![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
আবার যুদ্ধে যেতে হবে
পৃথিবীতে বেড়াতে আসিনি
এসেছি অনেক কাজ নিয়ে।
সংগাহীন মনের অধিকার দিয়েছে
সৃষ্টিকর্তা নিজেই।
ক্ষমতালোভী আর ক্ষমতাভোগীদের
যুক্তিতে লড়তে হবে।
লক্ষ লক্ষ লোক শহীদ হয়নি
এই ঠকবাজি মেনে নিতে।
এই ইন্টারনেটের যুগে
মৌলবাদী মানসিকতা এখনই রুখতে হবে;
বাক-স্বাধীনতা, মুক্তচিন্তা, সম্প্রীতি করতে হবে।
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়....
মানবনা কোন নেতা-নেত্রী কিংবা
রাজনীতিক দলের সুবিধাবদী অংগীকার।
নিরপেক্ষের পক্ষ নিয়ে লড়ে যাবো
আমরা লড়াকু জনতা।
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে! তোরা সারা বাংলায় খবর দিয়ে দে!!
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে! তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে!!
মোদের আবার যুদ্ধে যেতে হবে।
পালা বদল করে ক্ষমতা দখল আজ
ব্যবসা বাংলাদেশে,
দলীয়করণ আর মানুষের মরণ চলছে
হাতে হাত রেখে।
২৫ বছর পরে করুনার দৃষ্টিতে
বিশ্ব তাকিয়ে আছে;
৬৩ বছর পিছিয়েছি মান
তাতে বিশ্বের কি যায় আসে??
আজ ধর্ষণ, কর্ষণ, এসিড নিক্ষেপন অস্ত্রধারী চারিদিকে
বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ঘটনা কিং ক্ষমতা অটুট রেখেছে।
শান্তি দে!! দে বসতে দে!!
নইলে মোদের খুনী সন্ত্রাসীদের সম্মুখে লড়ার অস্ত্র হাতে তুলে দে!!
চাকরি দে!! দে চাকরি দে!!
নইলে মোদের অসৎ পথে বেঁচে থাকার অধিকার দে!!
তোরা সারা বাংলায় খবর দিয়ে দে! তোরা সারা বাংলায় খবর দিয়ে দে!!
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে! তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে!!
মোদের আবার যুদ্ধে যেতে হবে।
আয় তোরা আয়, নির্ভয়ে তোরা আয়....
মানবনা কোন নেতা-নেত্রী কিংবা
রাজনীতিক দলের সুবিধাবদী অংগীকার।
নিরপেক্ষের পক্ষ নিয়ে লড়ে যাবো
আমরা লড়াকু জনতা।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪১
ভিটামিন সি বলেছেন: এটা আমার কথা না। মাকুসুদ এর কথা। ধন্যবাদ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০২
নক্ষত্রপথ বলেছেন: সামার ওয়াইন
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৩
ভিটামিন সি বলেছেন: বুঝে না কিছু, আলুরে কয় লিচু!!
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৮
nurul amin বলেছেন: হটাত্ খবর দেয়ার প্রশ্ন কেন?
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৮:৫৮
ভিটামিন সি বলেছেন: ভাবী কেমন আছেন?
৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২২
এন ইউ এমিল বলেছেন: খেপলেন কেন?
৫| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০১
ভিটামিন সি বলেছেন: একটা বউ আছে না আমার, এই শালী প্রত্যেইক রাইতে ফোনে খালি ক্যাচাল লাগার আমার সাথে। খালি কয় হেতিরা নাকি ৪২% ভোট পাইছে। কন তো মেজাজ টা কেমন লাগে?? টিভি, পত্রিকা এমনকি যারা ভোট নিছে তারাও কয় ৫-৭% ভোট পড়ছে। আর বউ কয় ৪২%। মনে হয় হা----নার খাসিলত পাইছে। এই জন্য ক্ষেপছি। একটা রাম ডলা দিলেই ঠিক অইয়া যাইব।
৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:২১
এম এ কাশেম বলেছেন: মাঝে মাঝে খেপে যাওয়া ভাল,
খেপুক সারা বাংলা।
০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৩
ভিটামিন সি বলেছেন: হুম ক্ষেপুক সারা বাংলা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৪
সাহাদাত উদরাজী বলেছেন: তোরা সারা বাংলায় খবর দিয়ে দে! তোরা সারা বাংলায় খবর দিয়ে দে!!
তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে! তোরা দেয়ালে দেয়ালে চিকা মেরে দে!!