![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
এ যেন এক শ্বাস রুদ্ধকর পরিস্থিতি। ৩১৮ রান চেজ করে আমরা জিততে যাচ্ছি। আয়না রে ভাই খেলা দেখি। সাকিব, বিলাই সাব্বির স্কটিশদের কিলাইতেছে। কাম কাজ বাদ দিয়াই চল না বইসা পড়ি মনিটরের সামনে। টাইগারের হুংকারে জাগিয়ে দেই বিশ্বকে। আর মাত্র ৫ রান লাগে ১৫ বলে। দে তালি। ৩০০ এর উপরে রান চেজ করে আমাদের প্রথম জয় আসছে। আমাদের বিলাই, মাইর দে রে ভাই।
সাকিব শালীর জামাই, ভাই তুই খালি হালটা ধইরা রাখ। সাব্বিরকে ফ্লোর দে। সাব্বিরকে নাচতে দে, নাচাইতে দে। আজকের রান বিশ্বকাপে আমাদের অতীতের সব রেকর্ড ছাড়াইয়া গেলো। দে হ্যাভ ডান ইট।
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
ভিটামিন সি বলেছেন: না রে ভাই। বিলাইরা বিলাইবো না। জিতবো। এমন কথা কইয়েন না ভাই। কাইন্দা দিমু কইলাম।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৬
ভিটামিন সি বলেছেন: ভাই, এমন সুন্দর শুরুটা যে ম্যাচে হয়, সেই ম্যাচ হারবো কেন? যেখানে এখনো সাকিব, মুশি, সাব্বির আছে; সময়ে যে ব্যাট জ্বলে উঠে সেই মাহমুদুল্লাহ, তামিমেরটা প্লাস পয়েন্ট (দুই -তিন ম্যাচ সুপার ফ্লপ, পরের ম্যাচে সুপার এ্যাকশান, হাজতখানা থেকে ছাড়া পাওয়া নাসির আর বুম বুম মাশরাফি। হারবো কেন?
২| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩১
বিষন্ন পথিক বলেছেন: কোপা রে ....
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩২
ভিটামিন সি বলেছেন: শামছু কই, থুক্কু সাব্বির কই? কোপাস না কেরে?
৩| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩২
বিষন্ন পথিক বলেছেন: সাব্বির রে নিয়া ডর করে, চার ছয় ছাড়া সিংগেল নিতে পারছেনা, ব্যাপার না, চার ছয়ই মার রে ভাই আমার
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৫
ভিটামিন সি বলেছেন: ওইডাই তো চাই এখন। একটা মারলেই তো এক ওভারের উসুল আদায়।
৪| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৭
ভিটামিন সি বলেছেন: আমার মতো অফিস ফালাইয়া খেলা দেহুইন্না পার্টি আর কি নাই সামুতে?
৫| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯
বিষন্ন পথিক বলেছেন: আহ সাব্বির, মেরে যাও বাছা
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৪৩
ভিটামিন সি বলেছেন: বাছা, তোমাদের আর খিচুড়ি দেবো না। এরপর থেকে তোমরা কাচ্চি রিরিয়ানি খাবা। মারকে মারো, ঘুরকে ঘুরকে মারো। ফাডায়ালাও।
৬| ০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৫৩
বিষন্ন পথিক বলেছেন: শুভেচ্ছা বাংলাদেশ, চলো এগিয়ে যাই
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫১
ভিটামিন সি বলেছেন: এইবার টার্গেট ইন্ডিয়া। এই গ্রুপে আমরা চতুর্থ দল আর ওই গ্রুপে ইন্ডিয়া টপ। সুতরাং আমরা ইন্ডিয়াকে পাচ্ছি ফাডানোর জন্য। টাইগার্স গেট রেডি টু ফাডায়ালবাম ইন্ডিয়া। ২০০৭ কে আবার মঞ্চে তুলে আনো।
৭| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: জিত্তা গেছি!!!
