তো। আপনার আর আমার আদর্শিক মিল আছে যেমন, তেমনি বাহ্যিক, চারিত্রিক মিল থাকাটাও অসম্ভব কিছু নয়। ধন্যবাদ।
১৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৩
সংবিধান বলেছেন: অনেক অনেক অনেক দোয়া ভাইয়া......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২০
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে আপু।
১৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
জাহিদ ২০১০ বলেছেন: রুম ডেটিং এর সংজ্ঞা তো দিলেন এইবার বাসর রাইতের সংজ্ঞাটাও দিয়া ফালান।
আইজ একজনকে অফার দিসিলাম যদিও সে ভাবছে দুষ্টামি কিন্তু আমি সিরিয়াস ভাবে বলছিলাম অবশ্য সে বুঝে নাই।
দোয়া রইল আপনাদের জন্য।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪২
ভিটামিন সি বলেছেন: ধইন্যবাদ। সব কিছুই রেডিমেড পাইতে চান কেন? কিছু নিজে আবিস্কার করেন।
তথ্য অধিকার আইনে আপনার কাছে তথ্য চাইতেছি।
কারে অফার করেছিলেন? তারপূর্ণ বৃত্তান্ত দিন, কারেন্ট মোবাইল নং সহ। তারপর আপনি যেভাবে অফার করেছিলেন আমি আপনার পক্ষে আপনার বক্তব্য সম্পূর্ণ অবিকৃত অব্স্থায় তার নিকট উপস্থাপন করবো। সাবজেক্ট/অবজেক্ট চেঞ্জ হবে না কইলাম।
তথ্য না দিলে কিন্তু আইনে ...
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার বিয়ে মঙ্গলময় হোক।পুতুল পুতুল বউটার জন্য শুভকামনা থাকলো।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদসহ শুভ কামনা। দেখি পড়ে কি লিখেছি। সবাই পুতুল দুইবার লিখে কেন?
পড়লাম। আমিতো একবারই লিখেছি। একটা কথা বলি; এই তিন বছরে আমাদের একদিনের জন্য ঝগড়া, কথা কাটা-কাটি বা মনোমালিণ্য হয় নাই।
২১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
জাহিদ ২০১০ বলেছেন: যেই তথ্য অধিকার আইনে আপনি আমার কাছে তথ্য চাইতেছেন সেই অধিকারে আমিও বাসর রাইতের সংজ্ঞা চাইছি। কি করছেন না করছেন তা জানতে চাই নাই।
যদি তাও জানাইতে চান তাতে কর্তৃপক্ষের কোন বাধা নিষেধ নাই।
সে হইল প্রাইমারীর টিচার এবং একই ব্যাচমেট। তাকে আমার খুব পছন্দ তবে সে আমাকে লাইক করে কিনা বুঝতে পারছি না। অবশ্য স্যারের কাছে যখন ব্যাচ পড়তাম সর্বপ্রথম সেই আমার কাছে বেশি ফ্রি ভাবে কথা বলা শুরু করছিল। অনেক কষ্টে নাম্বার যোগাড় করছি। দোয়া কইরেন যাতে ঠিকমত প্রপোজ করতে পারি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৩
ভিটামিন সি বলেছেন: আল্লাহর নাম নিয়া কোমরে লাল সুতা বাইন্ধা নাইম্যা পড়েন।
কি কইলেন, প্রাইমারীর টিচার? খাইছে আপনার কি আকার আছে? আকার না থাকলে কিন্তু কাজ হওয়ার সম্ভাবনা কম। কারণ উনি কমপক্ষে কলেজ টিচার খুজবেন।
২২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন: রুম ডেটিং হইলো "রুমের দরজা-জানলা বন্ধ কইরা, ডিম লাইট জ্বালাইয়া বান্ধবীর ওড়নার ওজন মাপা, জামার সাইজ দেখা আর পায়জামার ফিতা কত শক্ত তা টেষ্ট করা।"
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৪
ভিটামিন সি বলেছেন: এই সঙ্গা আবার আপনার বান্ধবীর উপর ট্রাই কইরেন না। সবার জন্য সব সুত্র কামে দেয় না। বিকল্প খুজে বের করুন।
২৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
শ্যামল জাহির বলেছেন: অনেক গুলো ফুল দিলাম!
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
ভিটামিন সি বলেছেন: মিয়া ভাই, ফুল তো দিলেন; কিন্তু কোনঠে? কাল্পনিক ফুল, কাল্পনিক ভাবেই নিলাম। ধইন্যা।
২৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
সািহদা বলেছেন: আমাদের পুতুল পুতুল ভাবীটার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো!
ভালো থাকবেন। আচ্ছা ভাইয়া ভাবী কি জানে আপনার “সারার” কথা ???
