![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
সাবাস তাজুল ইসলাম! সাবাস!!! তুমি সত্যিই সুন্দরবন থেকে আসা বাঘ। আর কিছু কমু না, কইলে সবাই বুইজ্জা ফালাইবো।
কেউ কিছু কইন্না কেরে?? সব আলগা সিদ্দিকেরা তো খেইল দেখাইলো। আর তাজুল দেখাইলো খেলা। তাজুলের ক্যারিয়ার শুরু হলো জয় দিয়ে। দেখি সে আর কি কি এনে দেয় দেশের জন্য।
সাবাস তাজুল। তাজুলের শেষ চারে বাংলাদেশ অনেকদিন পর জয়ের মুখ দেখলো তাও আবার টেষ্টে। হুররে.................. এ এ এ ।
৩০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৪
ভিটামিন সি বলেছেন: তাজুলরে শুভেচ্ছা।
২| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২
ফারুক৭ বলেছেন:
৩০ শে অক্টোবর, ২০১৪ ভোর ৬:৪৫
ভিটামিন সি বলেছেন: চেহারা দেহায়েন না, কিছু কইবার চাইলে কন।
৩| ৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৮:০৮
রাফা বলেছেন: তাজুল না তাইজুল....হবে।
৩০ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:০৮
ভিটামিন সি বলেছেন: সে যাই হউক। জিনিস একটাই। সুন্দরবনের মেউচ্ছা বাঘ।
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১০
দুঃখ হীন পৃথিবী বলেছেন: হুম আসলেই একটা ভালকিছু উপহার দিল তাজুল...........