![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
গতকাল যে এইচ এস সির রেজাল্ট হইছে এইটাতো সবাই জাইন্যাই গেছেন। নতুন কইরা জানাইবার কিছ্ছু নাই।
আমার বাবুর আম্মায় (এখনো বাবু হয় নাই) এইবার বিএম এ আন্ডার টেকনিক্যাল বোর্ডে অংশগ্রহন করেছিলো। বিএম এ তো পড়ালেখা সহজ, কিন্তু ক্লাশ করা লাগে নিয়মিত। সাবজেক্ট ও তো অনেকগুলি দেখলাম। গতকাল যখন রেজাল্ট হয় তখন এই অধম, সিকান্দর বাকসো ওরফে ভিটামিন সি রিজেন্ট এয়ারওয়েজের বিমানে থাইল্যান্ড অথবা মালয়েশিয়ার ৩৫,০০০ হাজার ফুট উপর দিয়া উড়তাছিলো। একটুর জন্য বউ এর আনন্দ মিশ্রিত মুখখানা দর্শন করা থেকে মিস করলো। হালার ফ্লাইট যে ১৩ তারিখে, এই ১৩ তারিখেই আবার রেজাল্ট দিবে তা তো জানতাম না। জানলে আরো দুই দিন পরে ফ্লাইট নিতাম।
রেজাল্টে দেখলাম মোট ১৪টি সাবজেক্টের ডিটেইলস রেজাল্ট দিছে। তার মধ্যে বউ আমার ইংরাজিতে বি+ পাইছে। এই একটার লাইগ্যা রেজাল্ট নাইম্যা গেছে অনেকখানি। কি আর করা, ইংরাজি তো বিদেশী ভাষা। এইটাতে একটু কম পাইতেই পারে। বিদেশী ভাষা নিয়া টানা-টানি না করাই ভালো। আর একটা সাবজেক্টেও একটু খারাপ হইছে। অপয়া সাবজেক্ট টা হইলো: "প্রিন্সিপালস এন্ড মেথডস অব ম্যানেজমেন্ট" এইটাতে পাইছে এ-। এই দুইটার জন্য ফাইনাল রেজাল্ট দাঁড়াইছে ৪.৫০। ফ্যামিলির সব দায়িত্ব সামলিয়ে নিয়ে এই রেজাল্ট তার অর্জন;
টেকনিক্যাল বোর্ডের বিএম এর কোন প্রশ্ন তো মনে হয় আউট হয় নাই এইবার, তাই না? তাইলে লেখা-পড়া করে এই রেজাল্ট খারাপ না। কি কন আপনারা? আন্ডার মেট্রিক বউ আমার ইন্টার পাশ কইরা লাইছে। আর মাত্র ৪/৫ বছর পরেই গ্রাজুয়েট হইবো, ইনশাল্লাহ।
এখন কেমনে কি? কেমনে আপনাদেরকে মিষ্টি খাওয়ামু কন দেহি? সব্বাই একমুঠ চিনি কিইন্যা খাইয়ালাইন।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৯
ভিটামিন সি বলেছেন: আফনার ভাবী আমার বাড়িতে অবস্থান করিতেছে। আর একমুঠ মিষ্টি খাইন।
২| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৫
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
হৈ মিয়া!! বউ নিয়া আর কুনু পোষ্ট দিবেননা!! খালি বিয়া করতে মঞ্চায়!!
...বউকে অভিনন্দন!! ইয়ে মানে.. আপনার বউ, আমার ভাবীকে অভিনন্দন!!!
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৪৬
ভিটামিন সি বলেছেন: মিয়া ভাই কিতা কইন? অহনো বিয়া হরেন নাই? ইসসিরে, আপনার জইন্য, শুধুমাত্র আপনার জইন্য আমরা ভাইস্তা-ভাস্তির চাচ্চু/কাক্কু ডাক থেইক্যা বঞ্চিত হইতাছি। লাড্ডুটা খাইয়ালাইন কইলাম। পরে কিন্তু পস্তাইবেন। বিয়া যে কত্ত মজা গো, খালি খাওন আর খাওন।
অভিনন্দন আপনার ভাবীর দুয়ারে পাডায়া দিমুনি।
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:৫৩
হায়দার সুমন বলেছেন: অভিনন্দন আপনাকে থুক্কু ভাবিকে
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪
ভিটামিন সি বলেছেন: নিলাম অভিনন্দন দুইজনেই। অনেক দিন পর আপনি আমার বাড়ি এসেছেন। কেমন আছেন?
৪| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৪
দাকুড়াল বলেছেন: ভাবীকে অভিনন্দন!!!ভাবীর সাফল্যের কথা হুইনা চায়ে দুই চামচ চিনিবেশী খাইলাম।
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৫
ভিটামিন সি বলেছেন: ভাই দেইখ্যা খাইয়েন; চিনিতেও পিঁপড়া থাকবার পারে। আপনাকে ও শুভেচ্ছা।
৫| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১১
মুদ্দাকির বলেছেন: ভাবিকে কংগ্রাটস
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬
ভিটামিন সি বলেছেন: আপনাকে থেংকু।
৬| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬
ঢাকাবাসী বলেছেন: আপনার স্ত্রীকে অভিনন্দন!
১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৭
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৪০
এমএস ইসলাম বলেছেন: Apnar wife k A+ maner congratulation
১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৬
ভিটামিন সি বলেছেন: থেংকু ভাইজান।
৮| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৯:৪৮
অঘটনঘটনপটীয়সী বলেছেন: Congratulations to vabi...
১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৭
ভিটামিন সি বলেছেন: থ্যাংকু আপু।
৯| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১১:২৮
রেজা এম বলেছেন: বাহ্ !!!!!
১৫ ই আগস্ট, ২০১৪ ভোর ৬:২৭
ভিটামিন সি বলেছেন: বোঝলাম না।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:১৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মিষ্টি খাইছি। তয় ভাবি নাইক্যা?