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
ভিটামিন সি বলেছেন: আপনার অনেক ভালোবাসা আপনার পুতুল ভাবীর কাছে রাতে পৌঁছে দেব।
জ্বী আপু। সবই জানে। সব কিছুই আমি বিয়ের প্রথম রাতেই তার সাথে শেয়ার করেছি। কিছুই বাদ রাখিনি। কারণ পরে আস্তে আস্তে একটু একটু জানবে আর কষ্ট পাবে, সংসারে অশান্তি আসবে সেটা ভালো হবে না ভেবে আমি আগেই বলে দিয়েছি। আরো এই ভেবে বলেছি যে সব জেনে যদি সে মনে করে আমার সাথে থাকবে না তাহলে তাকে আমি স্ব-সম্মানে পরের দিনই ফিরিয়ে দেব।
কিন্তু সে বলেছে, কলেজ-ভার্সিটিতে পড়লে এমন একটু প্রেম, সম্পর্ক হয়ই। যা হবার হয়ে গেছে। এখন আমরা স্বামী-স্ত্রী। এরপর থেকে আপনি শুধু আমাকেই ভালোবাসবেন।
এমন কথা শুনে তো আমি অবাক। ১৫ বছরের মেয়ে বলে কি!! আসলে প্রকৃতি মেয়েদের পরিপক্কতা ছেলেদের আগেই দিয়ে দেয়।
২৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
সািহদা বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/148743/small/?token_id=152d0c0c1ef3691a6ada9a1a9c70a7f6
শুভ বিবাহ বার্ষিকী।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
ভিটামিন সি বলেছেন: নাইস হইছে।
২৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
রাহুল বলেছেন: শুভকামনা।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ।
২৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
জাহিদ ২০১০ বলেছেন: আকার আছে না মানে বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করি কি সাধে । কিছুক্ষন আগেও কথা কইলাম তয় মনে হয় মাইয়্যা ও ক্রাশ খাইবো আমার উপর। ব্লগার ভাই বোনেরা মোর জন্য দোয়া রাইখেন।
আপনি কিন্তু আমার প্রশ্ন এড়াইয়া যাইতেছেন যা আমার ব্লগের শর্তাবলীর পুরাপুরি লংঘন এবং আইনত ধন্ঢনীয়। খেমার অযোগ্য অফড়াধ
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
ভিটামিন সি বলেছেন: না মানে ভাবছিলাম আপনি ছাত্র। এখন দেখছি দিনমজুর। হা হা হা। আপনি যদি বলতে সাহস না পান তাহলে আমাকে উকিল নিয়োগ করতে পারেন। আমি কিন্তু ভালো পোলা। কথা দিতাছি শুধুমাত্র উকিল ই থাকুম।
বিয়া কইরা ফালাইছি তো।
শুনেন, কতাটা বলার মতো বয়স এবং সামাজিক-অর্থনৈতিক অবস্থান যেহেতু আপনার আছে, ভয় না পেয়ে বলেই ফেলুন। সেও হয়তো আপনাকে মুখ ফুটে বলতে পারতেছে না। আহা বেচারী। আমরা তো আপনার লেঞ্জা ধইরা আছিই। লৌড়ানি দিলে লৌড় দিমু।
সে যদি না করে পরে আমারে নিয়োগ দিয়েন। আমি কথা দিতাছি আপনার উপর ক্র্যাশ খাওয়াইয়া দিমু।
২৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
নীলজোঁনাক বলেছেন: শুভবিবাহ বার্ষিকী। আমি কিন্তু কাওকে বল্লাম নাহ যে তুমি সারার সাথে রাতে ডেটিং মারতা আর হেলমেট কিনবার গিয়া আমারে দেইখা ফেরত আসছিলা.
