![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
আজ হঠাৎ করে আমার গানের আর্কাইভ ঘাটতে ঘাটতে একটা ফোল্ডার চোখে পড়লো মিক্সড। সেটা ওপেন করতেই এই গান পেলাম। গানটা মনে হয় জুয়েলের।
আমি পারিনি মুছে দিতে,
তোমাকে এই মন থেকে-
সহজেই যা পেরেছো তুমি।
শোন গো প্রিয়তমা,
তবু করেছি ক্ষমা,
শুধু স্মৃতিটুকু আজো ছাড়িনি;
ভুলতে পারি নি, ভুলতে পারি নি
ভুলতে পারি নি ...... তোমাকে।।
তোমার দেয়া
সব কষ্টকে আপন করে
সাজিয়ে রেখেছি
সযতনে তা এই অন্তরে।
তুমি ছাড়া জীবন এমন হবে
আগে এ এ ভাবি নি।
ভুলতে পারিনি, ভুলতে পারি নি ই
ভুলতে পারি নি ই ই ই - তোমাকে।।
এই জীবনে
যে আলো তুমি জ্বেলেছিলে
জানি না কেন আজ তুমি
তা কেড়ে নিলে....
আমি তোমার মতো এমন আপন
কাউকে ভাবিনি।
ভুলতে পারিনি, ভুলতে পারি নি ই
ভুলতে পারি নি ই ই ই - তোমাকে।
আমি পারিনি মুছে দিতে,
তোমাকে এই মন থেকে-
সহজেই যা পেরেছো তুমি।
শোন গো প্রেয়তমা,
তবু করেছি ক্ষমা,
শুধু স্মৃতিটুকু আজো ছাড়িনি;
ভুলতে পারি নি, ভুলতে পারি নি
ভুলতে পারি নি ...... তোমাকে।।
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১
ভিটামিন সি বলেছেন: আন্নে কইছুইন, তাইলে তো ছমৎকার হপেই।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৮
নকি৬৯ বলেছেন: ভাই লিরিক্স টা দেন। আমরাও শুনি.....................
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ভিটামিন সি বলেছেন: এটা তো আমার কম্পিউটারে আছে। কিন্তু লিংক তো দিতে পারছি না ভাই। ধন্যবাদ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০
নকি৬৯ বলেছেন: ভাই লিংক টা দেন। আমরাও শুনি.....................
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ভিটামিন সি বলেছেন: এটা তো আমার কম্পিউটারে আছে। কিন্তু লিংক তো দিতে পারছি না ভাই। ধন্যবাদ।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৩
নক্ষত্রপথ বলেছেন: পুরান গান নতুন ভিডিও
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৪
ভিটামিন সি বলেছেন: চাই নতুন কিছু।
৫| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২০
এন ইউ এমিল বলেছেন: পুরনা গান হুনেন কেরে?
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৪
ভিটামিন সি বলেছেন: কি অরতাম। পুরান গান বালা লাগে যে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৩
এম এ কাশেম বলেছেন: ছমৎকার তো.............।
শুভ কামনা।