![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান্জ্যাখুরি বিষয় নিয়া তর্ক করার আগে বলে দিলে গাজা খেয়ে এসে গল্প করবো।যুক্তি হইল দুনিয়া চলে physics chemistry mathematics দিয়া। যদি এই যুক্তি না চলে তাহলে একটু বস আমি গাজা খেয়ে আসি খোলা বাতাসে।
আমাগে এইসব উঠতে বইতে ভারতরে গালাগালি আমাগো মনের আসল রুপটাই ভারতের কাছে খোলাসা কইরা দিসে যে মুসলমান হইয়া সাহায্য লওয়া যায়, চাওয়া যায় অথচ মুখদিয়া ধন্যবাদটুকু আসে না। এরা কৃতন্গতার ধারধারেনা।
ইসলামী ছাত্র সংঘের রুজি রুটি হালাল হইতো ভারত বিদ্বেষ দিয়া। এহনও হ্য়। মুজিব মরার পর থেইকা যারাই ক্ষমতায় ছিলো তারাই এই ইস্যু দিয়া রাজনীতি করছে। খাওন নাই, কাপড় নাই, কষা হইছে সবই ভারতের দোষ। ৭৫ পরবর্তি রাজনৈতিক পত্রিকা দেখলেই হ্য়।
জার্মানির মার্কেল যখন মুসলিম রিফিউজিগো জায়গাদেয় তখন কৃতন্গতার জায়গায় বলা হইছিলো মার্কেল নিজের জন্যে করতাছে, কারন তাদের মানুষ লাগে। আমরা মুসলমানরা নিজের ধর্ম আর ব্যাহারিক জীবন মিলিয়ে একটা অতিশয় পানবন্ত রেসিপি তৈরী করেছি যা আমাদেরই বদহজম হয়। আর না বুঝার জন্যে সেই বদহজমের কারনও হয় ভারত নয়তো আর কোনো রাস্ট্র। ৩০ লাখ শহীদ আর ২ লাখ সম্ভ্রম হারানো নারীও আমাগো মুমিনগো পাক প্রিতি কমাইতে পারে নাই, কিন্তু ভারত ঘৃনা করা ঠিকই শিকাইছ।
বাংলাদেশে আর পাকিস্তানে ইসলাম বাদে আর বাকি সব ধর্মালম্বির সংখা কমছে। পাকিস্তানে তো ৭/৮ কোটি থেইকা নাইমা আসছে ৩০/৪০ লাখে। আর বাংলাদেশে কোটি হইবো কি? কিন্তু ভারতে বাইরা হইছে ২৫ কোটির মত ৭/৮ কোটি থেকে। আমার মনে হ্য় আর বেশী কিছু বলা বাতুলতা।
আমাগো মুমিনগো আস্ফালন দেখলে মনেহ্য় বাকি যত বিধর্মী রাস্ট্র আছে সবার উচিত আর আবশ্যক যে আমরা গালি দিমু, দখল কইরানিমু হুমকি দিমু, পুরা দুনিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আনতে যুদ্ধ করার লাগে তো করমু কইলেও আমাগো লগে সব বিধর্মী রাস্ট্রগলার ভালো সম্পর্ক রাখতে হইবো। মানে ব্যাটবল আমার তাই আমি আউট হইলে ব্যাটবল নিয়া যামু আর কাউরে খেলতে দিমু না। আবার এর লাইগা কেউ খেলতে না আইলে তার মুন্ডুপাত করুম। মুমিনগো ঈমান সাংঘাতিক.....
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:২৭
ভ্রান্ত বিলাস বলেছেন: ধর্ম যখন মগজের যায়গা নেয় তখন যুক্তির যায়গা থাকে না। আমাগো মুমিগো বিধর্মীগো হারাম দেশে যাওয়াতেই আগ্রহ। এমন নেমকহারামী কিন্তু স্বাভাবিক। এমন বৈপরিত্য মুসলমানগো মধ্যে সবচেয়ে বেশী।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:১৩
চাঁদগাজী বলেছেন:
মুসলিম দেশ থেকে মিলিয়ন মিলিয়ন পালাচ্ছে খৃস্টান দেশে; মগজ নেই, নিজ দেশ নস্ট করে, এখন রিফিউজি