নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমার পল্লবে বসে আমাকে প্রসারিত করতে চাই।

নারী নির্যাতন বন্ধ করুন। যৌতুককে না বলুন। বাল্যবিবাহ থেকে সমাজকে রক্ষা করুন।

ভিটামিন সি

ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।

ভিটামিন সি › বিস্তারিত পোস্টঃ

ছেলে হউক মেয়ে হউক দুটি সন্তানই যথেষ্ট।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৩

সক্কালবেলা হাজির হলাম একটা মজার কথা নিয়ে। এখন না লিখলে পরে যদি ভুলে যাই, তাই লিখেই ফেলি; কি কন?



উপরের ছবিটি দেখেছেন? এটা তো একটা রাস্তার একটা ট্রাফিক সাইন, তাই না?

আমাদের রিপোর্টার কদ্দুছ ভাই, একবার এক নিউজ কাভার করতে যাচ্ছিলেন গাজীপুরে। তিনি আসন গ্রহন করেছিলেন মাইক্রোবাসের সামনের সিটে, ড্রাইভার মনির মিয়ার সাথে। টঙ্গী ক্রস করার পর কদ্দুছ ভাই এক জায়গায় রাস্তার পাশে উপরের সাইনটি দেখেন। মনির মিয়া গাড়ী চালাইতেছিল ধীর লয়ে, রাস্তায় জ্যাম থাকার কারনে। এমন সময় কদ্দুছভাই মনির মিয়াকে জিজ্ঞেস করলেন,

আচ্ছা মনির ভাই, ওই যে রাস্তার পাশের ত্রিভুজাকৃতির লাল বর্ডারের ভিতরে একটি ছেলে একটি মেয়ের হাত ধরে দৌড়ের ভঙ্গিমায় আছে। ওটি সাইনটি কিসের সাইন?

মনির মিয়া উত্তর দিল, "ছেলে হউক মেয়ে হউক দুটি সন্তানই যথেষ্ট স্যার"।



অ.ট. স্যরি, ছবিটি আপলোড হচ্ছে না।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫১

হরিণা-১৯৭১ বলেছেন: ভালো লাগেনি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭

ভিটামিন সি বলেছেন: সব জায়গায় ফটাফট কমেন্ট করলেই হয় না। কে কি লিখল, সেটা বোঝার মতো হলুদ রঙের পদার্থ যথেষ্ট পরিমানে মাথায় থাকলেই ভালো লাগবে।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

ঢাকাবাসী বলেছেন: এখন হবে 'ছেলে হোক মেয়ে হোক একটাই যথেষ্ঠ'। অতিরিক্ত মানুষের জন্য ঢাকা শহর অচল !

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১১

ভিটামিন সি বলেছেন: গণচীনের মতো প্রডাকশন বন্ধ কইরা দিলে কেমন হয়??

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৭

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ভাল্লাগছে ভাই। =p~ =p~ =p~

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:১৯

ভিটামিন সি বলেছেন: তাই বুঝি? দেশে আইলাইন কবে?

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ৮তারিখ আসলাম ভাই। B-)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৩

ভিটামিন সি বলেছেন: Bangla likhte pertesi na. Ajk koto tarikh jani na.

৫| ১৪ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৭

লিরিকস বলেছেন: ছেলে হউক মেয়ে হউক (বিয়ের পরে বলব) কয়টা সন্তানই যথেষ্ট :-P :-P

২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৩০

ভিটামিন সি বলেছেন: তাই নাকি?? বিয়ের পরেই বইলেন না, দুই-চাইর বছর পরে বইলেন যে কয়টাই যথেষ্ট।

৬| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৫

সাইফুল ফরিদপুর বলেছেন: হু

২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫২

ভিটামিন সি বলেছেন: ব

৭| ২০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:৫০

ইমতিয়াজ ১৩ বলেছেন: আমাদের প্রধানমন্ত্রী তো দু'টির মধ্যেও সীমাবদ্ধ থাকতে চান না। কি করবেন??

২১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৫৩

ভিটামিন সি বলেছেন: উনি কয়ডা নিসেন? তাইলে উনি যদি একটা কমায়া ফালায়, আমরাও নিমু না। ই কিন্তু ফ্রি দেওন লাগবো কইলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.