![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোদুল্যমান
এম,আমিনূর রহমান আমিন।
"বিশ্বাস" এবং "যুক্তি" দুজন আমাকে নিয়ে খেলে অবিরত
যেন গাবতলী বাস ডিপোতে আমার হাত ধরে টানাটানি খেলে দু'বাসের শ্রমিক।
যখন বিশ্বাসের কাছে ভিড়ি সে বলে
তোমার অপর্যাপ্ত জ্ঞানের সুযোগ নিচ্ছে যুক্তি।
যখন যুক্তির কাছে যাই সে বলে
চোখ মেলো তুমি, বিশ্বাসের কাছে ধোঁকায় পড়ে আছো।
পূর্বপুরুষের পলেস্তরা খসা দেয়ালে সাটা বড় ঘড়িটার পেন্ডুলামের মত
আমি দুলি এধার থেকে ওধার আর ওধার থেকে এধার
বিদ্ধস্ত আমি, বিপর্যস্ত কোন এক অচেনা মানব।
©somewhere in net ltd.