![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
শুভ্রদেবের সেই গানটা মনে পড়ে গেলো। যদিও বর্তমান পরিস্থিতিতে কিছু মডিফাই প্রয়োজন। সেই গানটা ছিল:-
"গুডলাক বাংলাদেশ, গুডলাক...
বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শুভ হউক।
কোটি কোটি প্রাণ আজ উদ্বেলিত .. যাত্রা শুভ হউক। অথবা
জয় চাই জয় চাই....
এটাই বাংলাদেশ ক্রিকেট নিয়ে শোনা আমার প্রথম গান। সময়টা মনে হয় '৯৮ সাল। এইট / নাইনে পড়ি তখন। আমার একটু টু ব্যান্ড রেডিও ছিলো, যা আমি আর আমার বড় আপা ব্যবহার করতাম খেলা শুনার জন্য। অধীর আগ্রহে শুনতাম জাফর উল্লাহ শরাফত, মুসা ভাই, অনুপম হোসেন এর কণ্ঠ + আরো কয়েকজনের যাদের নাম মনে নেই।
আজ আর সেইরকম গান কোন মাধ্যমে প্রচার করা হয়। প্রানে কোন উদ্বেলতা আসে না, খেলার সময়। সেই বিশ্বকাপে যাত্রা আর আজকের টেষ্ট আমার দৃষ্টিতে প্রায় সমান। কারণ আমরা কিছু বুদ্ধি প্রতিবন্ধীর র্নিবুদ্ধিতার কারণে টেষ্ট ক্রিকেট থেকে প্রায় ছিটকে পড়ছিলাম। তাই গত খেলাটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু আজকের এই খেলা নিয়ে আবারও সেই ৯৮এর মতো আশাবাদী। ৯৭ এ আইসিসি কাপ জয়ের শেষ বলের ধারা বিবরণী শুনেছিলাম মনে হয় চৌধুরী জাফরউল্লাহ শরাফতের মুখে। শাহরিয়ার হোসেন বিদ্যুত নাকি বিদ্যুতের গতিতে ১ রান নিয়ে তুলে এনেছিলেন বেধে দেয়া ওভারে ১৬৬ রানের শেষ স্তম্ভ। পরের দিন কোচিং এ যাবার সময় দেখেছি রাস্তায় যত গাড়ি ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছে, সবগুলিই লাল, নীল রং এ রঙ্গীন। সেই রং শুধু রং ছিলো না। ছিলো আমাদের আবেগ, ক্রিকেটের প্রতি ভালোবাসা, খেলোয়াড়দের প্রতি ভালোবাসা। সেই আবেগ এখন আর মানায় না। এখন আমাদের হস্ত কঠিন করতে হবে। আর ঘুমাইস না তোরা। হাত শক্ত কর। ঘুরিয়ে মার। মেরে মেরে বল মাঠের বাইরে পার করে দে। কিন্তু কথা আছে, উইকেটেও থাকতে হবে - রানও চেজ করতে হবে। পত্রিকার পাতার শিরোনাম চাই না। ৯৭ এর আইসিসির মতো মনের ভিতরে শিরোনাম হয়ে থাক রে ভাই তোরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত: ২৪৫/২ (৬৬.১ ওভার)
আর ক্রিকেট নিয়ে আরো ভালো ভালো গান চাই।
দুর কি লিখলাম।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪২
ভিটামিন সি বলেছেন: শাবাস..... বাঘের থুক্কু যুবক বাঘ। আমি ইএসপিএন এ স্কোর দেখতে পাচ্ছি না।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
দি সুফি বলেছেন: পাগলামী করতে গিয়া একটা আউট। উইকেট না বিলিয়ে দিয়ে আসলে এরা মনে শান্তি পায়না।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩
ভিটামিন সি বলেছেন: কন কি ভাই?? এমন টা করলি কেন? বাসায় গিয়ে খেলা দেখব বলে ৭ ডলার দিয়ে এক জিবি নেট কিনেছি। আর এভাবে উইকেট দিলি?? আর দিস না।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭
নিশাত তাসনিম বলেছেন: আপডেট 232/2 (61.4)
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। আপডেট করে দিচ্ছি।
ব্রডব্যান্ড লাইন; তারপরেও আজকে নেট খুব স্লো।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৫
মামুন রশিদ বলেছেন: গুড নিউজ । এরা যেমন মন খারাপ করে দেয়, তেমনি মন ভালোও করে দিতে জানে । সাবাস বাংলাদেশ!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮
ভিটামিন সি বলেছেন: শাবাস বাংলাদেশ। বাচ্চা বাঘ মাঠে আসছে। এবার কামড় দিবে!! সবাই জোরে তালিয়া।।।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:২১
নিশাত তাসনিম বলেছেন: বাঘের বাচ্চা সাকিব নামছে দেখা যাক কি করে
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৩
ভিটামিন সি বলেছেন: হাডাইলাইবো।
৬| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৭
এন ইউ এমিল বলেছেন: ৩ উ্ইকেটে ৪৭ ওভার খেইল্লাইছে এর পরে আর কিছু আশা করিনা
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:০৩
ভিটামিন সি বলেছেন: ভাইজান, এইটা গতকালকের পোষ্ট না। অনেকদিন আগের। শ্রী-মরিচের সাথে টেষ্ট ম্যাচের সময় দেয়া পোষ্ট। কমেন্টের জন্য ধণ্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৮
ফিলিংস বলেছেন: দুই জনের ১০০ পার....শাবাস