![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
তোমাকে ছুঁইনি -
- অব্যাক্ত কথামালা।
তোমাকে ছুঁইনি - এটিই ছিলো
বিশ্বাস ভঙ্গের অহেতুক ভয়ে
আমার জীবনের সবচেয়ে বড় অপারগতা।
তোমাতে-আমাতে হয়ে গিয়েছিলো
মনের গভীরতম প্রণয়াকুল সম্পর্ক
তবুও তোমাকে আমি ছুঁইনি।
দু' দুটি মিস কলেই-
আমি জড়িয়ে গিয়েছিলাম তোমাতে।
তারপর তো এক্সপ্রেস ট্রেনের মতোই
সমান্তরাল পথে এগিয়ে চলা;
প্রান্তরের পর প্রান্তর।
ময়মনসিংহের এ মাথা ও মাথা, তে-মাথা
এমনকি তোমার নিজ বাসাতেও।
যেখানে কোন ছোঁয়া-ছোঁয়ি নেই;
কিন্তু জানতাম না-
রাত্রি দ্বি-প্রহরের মিসকল কেবলই
জীবনের মিসকল হয়; ধরা দেয় না।
ছোঁয়া-ছোঁয়ি ছাড়া কি ভালোবাসা জমে, বলো?
তুমি কিন্তু আমাকে বহুবার ছুঁয়েছো।
আমার হাত থেকে মাউসটা টেনে নিতে গিয়ে ছুঁয়েছো-
কিংবা কলমটা নিয়ে কিছু লিখতে গিয়ে ছুঁয়েছো আমায়।
তুমিই কিন্তু প্রথম আমায় জড়িয়ে ধরেছিলে তোমার বাসাতে।
অথবা তোমার কেনা রজনীগন্ধার স্টিকটা
আমার হাতে দিতে গিয়ে আমাকে ছুঁয়েছো।
তোমার খিল খিল হাসিটাও আমার ভেতরটা ছুঁয়ে যেতো;
কিংবা হুডতোলা রিকশায় চড়পাড়া টু বাকৃবি যেতে পথে
তোমার মসৃণ করযুগল আমার ভাঁজকরা চুলগুলোকে এলোমেলো করে দিতো।
তুমি বলতে গোছানো চুল তোমার ভালো লাগে না -
ছেলেদের চুল থাকবে এলোমেলো।
আমি কিন্তু এমনটি করিনি কখনো,
তোমার ভরা বর্ষায় কস্মিনকালেও হাত ভেজাই নি;
আমি তোমার মনের গভীরে ছুঁয়ে যেতে চেয়েছিলাম।
পারিনি; পারলে তো আর আজ কী বোর্ডে এই লেখা আসতো না।
তবে এখন বোঝেছি-
তোমাকে ছুঁলেই হয়ে যেতো সবকিছু।
আমার স্পর্শ তোমাকে রাঙিয়ে দিতো আবীরের রঙে,
তোমার মন গভীরে ওংকার দিতো উচ্ছাস,
রসায়নের জোয়ার বইতো তোমার রন্ধ্রে রন্ধ্রে,
অজানা শিহরণে কেঁপে উঠতে তুমি
তোমার গভীর দৃষ্টি নিবদ্ধ হতো আমার মুখপানে।
তবেই না বিশ্বাস করতে আমাকে।
আজ এই মধ্যবয়সে আমার সমস্ত সত্তাকে এডিট করে নিয়েছি;
তাই বড়ো-বেশি ছুঁয়ে দিতে ইচ্ছে করে তোমাকে।
- সারা'কে উদ্দেশ্য করে লিখা।
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৫
ভিটামিন সি বলেছেন: থাকবে না। সারা'রা থাকে না, চলে যায়। তাদের জন্মই হয় চলে যাবার জন্য।
২| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভ ভাল লেগেছে -- কবিতায় প্রাণ আছে --- মুগ্ধ আমি
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৭
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ। আমি এসব লিখি না। কেন জানি অনেক কাজের চাপেও মন বিদ্রোহ করে উঠলো এই লাইন কয়টা লেখার জন্য। না লিখতে হয়তো কাজে মন বসাতে পারতাম না। তাই, লিখে নিস্তার নিয়েছি।
৩| ২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৪
মাহবু১৫৪ বলেছেন: পুরাই ফাটাফাটি
+++++
৩য় ভাল লাগা
২৬ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৮
ভিটামিন সি বলেছেন: পড়া, ভালো লাগা আর ++ এর জন্য আপনাকে ও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।
৪| ২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৪
তারার রাত বলেছেন: সারা'রা থাকে না, চলে যায়। তাদের জন্মই হয় চলে যাবার জন্য। উপরে করা এই মন্তব্য এবং কবিতার বিষয়বস্তু মন ছুঁয়ে গেল।
২৬ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৩৭
ভিটামিন সি বলেছেন: কি আর বলবো। আপনার জন্য আমার গত বছরের দুই একটা পোষ্ট প্রযোজ্য। সময় পেলে পড়ে আসবেন।
৫| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
সাদা মনের মানুষ বলেছেন: কবিতার চমৎকারিত্বে মুগ্ধ, যদিও পুরো কবিতা জুড়েই এই পবিত্রে প্রেমের বিরহ ব্যাথা।
কবিকে শুভেচ্ছা
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৫৮
ভিটামিন সি বলেছেন: আপনার মন্তব্য এখানে পাবো এ যেন মেঘ না চাইতেই পানীয়জল। ধন্যবাদ - উৎসাহব্যাঞ্জক এবং বিশ্লেষণী মন্তব্য করার জন্য।
৬| ২৬ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন:
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০০
ভিটামিন সি বলেছেন: খাইছেরে... মিয়াভাই একি দিলেন!!! এতো ভালোবাসা রাখার যোগ্য আমি নই।
আপনার জন্যঃ একি সোনার আলোয় হৃদয় ভরিয়ে দিলে...