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২
ভিটামিন সি বলেছেন: হুররে!!! জিইত্তা গেছি রে।
৮| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০
কালের সময় বলেছেন: ওহ! হা! এগিয়ে চলো বাংলা ।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২
ভিটামিন সি বলেছেন: ওই মিয়া দেশ লিখবো কেডায়? টাইগার লিখবো কেডায়? হুম এগিয়ে চলো বাংলাদেশ ।
৯| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২
বিজ্ঞান মনস্ক বলেছেন: মাইরা মাইরা বলের বাক্স খালি কইরা ফেলছে !!!
এরকম বাংলাদেশ কি আমারা চেয়েছিলাম ।
০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩
ভিটামিন সি বলেছেন: কি যে কন না মেবাই। মাইরা মাইরা মাঠ বলের বাইরে নিয়া গেছে।
১০| ০৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০৪
কালের সময় বলেছেন: জিত্তাগেছেরে ভাই জিত্তাগেছে বাংলার টাইগারেরা ।
০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৭
ভিটামিন সি বলেছেন: হুম! গতকাল জিইত্তা গেছিলো। আবারও অপেক্ষায়! এইবার যদি পারে।
১১| ০৫ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:১৭
সেলিম আনোয়ার বলেছেন: ইয়েস দে হ্যাভ ডান ইট ।
০৬ ই মার্চ, ২০১৫ ভোর ৬:৫৮
ভিটামিন সি বলেছেন: থ্যাংকু সেলিম ভাই।
১২| ০৬ ই মার্চ, ২০১৫ সকাল ৭:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভিটামিন, খুব ভালো ঔষধ।
(ভাই আপনার মন্তব্য পড়ে মন ভালো হয়েছে। কয়েক দিন ধরে মন খুব খারাপ। খালি খুনাখুনি হচ্ছে)
১১ ই মার্চ, ২০১৫ সকাল ৭:৪১
ভিটামিন সি বলেছেন: তাই নাকি!!! মন্তব্য পড়েও যে মন ভালো হয় জানতাম না তো!!! তো কি আর করা, লেগে থাকুন আমার সাথে, আমাদের সাথে।
১৩| ১১ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাই করতে হবে।
আমি লন্ডন আছি। এখানে ভিটামিন ডি কিনে খেতে হয়।
কোনো উপদেশ দিতে পারবেন?
১২ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১৯
ভিটামিন সি বলেছেন: ভাই, আমি তো কামলা মানুষ। সিংগাপুরে এক কোম্পানীতে কামলা দেই। আমি কি উপদেশ দেবো। কম্পিউটারের কিছু হলে হয়তোবা কিছুটা সমাধান দিতে পারতাম যদি আপনি এই বিষয়ে প্রাতিষ্ঠানিক কোন শিক্ষা না নিয়ে থাকেন। আর যদি নিয়ে থাকেন, তাহলে আমি নাই।
ভিটামিন ডি তো যতদুর জানি সকালের সোনা রোদে, ডিমের কুসুমে, কডলিভার অয়েল খুব সম্ভবত, সামুদ্রিক মাছে থাকে। আর এই সব তো সহজলভ্যই। পুর্ণিমা রাত্রে বনে গিয়ে জোসনা দেখুন।
১৪| ১২ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: পুর্ণিমা রাত্রে বনে গিয়ে জোসনা দেখুন।
দেখছেন এমন দাওয়াইর কথা আজোবধি কেউ বলেনি। একদিন যেতে হবে।
দোয়া করি আপনার মঙ্গল হোক।
১৩ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৪৭
ভিটামিন সি বলেছেন: আমারে লন্ডনের টিকিট দেন। তাইলে দুইজনে মিইল্ল্যা জোসনা দেহুন যাইবো্।
১৫| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ৮:০২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভাইরে লন্ডন এখন আর আগের লন্ডন নেই। কাজ করে আমার জান তেনা
১৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৪
ভিটামিন সি বলেছেন: তাইলে থাক। আমিই মনে হয় সুখে আছি। দুই ঘন্টা জব করি ৯ ঘন্টা ইন্টারনেট গুতাই। কামের কোন চাপ নাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩০
নিষ্কর্মা বলেছেন: আমার কেন জানি মনে হচ্ছে এই জেতা ম্যাচটি আমাদের বিলাইরা বিলিয়ে দিয়ে আসবে। দেখা যাক কি হয়। এখনো আশাবাদী হবার অনেক সময় ও ওভার হাতে আছে।