![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘোলা জল আর ঝরা পাতা মূল্যহীন। ঘোলা হওয়ার আগে বা ঝরে পড়ার আগেই কিছু একটা করা উচিত।
সহীহ্ আবুলনামাঃ-
একটা আবুল, দুইটা আবুল, কত আবুল দেশে-
অনেক আবুল আছে দেখো রাজ-রাজরার বেশে।
এক আবুলে সেতু খাইলো, আরেক আবুলে ব্যাংক-
একটু খানি দেখনা চেয়ে আবুলদেরই র্যাঙ্ক।
চুরি করে আবুল মিয়া হইলো আবার দেশ প্রেমিক-
এই আবুলই আবার নাকি একাত্তুরের সৈনিক।
কত্ত আবুল রিকশা চালায় ঢাকার রাজপথে
আরো আবুল ছড়িয়ে আছে বাংলার পথে-ঘাটে।
বাংলার বধূ সিনেমাতে আবুল মামা ছিলো-
আবুল মামার কারসাজিতে সংসারটা রসাতলেই গেল।
এমন আবুল আরো আছে দরবেশের ভেক ধরে-
আবুল নামা পাঠ্য এবার বাংলার ঘরে ঘরে।
ছোট্ট বেলায় বিটিভিতে দেখেছিলাম এক নাটক
আবুল নামের জামাই একটা নিয়ে এল ঘটক।
সানাই বাজল, বিয়েও হলো তানিয়াপুর সাথে-
আবুল মিয়া ঘর জামাই টের পেলাম প্রভাতে।
বিদেশ থেকে শ্বশুর মশাই ঘরে ফিরে হাঁকে,
"আব্দুল, লাগেজটা উপরে নিয়ে আয়,"
আবুল বলে, "জ্বী আজ্ঞে, আমি আব্দুল নই, আবুল মশাই।"
শ্বশুর এবার আবার হাঁকে,
"কাজের ছেলের নাম আব্দুল আর আবুল হইলেই কি হয়?"
জানেন তো মামারা আবুল কারে কয়?
"মাথায় যার বুদ্ধির গেরো, আবুল তারেই কয়। "
২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ প্রামানিক দা। আপনার ছড়া লেখাতেই অনুপ্রানিত হয়ে এই আবুল নামা প্রসব করেছি।
২| ২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার লাগল আবুলনামার পদ্য।
২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৯
ভিটামিন সি বলেছেন: দাদা, লাইনের সাথে লাইনের ছন্দের মিল তো খুব একটা দিতে পারি নাই। তারপরও ধন্যবাদ পড়ার জন্য।
৩| ২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৪
কাবিল বলেছেন: চমৎকার হয়েছে আবুলনামা।
২৬ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫১
ভিটামিন সি বলেছেন: থেংখু আপনাকে।
৪| ২৭ শে আগস্ট, ২০১৫ রাত ৯:১০
শায়মা বলেছেন: আমিও অনেক ছড়া লিখতে পারি ভাইয়ু!!!!!!!
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৮
ভিটামিন সি বলেছেন: আবেগে কাইন্দালতে ইচ্ছা হরতাছে। উ উ লেহুইন না কেরে বইন (বোন)??
৫| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২
শায়মা বলেছেন: লিখবো??
কিন্তু আমি তো এখন গানা প্রাকটিস করছি!!!!!!
তার চাইতে একটা গানা গাই!!!
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৪
ভিটামিন সি বলেছেন: ওক্কে ওক্কে আমি তাঈলে মোড়া নিয়ে বসে যাই গানা শুনতে। কইরে আবুল, কই গেলি, মোড়া নিয়ে আয় তাত্তাড়ি। এখন শায়মাপুর গানের সুরে মন ভেজানোর সময়।
৬| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭
শায়মা বলেছেন: যাও শুনাবোনা, তুমি আবুলকে ডাকলে কেনো?????????????? সে কি আর গানা কিচ্ছু বুঝে নাকি!!!!!!!!!!!!!
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩
ভিটামিন সি বলেছেন: থুক্কু কইতাছি। আমি কি আবুলরে ডাইক্কালছি!! ওরে নারে, এইডা তো আবুলেরই পোষ্ট, হেরে ডাইক্কা নিয়া আইলে পোষ্ট সামলাইবো কেডায়?? তাইলে এক কাজ করি, বাংলার মাডি তো সোনার চেয়ে খাডি, এই মাডিতেই বইয়া পড়ি। পরে বউ পেন্টালুন ধুইয়া দিলেই তো হইব নাকি?
৭| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:২৯
তারছেড়া লিমন বলেছেন: সিরাম হৈচে.......................................
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪
ভিটামিন সি বলেছেন: ধন্যবাদ ব্রো, কিন্তু সত্যি কথা আমি জানি।
সেইরাম হয় নাই। লাইনের সাথে লাইনের ছন্দ মিলে নাই। আধা ঘন্টায় কি আর এতো মিলিয়ে লেখা যায়??
৮| ২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: থুক্কু কইতাছি। আমি কি আবুলরে ডাইক্কালছি!! ওরে নারে, এইডা তো আবুলেরই পোষ্ট, হেরে ডাইক্কা নিয়া আইলে পোষ্ট সামলাইবো কেডায়?? তাইলে এক কাজ করি, বাংলার মাডি তো সোনার চেয়ে খাডি, এই মাডিতেই বইয়া পড়ি। পরে বউ পেন্টালুন ধুইয়া দিলেই তো হইব নাকি?
