![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
আমি জেগে উঠি প্রত্যুষে-
রোজ রোজ ওরা আমায় জাগিয়ে দেয়
বাদামী রংঙের পাখি দুটি; অনিন্দ্য ও অনিমা।
তাদের উদ্দাম কলকাকলীতে জেগে উঠি আমি
বাদামী পাখি দুটি আমার প্রতিবেশী
তাদের বাসাটাও ছিমছাম, গুছানো, পরিপাটি
তারা থাকে আমারই বাসার ভাঙ্গা ঘুলঘুলিতে
মুলতঃ তাদের জন্যই আমি সারাই না ভাঙ্গা ভেন্টিলেটর।
ভোরে উঠেই আমি বারান্দাতে যাই,
দেখি কপোত-কপোতী বাইরে নেমে এসেছে
পাশাপাশি হাঁটছে দুজনায়, মাঝে মাঝে একে অপরকে
খোঁচা মেরে গত রাতের ভালো মন্দ লাগার হিসাব বুঝে নেয়।
ধারণা করি, হাত থাকলে দুটি হাত ধরেই ঘুরে বেড়াতো তারা।
......... আর আমি কল্পনাতে ভেসে যাই।
তারপর ব্রাশ হাতে যাই কলপাড়ে,
পাখি দুটি উড়ে এসে বসে আমার
কাগজী লেবু অথবা গন্ধরাজের ডালে, অথবা কাকরোলের ঝাড়ে।
আমি কথা বলি তাদের সাথে -
অনিন্দ্য-অনিমা, রাতের ঘুম কেমন হলো?
বলে খুলে দেই পানির কল।
অনিন্দ্য-অনিমা উড়ে এসে দুই ঢোক পানি খায়
অনিন্দ্য বলে, "কিচির মিচির কিচি কিচি কিচ কিচ"
আমি বুঝে নেই বলছে "অনিমা রাত্রে ভালো করে ঘুমোতে দেয় না।
সারা রাত খালি গল্প করে"।
এবার অনিমা বলে, "কিচ কিচ কিচির মিচির কিচি কিচি"
আমি বুঝে নেই বলছে " ভাইজান, ও সারা রাত নাসিকা গর্জনে ঘুমায়।
তাই আমি ওকে কবিতা শোনাই। নাক ডাকার চেয়ে কবিতা পাঠ ভালো না?"
আমি হেসে উঠি ওদের খুনসুটি দেখে।
আমার ছোট্ট মেয়েটা ডেকে ওঠে, " বাপি তোমার চা নরম হয়ে গেলো যে"
আমি আমার কাজ সেরে ওদেরকে বলি, "ভালো থাকিস তোরা।
আবার দেখা হবে আগামীকাল ভোরে।"
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:১১
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ মিষ্টার মাহবুব। ভালো লাগার জন্যও ভালো লাগা রিটার্ণ দিলাম।
২| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: ভালো লাগা অনেক ++++
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০০
ভিটামিন সি বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ধন্যবাদ বানানটা কি ভুল করলাম নাকি??
৩| ২৯ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০০
সাদা মনের মানুষ বলেছেন:
২৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:০৪
ভিটামিন সি বলেছেন: আমার কল্পনায় পাওয়া ছোট্র মেয়েটা ঠান্ডা বলতে পারে না। তাই সে গরমের বিপরীত শব্দ হিসেবে নরমকে ধরে নিয়েছে যা আমার লেখার লাইনে উঠে এসেছে।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৮
লিরিকস বলেছেন: +
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪০
ভিটামিন সি বলেছেন: ধণ্যাবাদ আ আ আপ্পি।
©somewhere in net ltd.
১|
২৮ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৯
মাহবু১৫৪ বলেছেন: খুব সুন্দর
১ম ভাল লাগা
+++++