![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
৪ দিনের ছুটি পাইতেছি। আগামী ৩১/০১/২০১৪ তারিখ থেকে ০৩/০২/২০১৪ পর্যন্ত। ইচ্ছা করলে আরো ২/৩ দিন লিভ এপ্লাই করে মোট ছুটি টা আরো একটু এক্সটেন্ড করা যায়। কোথায় যে যাই বোঝতারতাছি না। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড না আমার ছোট্ট টুনটুনি বউটার কাছে - বাংলাদেশে। গতকালকে POSB এর মাষ্টার কার্ড হাতে পেলাম। এখন আর টাকা/ডলার পকেটে নিয়ে ঘুরতে হবে না। কার্ডটা করতে পাসপোর্ট নিয়ে ব্যাংকে হাজির হতে হয়েছে। তাই এখনো পাসপোর্ট টা হাতে আছে।
২০ তারিখে বোনাস পাইতেছি ২২০০+ ডলার। কি যে করি.....
৩১ তারিখে চায়নিজ নিউ ইয়ার শুরু। ১ তারিখে চায়নিজ নিউ ইয়ার এর ২য় দিন। ওইদিন আবার সাপ্তাহিক ছুটি। তাই ১ তারিখের ছুটি পড়েছে নেক্সট ৩ তারিখে। ২ তারিখে আবার সাপ্তাহিক ছুটি। সুতরাং মোট ছুটি ৪ দিন। টাইগার এয়ারওয়েজ আবার বিশাল বিশাল অফার দিয়ে বসে আছে মালয়েশিয়া, থাইল্যান্ড গমনে।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
ভিটামিন সি বলেছেন: ভাইজান কি রাগ হইছেন??? আপনার মন্তব্য মনে রাখলাম।
২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: বউ এর কাছে যান এর চাইতে ভাল আর কিছু হপে না।।।।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
ভিটামিন সি বলেছেন: বউ তো আমার বিটকা হইয়া গেছে। আইতে চাইলে কয়, তুমি আমার এইচএসসি পরীক্ষার আগে আইসো না, জানু-মনু। এইচএসসি যে কবে শেষ হবে....
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
নতুন বলেছেন:
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
ভিটামিন সি বলেছেন: ইমোশান স্প্রে কইরা দিলাইন.......
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
সুমন কর বলেছেন: ছুটি ৬দিনের, তাই মালয়েশিয়া ঘুরাই আসেন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৪
ভিটামিন সি বলেছেন: এটাই চিন্তাইতাছি। সিংগাপুর-টু মালয়েশিয়া। একটা সেইরাম বাস ভ্রমণ করা যাবে।
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
ফিলিংস বলেছেন: বউ কি এক টাই, না.....আ.......।।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
ভিটামিন সি বলেছেন: হুম হেইডাই তো কথা। বিবাহিতা বউ ১টাই। অবিবাহিতা একটা ছিলো, সেইটা ২০০৮ এ ভাগছে। আর মোবাইল বউ তো ছিল ৩/৪ টা। বিয়ে করার পরে ওগুলা ডিলিট দিছি।
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: ভাবীকে দেখে আসুন, ভালো লাগবে। এই ল্যান্ড ঐ ল্যান্ড না দেখে হোমল্যান্ড থেকে ঘুরে আসুন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
ভিটামিন সি বলেছেন: যাবো?? যাওয়া অবশ্য দরকার। কিন্তু বউ যে কয় আমি আসলে তার এ+ এ ঘাটতি পড়বো.....
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪০
ইফতেখার ভূইয়া বলেছেন: ভাই সাহেব, ভাবীকে বলবেন, জীবনে এ+ পাওয়াটাই সব না। সুখ, মায়-মমতা, ভালোবাসা এ+ পাওয়ার চেয়েও বেশী জরুরী।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৭
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে। রাতেই কনভারসেশন পিরিয়ডে বিষয়টা ফিক্সট করন লাগব। ভালো থাকবেন।
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
যেইখানেই যান না কেন ফিরা আইসা বিস্তারিত জানাইয়েন।
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮
ভিটামিন সি বলেছেন: চেষ্টা করবো যতটা পারি। আমাকে কমেন্ট করার জন্য সাধুবাদ জানাই। ভালো থাকার শুভ কামনা রইল।
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২০
মোঃ আনারুল ইসলাম বলেছেন: ''বাঙ্গালীর এই এক সমস্যা। কোন একটা বিষয়ে না জেনেই একটা কিছু বলে বসা, করে বসা'' কিছু আর কমু না কইলে দোষ হইয়া যাবে।
কান্ডারি অথর্ব বলেছেন: যেইখানেই যান না কেন ফিরা আইসা বিস্তারিত জানাইয়েন।
আমি জিজাবো না বাড়ীত এসে ভাবির লগে কি করেছেন।
:!>
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬
ভিটামিন সি বলেছেন: জিগাইবেন না কেরে... জিগাইয়ালাইবাইন... জিগাইতে তো কোনু সমস্যা নাইক্ক্যা।
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫
হেডস্যার বলেছেন:
অবশ্যই ভাবী'র কাছে যাবেন...বেচারী তো একা একা আপনার আশায় দিন গুনে।
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৬
ভিটামিন সি বলেছেন: হ ঠিকই কইছুইন। খালি দিন না; বছর, মাস, ঘন্টাও গুনে।
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৯
প্রবাসী পাঠক বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:
যেইখানেই যান না কেন ফিরা আইসা বিস্তারিত জানাইয়েন।
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৭
ভিটামিন সি বলেছেন: তাইলে রিপ্লাইটাও ওইখান থেকেই পইড়া নিবেন আশা করি। ধইন্যা।
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: আমি ২২০০ডলার পাইলে পাতাল খুইরা নামা শুরু করতাম
১৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩
ভিটামিন সি বলেছেন: কেন ভাই, পাতালে কি আরো কোন বাংলাদেশ বা পাহাড় অথবা রেল লাইন আছে নাকি?
২২০০ ডলার (সিংগাপুর ডলার; ১ ডলার = ৬১.৫০ টাকা) খুব বেশি কিছু না।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮
পথহারা নাবিক বলেছেন: মিয়া বউ এর কাছে যাইবেন এইটা কইতে হয় নাকি!!