৭| ২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮
ঈপ্সিতা চৌধুরী বলেছেন: অদ্ভুদ সুন্দর হয়েছে ভাইয়া...! এতটাই মুগ্ধ হয়েছি যে-- কিভাবে ব্যাখ্যা দিবো বুঝতে পারছি না...!
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০১
ভিটামিন সি বলেছেন: অসংখ্য ধণ্যবাদ মাষ্টার আপুনি। আপনিও লিখুন দুহাত খুলে।
৮| ২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:৫৬
বাংলার পাই বলেছেন: চমৎকার পবিত্র প্রেমের কবিতা।
সারা জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। কবির জন্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:০২
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ... আপনাকে। এখন আর সারাকে শুভেচ্ছা দিয়ে লাভ নেই। উনি এখন দুরের মানুষ। জানি না কেমন আছে, ৪ বছরের কমিউনিকেশন গ্যাপ। তবে আমি ময়মনসিংহে গেলে মাঝে মাঝে তাদের বাসার আশে পাশে ঘুরে আসি। ভালো লাগে তাই।
৯| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৯
যাযাবর বেদুঈন বলেছেন: খুব চমৎকার কবিতা। যাকে উদ্দেশ্য করে লিখেছেন এমন হৃদয়গ্রাহী কবিতা তার জন্য ও আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। ভাল থাকা হোক সর্ব সময়।
ব্যতিক্রমধর্মী কবিতা।
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৯
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ আপনার জন্যও রইল। তাকেও শুভেচ্ছা দিলেন!!! যে আমারে ছিন্ন ভিন্ন করে গেল?
১০| ২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭
নীলজোঁনাক বলেছেন: তোমাকে ছুঁইনি - এটিই ছিলো
বিশ্বাস ভঙ্গের অহেতুক ভয়ে
আমার জীবনের সবচেয়ে বড় অপারগতা।
চমৎকার
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৬
ভিটামিন সি বলেছেন: মামা, গোড়াতে খোঁচা দিস না। গলদ বেরিয়ে যাবে যে!!! ধইন্যা ল।
১১| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: আপনার মন্তব্য এখানে পাবো এ যেন মেঘ না চাইতেই পানীয়জল। ধন্যবাদ - উৎসাহব্যাঞ্জক এবং বিশ্লেষণী মন্তব্য করার জন্য।
........ক্যান ভাই, আমি মন্তব্য কম করি বলেকি একেবারেই করি না ?
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:১০
ভিটামিন সি বলেছেন: না, তেমনটি বলি নাই। বরং আমিই আপনার সাথে কিপ্টেমি করি। লগ ইন করেই আপনার পোষ্ট চুরি করে পড়ে আসি, কমেন্ট করি না। সেটি বলেছি আপনি বড় মাপের ব্লগার, বিশাল আপানার মন। আপনার চোখে আমি আমার দেশকে দেখি এই সুদুর প্রবাসে থেকেও। তাই আপনাদের কমেন্ট পাওয়া আর আমার রিপ্লাই দেওয়াতে কি সামঞ্জস্য তেমন বহন করে না? সেটিই বলেছি।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৩
সোহানী বলেছেন: ওয়াও... দারুন.....
সারা'কে উদ্দেশ্য করে লিখা.... সারা থাকুক হ্রদয়ের মাঝে সর্বদা......