![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
এই দুর পরবাসে
তারা গুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
মাঝে মাঝে স্বপ্নের বেশে
স্মৃতিরা এসে, আমাকে করে যায়
বড়বেশি এলোমেলো।
এই দুর পরবাসে
তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
মনে পড়ে যায় -
বন্ধুদের আড্ডামুখর প্রহর
তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর।
সেখানে হয়তো সবাই
ব্যাস্ত মেলেনা সময়
তবুও সেখানেই ফিরে যেতে চায়
ফেরারী এ মন।
এই একাকী জীবন
ভালো লাগে না আমার
ভীষন্ন দিনের শেষে,
ভীষন্ন রাতের শেষে।
এই দুর পরবাসে
তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
মনে পড়ে যায়
কখনো পুরোনো তোমাকে
প্রতিটি কষ্ট মাখা
দিনের ফাঁকে।
হয়তো বদলে গেছো
হয়ে গেছো অচেনা তুমি
তবুও তোমাকেই ফিরে পেতে চাই
একাকী আমি।
এই দুর পরবাসে
তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
১২ ই মে, ২০১৪ দুপুর ১:৫৯
ভিটামিন সি বলেছেন: ভালোই লাগে আমার। আজ সকালেও শুনলাম অফিসে বসে।
২| ১২ ই মে, ২০১৪ দুপুর ১:৫৮
দালাল০০৭০০৭ বলেছেন: ♥
১২ ই মে, ২০১৪ দুপুর ২:০০
ভিটামিন সি বলেছেন: ভাইজানের চেহারা দেখে তো মনে হয় না যে ভাইজান একটা দালাল।
৩| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:০১
ভুং ভাং বলেছেন: অনেক পছন্দের একটি গান ।
১২ ই মে, ২০১৪ দুপুর ২:৪৯
ভিটামিন সি বলেছেন: আমারও পছন্দের। পুরো গানটাই এক টানে গাওয়া, কোথাও উচু নিচু নেই।
৪| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৩
পংবাড়ী বলেছেন: বাজে
১৪ ই মে, ২০১৪ সকাল ৭:০৩
ভিটামিন সি বলেছেন: নামটা দেখেই বোঝতে পারছি যে এই লোকটা বাজে।
৫| ১২ ই মে, ২০১৪ বিকাল ৪:০৮
ব্রক্ষ্মপূত্র বলেছেন: সেইরাম একটা গান এটা। আমারও খুব প্রিয় গান এটা।
১৪ ই মে, ২০১৪ সকাল ৭:০৪
ভিটামিন সি বলেছেন: ধইন্যা ব্রো।
৬| ১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
অঘটনঘটনপটীয়সী বলেছেন:
১৪ ই মে, ২০১৪ সকাল ৭:০৫
ভিটামিন সি বলেছেন: চমশা তো খুইল্যা গেলো।
৭| ০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৩৭
লিরিকস বলেছেন: +
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৩
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ।
৮| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২০
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: গানটা শুনি নাই কিন্তু গানের লিরিক্স টা আছে। একজনের কাছ থেকে পেয়েছি, অনেক ভাল লেগেছিল! আপনার কি খবর ভাইয়া? দেশে কি এসেছেন?
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৪
ভিটামিন সি বলেছেন: সত্যিই গানটা আমার খুব ভালো লাগে। দেশে এসেছিলাম ১৬ই মে রাতে। ১৯শে মে থেকে একটা জবে জয়েন করি। ৩রা জুন জবটা ছেড়ে দিয়ে ৩০ শে জুন আবার ব্যাক টু সিংগাপুর।
৯| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৩১
বোকামানুষ বলেছেন: ভাল লাগে গানের কথাগুলো
০৫ ই জুলাই, ২০১৪ রাত ৯:৪৫
ভিটামিন সি বলেছেন: আমারও ভালো লাগে গানের কথাগুলো।
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ দুপুর ১:৫১
এন ইউ এমিল বলেছেন: পুরান গান, অনেক শুনছি,