![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে সকালে আমাদের এলাকায় ১ খান 'ককটেল' ফুটাইসে বি.এন.পি'র পোলাপাইন। ককটেল ফুটাইয়া দৌড়। একটারে ধরসে, কিছু 'নাস্তা-পানি' দিল। তারপর 'শ্বশুর বাড়ি' মধুর হাড়ি খাইতে পাঠাইসে। খা এইবার। মজা কইরা খা।
মজার ব্যাপার হইলো, ককটেল যেইখানে ফুটাইসে তার সামনেই ২/৩ জন দাড়াইয়া ছিল। কারো কিচ্ছু হয় নাই। শালার ছাগলের বাচ্চারা ককটেল কিনসে, তাও 'ড্যাম'! ফকিরের বাচ্চা
(ইহাই ব্লগে আমার প্রথম 'রাজনৈতিক' মার্কা পোস্ট। ব্লগে দিতে চাই নাই, কিন্তু কেন জানি দিলাম! নিজেও জানি না!)
অচিরেই দেশ সব ধরনের সংঘাতের হাত থেকে মুক্তি পাক, আল্লাহ'র কাছে এইটাই প্রার্থনা।
২| ১৯ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫১
ভবঘুের পথিক বলেছেন: হুম। শব্দ হইসিলো কি না জানিনা। কারন ঘটনাস্থলে আমি ছিলাম না। :/
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০০
আমি ব্লগার হইছি! বলেছেন: এই ককটেল গুলা শুধু মসলা দিয়ে বানানো হয় শুধুমাত্র শব্দ করার জন্যে। কেউ আহত হয়না। ককটেলের মধ্যে স্প্রিন্টার থাকলে দেখতেন আশেপাশের লোকের অবস্থা। স্প্রিন্টার হিসাবে জালের কাঠি, পেরেক, বিয়ারিং এর বল অথবা লোহার ছোট টুকরা ব্যাভার করা হয়। ঐ ককটেল টাতে মনে হয় এইগুলা ছিল না। আর যদি কোন শব্দ না হয় তাহলে আসলেই ড্যাম্প।