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১০
ভিটামিন সি বলেছেন: মামারে, গোপন কথা ফাঁস কইরা দিলা। কথা তো দিছিলা কাউকেই কইবা না।
২৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
জাহিদ ২০১০ বলেছেন: আপনি কিন্তু আমার প্রশ্ন এড়াইয়া যাইতেছেন যা আমার ব্লগের শর্তাবলীর পুরাপুরি লংঘন এবং আইনত ধন্ঢনীয়। খেমার অযোগ্য অফড়াধ
ইনশাআল্লাহ্ আজকে বলব। জানি না কপালে কি আছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১২
ভিটামিন সি বলেছেন: ফোন নাম্বার দেন। ফোনে বলি। আমারটা নেন +৬৫ ৮৪৪০৩৯৫২।
ভালো ভাবে বোকা সোকা সেজে অফারটা কইরা ফালান। ক্র্যাশ খাইলে পরে চালাকি কইরেন। আগেই চালাকি করতে গিয়া ধরা খাইয়েন না। সুব খামণা তাখল।
৩০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: লেখক বলেছেন: রুম ডেটিং হইলো "রুমের দরজা-জানলা বন্ধ কইরা, ডিম লাইট জ্বালাইয়া বান্ধবীর ওড়নার ওজন মাপা, জামার সাইজ দেখা আর পায়জামার ফিতা কত শক্ত তা টেষ্ট করা।"
চরম কইসেন।
আচ্ছা ভাই পুতুল ভাবীকে রাইখা এত দূরে ক্যামনে? ভাবীর কিন্তু অনেক কষ্ট হয়। যত জলদি পারেন দ্যাশে ফিরা যান।
সারার সাথে বিয়া না হইয়া ভালাই হইসে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।
ভাই বাসর রাইতের একটা চরম সংগা চাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৩
ভিটামিন সি বলেছেন: আচ্ছা আগামী কাল দিমু। সাথে থাকবেন। আর আপনার মন্তব্যও কাল আপডেট করা হবে। আজকে অফিস টাইম শেষ। বাসায় যাচ্ছি।
৩১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯
সূর্য হাসান বলেছেন: শুভবিবাহ বার্ষিকী।অনেক অনেক ভালো থাকুন দুজনে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ সহ শুভ কামনা রইল।
৩২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮
জাহিদ ২০১০ বলেছেন: কার নাম্বার দিমু??
আর চালাকি মানে ঠিক বুঝলাম না অবুঝ তো??????
আর আপনে পায়জামার গিট শক্ত কিনা চেক করতে গিয়া হেলমেট নিয়া কি করেন।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১২
ভিটামিন সি বলেছেন: যার কাছে গেলে আপনার হাওয়া বেরিয়ে যায় তারটা দিবেন। নাম্বার না দিলে উকালতি করবো কেমনে?
চালাকি মানে হল বেশি ভাব নিয়া হিরো সাজার দরকার নেই, এটাই বোঝাইতে চাইছিলাম।
হেলমেট ছাড়া গেলে মাইর খাওয়ার ভয় আছে না। হেলমেট আপনার মাথাকে সুরক্ষা দিবে।
৩৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫
শীলা শিপা বলেছেন: প্রশ্ন যা ছিল উপরের কমেন্টের উত্তরে পেয়ে গেলাম। আর কিছু জানার নাই। শুধু অনেক অনেক দোয়া আর শুভকামনা আপনাদের জন্য।
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৩
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার জন্যও শুভ কামনা রইল।
৩৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাইরে, আমার বান্ধবী নাই, বউ আছে...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৩
ভিটামিন সি বলেছেন: তাইলে আমরা সেম টু সেম। বুখে আয় আবুল। হি হি হি।
৩৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তয় আপনের ১৮ বছরের বউরে দেশে একা রাইখা দেয়া কোন মতেই ভাল হইতেছে না, দুর্ঘটনা ঘটবার পারে...
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৬
ভিটামিন সি বলেছেন: এইডাই তো চিন্তার বিষয়। বউতো আশ্বাস দিছে কোন দুর্ঘটনা ঘটাইবো না। তাছাড়া বউকে তার বাপের বাড়িতে বেশি দিন থাকতে দিই না। বড়জোড় তিনদিন। বউ তার বাপকে খুব ভয় পায়। বাপ পিটায় তো। (কইতে শরম লাগে - উনি পুলিশ)।
৩৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫০
এইস ম্যাকক্লাউড বলেছেন: শুভ বিবাহবার্ষিকী
সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১৭
ভিটামিন সি বলেছেন: শ্বশুর উপস্থিত ছিলো। আর কামডা হইছে ২০১০ সালে। এখন আর সমস্যা নাই।
৩৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৪
জহির উদদীন বলেছেন: আলহামদুলিল্লাহ....মহান আল্লাহ পাকের দয়ায় ভাল আছি.....
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
ভিটামিন সি বলেছেন: ভালো থাকুন, এটাই তো কামনা করি।
৩৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
নেক্সাস বলেছেন: আমি ভাবছিলাম দাওয়াত খাবো এখন দেখি পুরান কাহিনী
১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
ভিটামিন সি বলেছেন: আসেন সিংগাপুরে। দাওয়াত খাওয়াই। কোথায় খাবেন?
পিৎজাহাটে?
ম্যাকডোনাল্ডস এ?
কেএফসি তে?
থাই রেস্টুরেন্ট এ?
চাইনিজ রেস্টুরেন্ট এ? (কম দামী খাবার)
ইন্ডিয়ান রেষ্টুরেন্ট এ?
কোরিয়ান রেষ্টুরেন্ট এ? (কুত্তা, কুমিরের মাংস পাওয়া যায়)
মালয় রেষ্টুরেন্ট এ? (হানি বি)
ইতালিয়ান রেষ্টুরেন্ট এ?
