![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কোন শব্দ শুনতে চাই না
আলপিনের টু শব্দেও প্রবল আপত্তি
আমার ঘ্রাণেন্দ্রিয়টা প্রবল ভাবেই বলছে
পরিচিত কোন ঘ্রানের কথা।
বুকভরে নিঃশ্বাস নিয়ে বুঝতে চেষ্টা
করি সমস্ত অনুভূতি দিয়ে ভাবি
সেই আততায়ী ঘ্রাণ এখনও লেপ্টে আছে
স্মৃতি কোষের পরতে পরতে।
জঞ্জাল ধরে যাওয়া নিউরনের ছাপ
প্রতিটি কবিতার খাতায়, লেখায়
তবে এই ঘ্রাণ কিসের, কোথা হতে এসে
কিসের কথা মনে করে দিতে চায় আততায়ী।
এলিটার খোঁপার জবাফুলে কোন গন্ধ ছিলনা
পারফিউমের সাথেও কিঞ্চিত মিল নেই
তবে কি কোন বেনামী বুনোফুলের
না না তা কেন, বনের ধারে তো যাওয়াই হত না।
বড্ড বেশি ভুলে যাচ্ছি আজকাল
বাতাসের মধ্যে গন্ধ পাইনি দশটি বছর
আলকাতরা আর ডিজেল মবিল ছাড়া
ভুরভুরে মাতাল এই ঘ্রান শুধু সরিষা বাগানেই ছিল।
হ্যালোঃ এলিটা কেমন আছ?
-- ভাল আছি। কেন ফোন করেছ?
-- না মানে একটা ঘ্রানের বিষয়ে জানতে চাই আর কি?
-- তো আমার কাছে কি?
-- ইয়ে মানে মনে হল তোমার কাছে বললে বুঝতে পারব।
-- না আমি বুঝব না?
-- আমি সিউর তুমি বুঝব। প্লিজ একবার শোনো।
-- দুমিনিটের মধ্যে বল?
-- ঘ্রাণটা বেশ পরিচিত ভুরভুরে মনে হচ্ছে কোন যায়গা থেকে বেরিয়ে এসে সোজা মাথায় গিয়ে লাগছে, সরিষার ক্ষেতে যেমন একটা গন্ধ থাকে তেমন। এবার মনে পড়েছে। ইয়েস, তোমার সাথেই তো গিয়েছিলাম ওখানে। তুমি হলুদ অনেক পছন্দ করতে। সরিষার বাগানে গেলে তোমার গায়ের হলুদ আভার পাশে ফুল গুলোকে অদ্ভুত মানিয়ে যেত। যেন একগাছের দুটি ফুল। ঘ্রাণটাও মনে হয় তোমার পাশেই পেয়েছি। প্লিজ হেল্প কর, তুমি ছাড়া এই রহস্য কেও ভেদ করতে পারবে না।
-- কি অদ্ভুত বলত তুমি? আমার বিয়ের পর থেকেই কেমন অদ্ভুত হয়ে গেছ। এমন করলে কি চলে বল? ওসব ঘ্রানের কথা বাদ দিয়ে এবার একটা বিয়ে করে নাও। ভাবির রান্নার ঘ্রানে সব ভুলে যাবে। হা হা হা। ভাল থেকো।
-- হ্যালো হ্যালো এলিটা ----- হ্যালো
বিপ --বিপ-- বিপ-- বিপ--
অভিশপ্ত ঘ্রান রহস্য বুঝতে দিচ্ছে না
মনে হয় রসুই ঘরের জানালা দিয়ে
মনেপ্রাণে লোভ জাগিয়ে বাতাসে
উড়ে যাবে আটলান্টিকের ওপারে।
কিন্তু এলিটা মিথ্যা বলল কেন
ওর পাশেই তো ঘ্রাণটা পেয়েছিলাম
ভয়ার্ত ভ্রমরের ডানার ভেঙ্গে পড়ার শব্দ শুনছি
আলপিনের টু শব্দেও আজ আপত্তি।
২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:২৫
ভ্রমরের ডানা বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:৫৭
খায়রুল আহসান বলেছেন: কবিতার আবেগে মুগ্ধ হ'লাম।
ভয়ার্ত ভ্রমরের ডানার ভেঙ্গে পড়ার শব্দ শুনছি
আলপিনের টু শব্দেও আজ আপত্তি -- ভালো লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২
ভ্রমরের ডানা বলেছেন: পাঠে ও কমেন্টে ধন্য হলাম প্রিয় লেখক। অনেক দেরিতে উত্তর দেওয়ায় লজ্জিত। ক্ষমা করবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৫ দুপুর ২:২৯
এহসান সাবির বলেছেন: বাহ!!