![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলিটা তোমার চোখের ভাষা পরিষ্কার বুঝেছি
যেদিন তুমি আমার দিকে চেয়ে হেসেছিলে
রাতের চাঁদ তারা গুলো সেদিন রাতে
আমার বাসরসঙ্গী হয়েছিল।
চিকচিক বালুকনা দাঁত ঝিলমিল করে বলেছিল
সেদিন নদী তোমার শুধুই তোমার যুবক
পাহাড়ের বাঁধ ভেঙ্গে সে তোমার
শত মাঠ চিরে সে তোমার।
সেদিন গর্বে মহাকাশে ডিগবাজি দিয়েছিল
উল্কার দল, বুধ থেকে বৃহস্পতির বুকে
আছড়ে পড়েছিল অদ্ভুত এক আকর্ষণে
তারায় তারায় আলোচিত কত কিছু।
এলিটা, ভালবাসার তিনটি লাল গোলাপ কিংবা জবা কে
কি জবাব দেবে তু্মি ?
তোমাতে মত্ত-মাতাল দুটি ডাগর কালভ্রমর কিংবা সচকিত চাহনিকে
কি জবাব দেবে তুমি?
কৌতুকপূর্ণ বাসর রাতের চাঁদ কিংবা তারাকে
কি জবাব দেবে তুমি?
বালুকনার দিকে তাকানোর মত
সাহস আছে কি তোমার?
সজল চোখে চেয়ে আছি শূন্যে পানে
ভোরের আকাশের কালমেঘ
বুকের জমে থাকা ঝড় আকাশের মেঘে
অভিসাপের বৃষ্টির হয়ে নেমে আসছে।
এলিটা মাফ করে দিও লাল গোলাপ কে,
রাতের তারাকে, চাঁদ কে, নদীর বালুকে,
উল্কার দলকে, কৌতুক বাসররাত কে
চিন্তার শতদলকে, আমার ভালবাসাকে।
২| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:২৩
ভ্রমরের ডানা বলেছেন: একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৩| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ১:৩৫
শতদ্রু একটি নদী... বলেছেন: জবাব দেয়ার সময় সবুজ তীর চিহ্নটা ক্লিক করে জবাব দিয়েন। তাহলে কমেন্টকারী নোটিফিকেশন পায়
২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩৩
ভ্রমরের ডানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, নতুন তো একটু সমস্যা হচ্ছে বুঝতে।
৪| ২৯ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪১
শতদ্রু একটি নদী... বলেছেন: এইযে, এইবার নোটি পাইছি।
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১০:০১
ভ্রমরের ডানা বলেছেন: আচ্ছা আমাকে আরেকটা হেল্প করে দিন না। আমি ব্লগ গুলো পড়ছি কিন্তু কমেন্ট করতে পারছি না। কত দিন পর আমি কমেন্ট করতে পারব। আর আমার লেখাই বা মুলপাতায় কবে যেতে পারে।
৫| ১১ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৭
খায়রুল আহসান বলেছেন: সেদিন গর্বে মহাকাশে ডিগবাজি দিয়েছিল
উল্কার দল, বুধ থেকে বৃহস্পতির বুকে
আছড়ে পড়েছিল অদ্ভুত এক আকর্ষণে
তারায় তারায় আলোচিত কত কিছু -- চমৎকার লাগলো এই স্তবকটা।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
ভ্রমরের ডানা বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখক। দেরিতে প্রতি উত্তর করার জন্য দুঃখিত।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:৫৮
শতদ্রু একটি নদী... বলেছেন: nice one, strong and fluent. liked it