আগে বুকিং দিতে হবে; তাই জানতে চাইলাম।
৩৯| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫
ড. জেকিল বলেছেন: "তোমোদাচি" এর মন্তব্যের রিপ্লাই টা আমার খুব সুন্দর লেগেছে।
সুন্দর সুখী জীবন কামনা করছি। আপনার লিখা পড়লেই বুঝা যায় বউকে খুব ভালোবাসেন। ভালো থাকবেন, দুজনই।
দোয়া শুধু চাইলেই হবেনা, আমাদের জন্যও করতে হবে।
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৯
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে অসংখ্য। ভালোবাসার জন্যই তো ভালোবাসা। তাই না? যদি ভালোবাসার প্রয়োজন না থাকতো তাহলে তো ভালোবাসার সৃষ্টিই হতো না। তাই তো ভালোবাসি। বউটা যে পুতুল তাইতো ভালোবাসতে ইচ্ছে করে।
আচ্ছা, আপনাদের জন্য মন খুলে দোয়া করলাম। ভালো থাকবেন।
৪০| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮
আহমেদ আলিফ বলেছেন:
খুবই অনুপ্রাণিত হলাম!
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৮
ভিটামিন সি বলেছেন: এই অনুপ্রেরণা কাজে লাগিয়ে একটা পুতুল ঘরে নিয়ে আসুন। দেখবেন প্রতি মুহুর্ত্বে অনুরণিত হচ্ছেন। শুভ কামনা রইল আপনার জন্য।
৪১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৬
এহসান সাবির বলেছেন: সুন্দর সুখী জীবন কামনা করছি।
১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে সাথে ঈদীয় শুভেচ্ছা।
৪২| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
এন ইউ এমিল বলেছেন: আফনের শুখে কিচ্ছু আটকায়না দেখি? রোমে ডেটিংএর ডেফিনেশেন দিয়া দিলেন?
বউটাকে বলি পড়া লেখাটা কর, ভাই খুব কষ্ঠ লাগে যখন সে না করে দেয়। গত দেড়টা বছর পড়ালেখাটা না কইরা আজাইরা রইছে, এস.এস.সিতে ৪.৮ পাইছে ছাত্রি হিসাবেও খুব খারাপ না, কেন যে পড়ালেখার প্রতি এত অনিহা বুঝলামনা, অথচ বিয়ার দুইদিন আগে আমারে ফোনে কাইলো "বিয়ার পড়ে আমারে পড়ালেখা করতে দিবেন?" খুব কষ্ট লাগে.
২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৯
ভিটামিন সি বলেছেন: আপনার বউ আমার ভাবী পড়ালেখা বিষয়ে তাইলে পল্টি খাইছে? কন কি ভাই। আপনার তো পল্টি খাইলেও সমস্যা নাই। টাকা পয়সা আছে, ভালো এলাকায় বাড়ি, ভালো জব করেন। আমার তো এসব কিছুই নাই। তাই বউকে পড়াশোনা করাইয়া আমার জীবন চলার পথটা মসৃণ করতে হবে। কিন্তু বউ আমার ছাত্রী হিসেবে ভালো না। অঙ্ক খালি মুখস্ত করে। একদিন পিটানি দিছি এর লাইগা। হিসাব বিজ্ঞানের বড় বড় অঙ্গ মুখস্ত কইরা ফালায়।
৪৩| ২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
এন ইউ এমিল বলেছেন: ভাই ইতা কিতা কইন? টাকা পয়সা আছে, ভালো এলাকায় বাড়ি, ভালো জব করেন। আফনে কেমতে জানছুইন? মিছা কতা কইন কেরে?
আর আমি হিসাব বিজ্ঞান বালা পারি, আমার কাছে কয়দিন অংক করাইতে পাডাইয়া দিয়েন!
(বি:দ্র: কোন দুর্ঘটনার ঘটিলে আমি দায়ি থাকিবনা)
৪৪| ২১ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০০
ভিটামিন সি বলেছেন: ভাইয়ের কাছে বোন গেলে দূর্ঘটনা ঘটবে না। আর হিসাব বিজ্ঞান, ব্যাংকিং ও বীমা এই দুই বিষয়ের জন্য তার কলেজের এক স্যার (আমার কাকার শালা মানে মামা) এর কাছে প্রাইভেট পড়ে। মনে হয় সমস্যা হবে না। দোয়া করবেন এই বার ইন্টার দিবো।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক অনেক দোয়া রইল।
একটা কথা খুব জানতে ইচ্ছে হচ্ছে, সারা কেন এমন করল, যেখানে সবাই রাজী ছিল....