![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান্জ্যাখুরি বিষয় নিয়া তর্ক করার আগে বলে দিলে গাজা খেয়ে এসে গল্প করবো।যুক্তি হইল দুনিয়া চলে physics chemistry mathematics দিয়া। যদি এই যুক্তি না চলে তাহলে একটু বস আমি গাজা খেয়ে আসি খোলা বাতাসে।
ইচ্ছে ছিলো বিজয় দিবস নিয়া ব্লগ খোলার। যাই হোক একটু দেরি হইল। বাংলা লেখার অনেক হ্যাপা। তাই আপাততো কমেন্ট চলবে। দেখা যাক.......।
ইদানিং কেউ মানুষ হওয়া নিয়া গবেষনা করে না বল্গায়ও না। মানুষ হওয়ার কোনো প্রতিযোগিতাও নাই। যেন সবাই জানে। যেন সবাই মানুষ হইয়া বিরক্ত।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৩৩
চাঁদগাজী বলেছেন:
মানুষ হওয়ার জন্য প্রথম দরকার শিক্ষা; আমাদের সব বাচ্ছাকে পরিবারের আয় অনুসারে ফি নিয়ে, বা ফ্রি ব্যাচেলর অবধি পড়ানোর মত সম্পদ জাতির আছে।