![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
আমার চাচাতো ভাই; খোরশেদ আলম ওরফে আলম (শিল্পী খোরশেদ আলম না কিন্তু আবার)। বয়সে আমার চেয়ে বছর তিনেক বড়। আমরা দুইজন সেইম টু সেইম। হেয় চান্দি ছিলা, আর আমার মাথায় চুল কম।
ভাইজান আমার মৎস্যচাষী সম্প্রদায়ে নাম লেখাইছে দুই বছর হলো। ব্যবসাপাতি ভালোই হয়। মাঝে মাঝে ফোন দিয়া খোঁজ-খবর নেই আরকি।
সে একখান বিয়া করছে, বউখান মেলা সুন্দর আছে, আমি একদিন দেখছি আরকি। অন্যর বউ কি আর বেশিদিন দেখা যায়!! বউ খালি চড়ুই পাখির মতো কট কট কথা কয়।
ভাইজানের বিয়ের পর গত রোজার ঈদ ই ছিল প্রথম ঈদ। নতুন বিবাহিতদের তো আবার বিয়ের পর ঈদ এলে চাওয়ার অন্ত থাকে না। আর এই ঈদের সময় তো পাখির গুনাবলী, কারিশমা, সংকীর্তণ, আরো যদি কোন বৈশিষ্ট্য থাকে সব পত্র-পত্রিকা, গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত-সমালোচিত হয়েছে। এসব খবরা-খবর নতুন বউয়ের ও চক্ষুগোচর হয়েছে।
তো ঈদের কেনা কাটার সময় চাচাতো ভাই সবার জন্য কি কি কিনবে তার আলাপ-আলোচনা করতেছে। এমন সময় বউকে জিজ্ঞেস করলো যে তার জন্য কি কিনতে হবে।
বউ কোনরুপ ভনিতা না করেই বলে ফেললো যে, তার জন্য কিছু কিনলে যেন পাখি কিনে আনা হয়। এই কথা শুনে কাকা-কাকি চুপ মেরে রইল। তারা তো আর জানে না পাখির রহস্য। ঈদে সবাই জামা-কাপড় নেয়, আর বউ কিনা পাখি কিনবার চায়।
আলম ভাই একটু চুপ করে থেকে বলে উঠল, সবাই তো পাখি কিনতাছে। এক কাজ করি, তোমার জন্য আমি বন্দুক কিইন্যা আনি। কি কও?? সবাই পাখি কিনব আর তুমি খালি মারবা।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০
ভিটামিন সি বলেছেন: ঠিকাছে, আপনি পড়ার সময় শব্দ কইরেন না যেন। তাইলে আর কেউ শুনবার পারতো না।
২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:০০
ভিটামিন সি বলেছেন: দেখেছি, পড়েছি এবং কমেন্ট করে এসেছি। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:২৮
মাহফুজ তানজিল বলেছেন: আস্তে কন ভাই! আশেপাশে কইলাম অনেক পাখি ড্রেসধারী আছে, এদের পোশাকানুভূতিতে আঘাত লাগলো বলে!