হা হা কেনো ??? ভাবিজীকে দিয়ে এত কাজ করানোর শখ কেনো ? নিজে ধুতে পারোনা???
২৮ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৫
ভিটামিন সি বলেছেন: ও আল্লাহ, উপর থেকে একটা লম্বা দড়ি ফালাও। আমি বায়া মাডির নিচে ঢুইক্ক্যা যাই। ৭ বছর যাবত তো নিজেই ধুই, রান্না করি। বউ কিন্তু আমার কোন কাজ করে দিতে পারলে খুব খুশি হয়। আর আমি এই সুযোগটাই নিই। সব কাজ করিয়ে নিই ওরে দিয়ে। (এইডা কিন্তু গোপন কথা, বউ যেন না জানে)।
৯| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫
শায়মা বলেছেন: লেখক বলেছেন: ও আল্লাহ, উপর থেকে একটা লম্বা দড়ি ফালাও। আমি বায়া মাডির নিচে ঢুইক্ক্যা যাই। ৭ বছর যাবত তো নিজেই ধুই, রান্না করি। বউ কিন্তু আমার কোন কাজ করে দিতে পারলে খুব খুশি হয়। আর আমি এই সুযোগটাই নিই। সব কাজ করিয়ে নিই ওরে দিয়ে। (এইডা কিন্তু গোপন কথা, বউ যেন না জানে)।
আহারে মিছা কথার জায়গা পাওনা না!!!!!!!!
২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
ভিটামিন সি বলেছেন: শায়মাপু আমি না রাতে কমেন্টের রিপ্লাই দিবো। এই একটু বিজি হয়ে গেছি। বাসায় যাবো, রাতের জন্য রান্না করবো, খাবো, তারপর ল্যাপি নিয়ে বসবো। আমি অখন অপিসে।
১০| ২৮ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২
শায়মা বলেছেন: ওকে ওকে যাও যাও আর নিজের কাজ নিজে করা শেখো!!!!!!! নো মোর মিছা কথা!!!!!!!!
৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৮
ভিটামিন সি বলেছেন:
মিছে কথা বলি না,
তোমার সাথে খেলি না।
তুমি বড়ই কাইন্ডা,
এককথাতেই ভেঙ্গে দাও
আামার নরম মনটা।
দুপুর বেলায় বাজিয়ে দাও
ছুটির ঘন্টা।
নাম তোমার শায়মা,
জেনে রেখো তুমি
শায়মা নামই রাখবো আমি
যখন আমার ঘরে আলো করে
আসবে ছোট্ট সোনামনি।
১১| ৩০ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১৩
শায়মা বলেছেন: সত্যি নাকি ভাইয়ামনি
তোমার ছোট্টমনিটার
নাম রাখবে আমার নামেই
সোনা হীরার খনিটার।
নামটা রেখো এই কথা ঠিক
সাথে শিখাও নাচ আর গান
বড় হয়ে বেবি যেন রাখতে পারে
ফুপির মান !!!!!!!!
আমার মতই রাঁধতে পারে
করতে পারে ঝগড়াটাও
তুলো ধুনেও দিতেও পারে
কেউ যদি দেয় বাগড়াটাও।
১২| ২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৩০
সুপ্ত আগ্নেয়গিরি মাহি বলেছেন: সরি টু সে,,,,, আনিসুল হক নামক একজন নাফরমান ২০১৩ তে তার "সহীহ রাজারকারনামা " নামক একটি নোট লিখেন,যেখানে কোরআন কে অবমাননা করে ব্যাঙ্গাত্বক ভাবে কোরআন এর কিছু অংশ বিকৃতি করে প্রকাশ করে,,,,,,আমি জানি না আপ্নি মুসলিম নাকি অন্য কোন ধর্মের,,,,, আপ্নার এই ব্লগ এর শিরোনাম ঠিক সেরকম,বা কোন হাদিসের শিরোনামের মত,,,,,,যা অনেক টা কোরআন বা হাদিস কে অবমাননা করার শামিল,,,,,,দ্য়া করে হেডলাইন টা চ্যাঞ্জ করলে মনে হয় ভাল হয়,,,,,,
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪২
ভিটামিন সি বলেছেন: "গফরবফভ য়ডবগকফলফভফ গফমফভ র্যবগল ছিচ্য" - এখানে কি লিখেছি, এটার বাংলা আর আরবীতে ট্রান্সলেশন করুন।
১৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:০০
আমি আবুলের বাপ বলেছেন: আমি কি এখানে মন্তব্য করতে পারব?
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৩
ভিটামিন সি বলেছেন: বাপের কাম তো পোলার কর্মকান্ড দেহা, কাম-কুম করা না। হেরপরেও আইয়্যা যহন পরছুইন কি আর করা, একখান মন্তব্য কইরাই যাইন। আন্নে তো আবার আবুলের বাপ। তাই ডরও লাগে, আবুলের মানহানির মামলা যদি আবার আন্নে কইরা দেইন।
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৯
প্রামানিক বলেছেন: খাইছেরে----- আবুল যদি জানতে পারে তাইলে খবর আছে - - - - --
ধন্যবাদ ভিটািমিন সি, চমৎকার আবুল নামা।